কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)
About Lesson

0 votes, 0 avg
34

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা কত? [JU: 19-20]

2 / 50

শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক দিকনির্দেশ করলে-

3 / 50

এনট্রপির একক হল-

4 / 50

কোন বস্তুকে পানিতে নিমজ্জিত করলে তার ওজন কমে যায় কেন?

5 / 50

মহাকর্ষ সূত্র ব্যবহার করে নিম্নের কোন কাজটি করা সম্ভব নয়?

6 / 50

থিওরি অফ রিলেটিভিটি -এর প্রবক্তা কে?

7 / 50

সমবিভব তলের পৃষ্ঠে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক চার্জ সরিয়ে নিতে কাজের পরিমাণ-

8 / 50

পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন শূন্য কেন?

9 / 50

যেসব পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে তাদেরকে বলে-

10 / 50

A ও B দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে c গতিবেগে চলছে। B ফোটনের সাপেক্ষে A ফোটনের আপেক্ষিক বেগ কত?

11 / 50

অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ?

12 / 50

একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয় ?

13 / 50

একটি বৈদ্যুতিক বাল্বে 40 W -200V লেখা আছে । বাল্বের রোধ কত এবং এর মধ্য দিয়ে কি পরিমান বিদ্যুৎ প্রবাহ চলবে?

14 / 50

স্কেলারের গুনফল বিনিময় সূত্র-

15 / 50

কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেয়?

16 / 50

নিউক্লিয়ন সংখ্যা বনাম নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির লেখচিত্র দেখা যায় যে 56 26Fe এর মান সর্বাধিক ।এটা প্রমাণ করে যে Fe-

17 / 50

নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

18 / 50

8.4 J কাজ সম্পূর্ণ রূপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ পাওয়া যাবে?

19 / 50

টর্কের মান কখন সবচেয়ে বেশি হয় ?

20 / 50

আলোক নিঃসারক ডায়োড কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত করে ?

21 / 50

তাপগতিবিদ্যার প্রথম সূত্র গাণিতিক রূপ কোনটি?

22 / 50

কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের মান দ্বিগুণ করলে উৎপন্ন তাপ-

23 / 50

ভূপৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে?

24 / 50

অসম বেগে গতিশীল কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে-

25 / 50

নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি প্রয়োজন?

26 / 50

বাড়ির মেইন মিটার 220 V-15A সরবরাহ করে ।এই সরবরাহ লাইন কতগুলো 100W এর বৈদ্যুতিক বাতি ঐ বাড়িতে নিরাপদে পূর্ণ উজ্জ্বলতায় জ্বালানো যাবে?

27 / 50

কোনটি টর্কের একক-

28 / 50

কোন বস্তুর তাপমাত্রা 400 C হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে?

29 / 50

ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত?

30 / 50

পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধিতে চার্জের প্রবাহের হার-

31 / 50

কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য তুলনায়-

32 / 50

বর্তনী সংযোগের ক্ষেত্রে সমান্তরালে যুক্ত করা হয়-

33 / 50

একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে বাতির ভিতর বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়?

34 / 50

যেসব নিউক্লাইডের নিউট্রন সংখ্যা সমান তাদের কে কি বলে ?

35 / 50

তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়?

36 / 50

N-টাইপ অর্ধপরিবাহীতে গরিষ্ঠ বাহক কোনটি?

37 / 50

মোলার গ্যাস ধ্রুবকের S.I একক কোনটি?

38 / 50

একটি 100 MeV ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত?

39 / 50

প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে , কাজ সর্বাধিক হবে?

40 / 50

প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে , এটি-

41 / 50

একই উপাদানের দুটি তারের ব্যাসার্ধের অনুপাত 2:1 তার দুটিতে সমপরিমাণ বল প্রয়োগ করা হলে, সৃষ্টি পীড়নের অনুপাত হবে-

42 / 50

ত্রিমাত্রিক গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ?

যদি \overrightarrow{A}=2\widehat{i}+\alpha\widehat{j}+\widehat{k} এবং \overrightarrow{B}=-2\widehat{i}+\alpha\widehat{j}-2\widehat{k} পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

43 / 50

যদি A = 2i+αj+k এবং B = -2i+j-2k পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

44 / 50

দুটি ভেক্টরের গুণফল শূন্য হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটি?

45 / 50

12, 5, 15, 7, 2, 9, 4 সংখ্যাগুলোর পরিসর কত? [BRUR-F: 17-18]

46 / 50

পানির ঘনত্ব সবচেয়ে বেশি-

47 / 50

কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?

48 / 50

আলোকবর্ষের একক কি?

49 / 50

দুটি নিটোল মুদ্রা নিক্ষেপ করা হলে একটি head পাওয়ার সম্ভাবনা কত?
[CU: 04-05;MBSTU:14-15]

50 / 50

এমপ্লিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয়-

Your score is

The average score is 9%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।