কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)

0 votes, 0 avg
8

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়, এর কারণ

2 / 50

নিশ্চল ঘড়ির চেয়ে গতিশীল ঘড়ি-

3 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? [MBSTU: 14-15]

4 / 50

একই সময়ে কোন কণার অবস্থান ও ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তার গুণফল কখনোই প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক অপেক্ষা ছোট হতে পারে না-

5 / 50

চলকের মান 5,5,5,5,5 এর জন্যে পরিমিত ব্যবধান কত?
[MBSTU- D: 16-17]

6 / 50

কেপলারের দ্বিতীয় সূত্র অনুযায়ী ধ্রুব থাকে-

7 / 50

10 N বল প্রয়োগে একটি গাড়িকে 100 m সরাতে কত কাজ করতে হবে?[θ=60°]

8 / 50

আলোক তড়িৎ ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রদর্শন করে?

9 / 50

একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক-

10 / 50

একটি ইলেকট্রন স্থির অবস্থা হতে 2400 Volt/m প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে চললে ত্বরণ কত?

11 / 50

প্রথম 10 টি সংখ্যার পরিমিত ব্যবধান- [IU: 19-20]

12 / 50

সবচেয়ে কম ভরের কণিকা কোনটি?

13 / 50

একটি রেডিও আইসোটোপের অর্ধায়ু 5 দিন , গড় আয়ু কত দিন?

14 / 50

তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়াই একটি বিশেষ রূপ?

15 / 50

একটি লুডুর গুটি নিক্ষেপ করা হলে 3 এর চেয়ে বড় সংখ্যা পাওয়ার
সম্ভাবনা। [CU-A:12-13]

16 / 50

যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে-

17 / 50

15 Ω রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হল যে তারের দৈর্ঘ্য 4 গুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 গুন হয়।পরিশেষে তারের রোধ-

18 / 50

একটি পাত্রে 00 C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। কত তাপমাত্রায় গ্যাসের চাপ 00 C তাপমাত্রার চাপের এক-তৃতীয়াংশ হবে?

19 / 50

0.50 m ব্যাসার্ধের একটি গোলককে 20 C চার্জ দেওয়া হল। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত?

20 / 50

একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80 %। তাপ গ্রাহকের তাপমাত্রা 1270 C বলে উৎসের তাপমাত্রা কত?

21 / 50

রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ভৌত রাশিটি স্থির থাকে সেটি কোনটি-

22 / 50

তিনটি ছক্কা একই সময়ে নিক্ষেপ করলে প্রাপ্ত বিন্দুর যােগফল 17 হওয়ার |
সম্ভাবনা হবে। [BUET: 13-14;BRUR-E:16-17]

23 / 50

কোন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে আলোকে ফোটন স্রোত হিসেবে বিবেচনা করতে হয় ?

24 / 50

ভূপৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে?

25 / 50

সিলিকন অর্ধপরিবাহীকে P-টাইপ করার জন্য যে অপদ্রব্য ব্যবহার করা হয়-

26 / 50

নিচের কোন পরিমাপটি আদর্শ বিস্তার পরিমাপ? [BSMRSTU-B: 18-19]

27 / 50

তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক-

28 / 50

উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেলে কি ঘটবে?

29 / 50

ডোপিং ঘনত্বের উপর ভিত্তি করে ট্রানজিস্টর কে কত প্রকারে ভাগ করা যায়?

30 / 50

ইলেকট্রন কক্ষপথে আবর্তন কালের শক্তির-

31 / 50

200 C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm m-3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm m-3 হলে আপেক্ষিক আদ্রতা কত ?

32 / 50

বাড়ির মেইন মিটার 220 V-15A সরবরাহ করে ।এই সরবরাহ লাইন কতগুলো 100W এর বৈদ্যুতিক বাতি ঐ বাড়িতে নিরাপদে পূর্ণ উজ্জ্বলতায় জ্বালানো যাবে?

33 / 50

গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে-

34 / 50

লরেঞ্জ রূপান্তরের ফল হলো-

35 / 50

অত্যন্ত দ্রুত গতি সম্পূর্ণ ইলেকট্রনকে কোন ভারী ধাতব বস্তু দ্বারা থামিয়ে দিলে উৎপল হয়-

36 / 50

বিভব পার্থক্য স্থির থাকলে , একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের-

37 / 50

কার্শফের লুপ উপপাদ্য টি হল-

38 / 50

কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃতকাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান?

39 / 50

নিচের কোনটির কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান?

40 / 50

10N এবং 15N মানের দুইটি বল একটি কণার উপর উপযুক্ত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি হতে পারে না?

41 / 50

ডেসিমাল (25)10 এর বাইনারি মান হলো-

42 / 50

0.02 kg ভরের বস্তু 10 cm বিস্তার এবং 2 সেকেন্ড পর্যায়কালের সরলছন্দিত গতি প্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো?

43 / 50

একটি সীসার খন্ডে সুড়ঙ্গ করে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম রাখা হলে , সুরঙ্গপথে নির্গত তেজস্ক্রিয় রশ্মিটি?

44 / 50

ধারকত্বযুক্ত AC সার্কিটে প্রবাহ ও বিভবের দশা পার্থক্য কত?

45 / 50

একটি সরল ছন্দিত গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ বিস্তার 5.0 m দোলনকাল 5.0 s হলে, বস্তুটির সর্বোচ্চ বেগ কত?

46 / 50

বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে নিচের কোন অপদ্রব্য মিশিয়ে n-টাইপ অর্ধপরিবাহী গঠন করা হয়?

47 / 50

আধান ও বিভবের গুণফলের একক কি?

48 / 50

52 টি তাসের এক প্যাকেট তাস হতে পুন:স্থাপন করে 2 টি তাস উঠানাে
হল। তাসগুলাে টেক্কা হবার সম্ভাবনা কত? [JU: 15-16]

49 / 50

আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-

50 / 50

গাছের একটি আপেল পৃথিবী কে F1 বলে আকর্ষণ করছে , পৃথিবী আপেলকে F2 বলে আকর্ষণ করছে |

Your score is

The average score is 24%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।