কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)

0 votes, 0 avg
52

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

M ভরের একটি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে পরিমান শক্তি নির্গত হবে?

2 / 50

একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80 %। তাপ গ্রাহকের তাপমাত্রা 1270 C বলে উৎসের তাপমাত্রা কত?

3 / 50

মেমোরি পরিমাপের ক্ষুদ্র কি-

4 / 50

একটি 220V -44 W বাল্বের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমান তড়িৎ প্রবাহিত হবে?

5 / 50

অতিসম্প্রতি আবিষ্কৃত কণার নাম-

6 / 50

ভূপৃষ্ঠ হতে 400 km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর অনুপাত কত?[ পৃথিবীর ব্যাসার্ধ=6400km]

7 / 50

পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়?

8 / 50

S.T.P তে সকল গ্যাসের মোলার আয়তন-

9 / 50

একটি কার্নো চক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি ?

10 / 50

কাজের একক কি?

11 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? [MBSTU: 14-15]

12 / 50

একটি বস্তুর গতিশক্তি ধ্রুব হলে , কোনটি ধ্রুব হবে?

13 / 50

আহিত গোলকের কোথায় তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ?

14 / 50

স্বাভাবিক তাপমাত্রা ও চাপের কোন গ্যাসকে চাপ প্রয়োগ করায় আয়তন অর্ধেক হয়ে গেল। চূড়ান্ত চাপ কত?

15 / 50

পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহ কে বলা হয়-

16 / 50

তিনটি ছক্কা একই সময়ে নিক্ষেপ করলে প্রাপ্ত বিন্দুর যােগফল 17 হওয়ার |
সম্ভাবনা হবে। [BUET: 13-14;BRUR-E:16-17]

17 / 50

কোন বস্তুর ঘনত্ব নির্ভর করে-

18 / 50

অর্ধ-পরিবাহক ডায়োডকে সম্মুখী বায়াস করলে নিঃশেষিত স্তর-

19 / 50

বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

20 / 50

একটি স্প্রিং এর এক প্রান্তের ঝোলানো একটি ভরকে দ্বিগুণ করা হলে তার কম্পাঙ্ক-

21 / 50

এক কিলোওয়াট ঘন্টা সমান-

22 / 50

একটি স্প্রিংকে সংকুচিত করলে তাতে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে?

23 / 50

কোন তাপগতীয় প্রক্রিয়ায় একটি সিস্টেম এর আয়তন বৃদ্ধি পায়। কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান-প্রদান হয়নি। এই ক্ষেত্রে নিচের কোনটি সত্য?

24 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলাে। ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রার হেড পাওয়ার সম্ভাবনা নিম্নের কোনটি? [JKKNIU-B: 18-19;JU:18-19]

25 / 50

দ্বি-পরমাণুক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত?

26 / 50

কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?

27 / 50

0.02 kg ভরের বস্তু 10 cm বিস্তার এবং 2 সেকেন্ড পর্যায়কালের সরলছন্দিত গতি প্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো?

28 / 50

S.I এককে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান হল-

29 / 50

তেজস্ক্রিয় বর্জ্যের একটি নমুনার অর্ধায়ু 60 বছর , বর্জ্যের তেজস্ক্রিয়তা তার বর্তমান মানের 12.5 % হতে হলে কত সময় লাগবে?

30 / 50

বৈদ্যুতিক বাল্বে যে সরু ধাতব তার থাকে তা কোন পদার্থের তৈরি?

31 / 50

খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক কি হিসেবে কাজ করে ?

32 / 50

তাপ গতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়?

33 / 50

নিচের কোন গেইটটি AND ও NOT গেইটের সমন্বয়ে তৈরি হয়?

34 / 50

কোন বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে ঐ বস্তুর ভর কত ?

35 / 50

একই উপাদানের দুটি তারের ব্যাসার্ধের অনুপাত 2:1 তার দুটিতে সমপরিমাণ বল প্রয়োগ করা হলে, সৃষ্টি পীড়নের অনুপাত হবে-

36 / 50

4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় ----। [15-16]

37 / 50

সর্বপ্রথম আলোর বেগ আবিষ্কার করেন?

38 / 50

পানির ত্রৈধ বিন্দুর চাপ কত?

39 / 50

তেজস্ক্রিয়তার একক কি?

40 / 50

কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে?

41 / 50

তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি ?

42 / 50

কোন বস্তুর উৎক্ষেপণ ব্যাগ তার মুক্তি বেগের সমান হলে বস্তুটি-.

43 / 50

সর্বাপেক্ষা দুর্বল বল-

44 / 50

3টি অনপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলাে। প্রত্যেক মুদ্রাতে Head(H)
দেখাবে তার সম্ভাবনা কত? [JU-A: 17-18]

45 / 50

শূন্য মাধ্যমে সব কাঠামোর সকল পর্যবেক্ষকের জন্য আলোর গতি-

46 / 50

কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া?

47 / 50

ভূপৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে?

48 / 50

একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 A তড়িৎ প্রবাহ বহন করে। প্রান্তের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত?

49 / 50

একটি সুষম মুদ্রা পর পর তিন বার টস করা হলাে। প্রতিটি টসেই প্রথমে হেড
পাওয়ার শর্তে দুই বা ততােধিক হেড পাওয়ার সম্ভাবনা কত? [IU-F:17-18]

50 / 50

স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে-

Your score is

The average score is 19%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।