কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)

0 votes, 0 avg
1

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

এক কিলোওয়াট ঘন্টা সমান-

2 / 50

ওহমের সূত্রে স্থির থাকে কোনটি?

3 / 50

জেনার ডায়োড এর কাজ হলো-

4 / 50

নিচের কোন যন্ত্রের মাধ্যমে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি পরিমাপ করা যায়?

5 / 50

কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?

6 / 50

বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে , রোধ হবে-

7 / 50

একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 A তড়িৎ প্রবাহ বহন করে। প্রান্তের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত?

8 / 50

কেলভিন স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত?

9 / 50

আলবার্ট আইনস্টাইন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান?

10 / 50

একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে। বালিকাটি উঠে দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন হবে?

11 / 50

যখন আলোক উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব সসীম থাকে তখন কোন অপবর্তন হয়?

যদি \overrightarrow{P} = 2\widehat{i}+4\widehat{j}-5\widehat{k} এবং \overrightarrow{Q} = \widehat{i}+2\widehat{j}+3\widehat{k} হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

12 / 50

যদি P = 2i+4j-5k এবং Q = i+2j+3k হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

13 / 50

তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক-

14 / 50

মৌলিক বর্ণ কয়টি?

15 / 50

একটি তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু 25 বছর। 125 বছর পরে অবশিষ্ট থাকবে-

16 / 50

ট্রানজিস্টারের মূল ব্যবহার হলো-

17 / 50

অসহ পীড়ন -

18 / 50

নিচের কোনটির কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান?

19 / 50

একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক-

20 / 50

গুলি ছুড়লে বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়, এর কারণ

ভেক্টর \overrightarrow{A},\overrightarrow{B},\overrightarrow{C} এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং \overrightarrow{A}+\overrightarrow{B}=\overrightarrow{C} | \overrightarrow{A}\overrightarrow{B} ভেক্টরদ্বয়ের মধ্যে মর্ধবর্তী কোণের মান কত?

21 / 50

ভেক্টর A, B ও C এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং A+B=C | A ও B ভেক্টরদ্বয়ের মধ্যে মর্ধবর্তী কোণের মান কত?

22 / 50

কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য তুলনায়-

23 / 50

ঈশ্বর কণা কোনটি?

24 / 50

পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহ কে বলা হয়-

25 / 50

12 W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50s এ মোট 100C চার্জ প্রবাহিত হয়। এই সময়ে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?

26 / 50

প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন-

27 / 50

একটি বস্তুর গতিশক্তি ধ্রুব হলে , কোনটি ধ্রুব হবে?

28 / 50

ইয়ং এর দ্বি-চির পরীক্ষা প্রদর্শন করে-

29 / 50

তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলাে। কমপক্ষে 1 টি Head(H) পাবার সম্ভাবনা কোনটি? [JU-A:17-18]

30 / 50

পৃথিবীর ঘনত্ব কত?

31 / 50

বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন কি ধরনের প্রক্রিয়া?

32 / 50

দুর্বল নিউক্লিয় বলের নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়?

33 / 50

কত কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ-

34 / 50

কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে ?

35 / 50

জাংশন ডায়োডের নিঃশেষিত স্তরে থাকে-

36 / 50

কোন p-n জাংশনের 0.1 V বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 400 mA বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জাংশনের রোধ কত হবে?

37 / 50

এক বায়ুমন্ডলীয় চাপের সমান হল-

38 / 50

পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি? [BSMRSTU-A: 18-19]

39 / 50

একটি পদার্থের অর্ধজীবন 12 দিন। কত দিনে ঐ পদার্থের 84% ক্ষয়প্রাপ্ত হবে?

40 / 50

কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01/s ।এর অর্ধায়ু-

41 / 50

একটি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর-

42 / 50

একটি 100 MeV ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত?

43 / 50

পরপর ধাক্কাগুলোর ভিতর একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয়-

44 / 50

পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন শূন্য কেন?

45 / 50

হাইড্রোজেন বোমা বা উদজান বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?

46 / 50

পারমাণবিক চুল্লিতে যে মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়-

47 / 50

এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 3Å হলে এর কম্পাঙ্ক কত?

48 / 50

পানির ত্রৈধ বিন্দুর চাপ কত?

49 / 50

পৃথিবীর তড়িৎ বিভব নিচের কোনটি?

50 / 50

রকেট উৎক্ষেপণের কার্যকর সূত্রটি হল-

Your score is

The average score is 0%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।