কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)

0 votes, 0 avg
18

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?

2 / 50

হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত?

3 / 50

প্রথম 13টি স্বাভাবিক সংখ্যার বিভেদাঙ্ক কত? [JUST 19-20; JU: 18-19]

4 / 50

পীড়নের মাত্রা কোনটি?

5 / 50

একটি ফোটনের শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক কোনটি?

6 / 50

নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 4 গুণ বাড়ালে পর্যায় কাল কেমন হবে?

7 / 50

p-টাইপ অর্ধপরিবাহীতে কি ভেজাল দেওয়া হয় ?

8 / 50

গাউসের সূত্র যে সকল ক্ষেত্রে প্রযোজ্য-

9 / 50

কোন বস্তুর ঘনত্ব নির্ভর করে-

10 / 50

মুখ্য তরঙ্গের তরঙ্গমুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস- এটি কার নীতি হিসেবে পরিচিত?

11 / 50

আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে?

12 / 50

19,18,20,22,21 সংখ্যাগুলাের পরিমিত ব্যবধান কত? [JU: 15-16]

13 / 50

এক টুকরা কর্কযুক্ত 00 C তাপমাত্রার একটি বরফখণ্ড পানিতে ভাসমান। বরফখণ্ড টি গলে গেলে পানির স্তরের উচ্চতা কত?

14 / 50

একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের-

15 / 50

কোনটি মৌলিক বর্ণ নয় ?

16 / 50

নিচের কোনটি অসংরক্ষণশীল বল এর উদাহরণ?

17 / 50

অসম বেগে গতিশীল কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে-

18 / 50

গড় মুক্ত পথে গ্যাসের ঘনত্ব এর-

19 / 50

বৈদ্যুতিক ফিউজের ব্যবহার করা হয় কোনটি?

20 / 50

একটি তার কে দুই ভাগে ভাগ করলে-

21 / 50

8.4 J কাজ সম্পূর্ণ রূপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ পাওয়া যাবে?

22 / 50

শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি?

23 / 50

26টি তাসের মধ্যে 13টি ইস্কাপন ও 13টি রুইতন আছে। একসাথে 2টি
তাসের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? [IU: 14-15]

24 / 50

তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলাে। তিনটিতেই একই সংখ্যা পাওয়ার
সম্ভাবনা কত? [JU: 18-19;16-17]

25 / 50

আলোক তড়িৎ ক্রিয়া সমর্থন করে আলোর-

26 / 50

একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π হলে বিন্দুদ্বয়ের মধ্যে পার্থক্য কত?

27 / 50

আলোক তড়িৎ ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রদর্শন করে?

28 / 50

He গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ?

29 / 50

পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে?

30 / 50

পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা কত?

31 / 50

দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। তারা পরস্পর 240° কোণে ক্রিয়া করে। উহাদের লব্দির দিক-

32 / 50

কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

33 / 50

নিচের কোনটি রোধের উষ্ণতার সহগ ঋণাত্মক ?

34 / 50

N-টাইপ অর্ধপরিবাহীতে গরিষ্ঠ বাহক কোনটি?

35 / 50

একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে। বালিকাটি উঠে দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন হবে?

36 / 50

সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 6000 K, সেলসিয়াস স্কেলে কত?

37 / 50

কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কে কি বুঝায়?

38 / 50

রেডনের অর্ধায়ু 4 দিন , এর গড় আয়ু কত?

39 / 50

0K =? 0 C

40 / 50

পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধিতে চার্জের প্রবাহের হার-

41 / 50

নিচের কোন তড়িৎ-চুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম?

42 / 50

বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে নিচের কোন অপদ্রব্য মিশিয়ে n-টাইপ অর্ধপরিবাহী গঠন করা হয়?

43 / 50

Ge-অপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ফাঁক-

44 / 50

একটি সরল ছন্দিত গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ বিস্তার 5.0 m দোলনকাল 5.0 s হলে, বস্তুটির সর্বোচ্চ বেগ কত?

45 / 50

200 C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm m-3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm m-3 হলে আপেক্ষিক আদ্রতা কত ?

46 / 50

2, 7, 10, 5 সংখ্যাগুলাের মধ্যমা কোনটি? [JU-A: 17-18]

47 / 50

পরম শূন্য তাপমাত্রা সমান কত?

48 / 50

আপেক্ষিক রোধের একক কি?

49 / 50

একটি ছক্কা নিক্ষেপে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? [JU: 19-20]

50 / 50

কার্নোর চক্রের চতুর্থ ধাপে কি ঘটে?

Your score is

The average score is 4%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।