কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)
About Lesson

0 votes, 0 avg
15

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

রাডারে কোনটি ব্যবহৃত হয়?

2 / 50

একটি লিফট 15 ms-1 গতিতে উপরে উঠছে। 60 kg ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন হবে-

3 / 50

সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য-

4 / 50

কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ দেন?

5 / 50

কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য তুলনায়-

6 / 50

2x10-4 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে?

7 / 50

কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?

8 / 50

দুর্বল নিউক্লিয় বলের নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়?

9 / 50

জার্মেনিয়াম এর সূচন ভোল্টেজের মান কত?

10 / 50

25 এবং 29 সংখ্যা দুইটির বিভেদাঙ্ক (C.V.) কত? [JKKNIU: 19-20]

11 / 50

কোন বস্তুর উৎক্ষেপণ ব্যাগ তার মুক্তি বেগের সমান হলে বস্তুটি-.

12 / 50

কোন বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে ঐ বস্তুর ভর কত ?

13 / 50

S.T.P তে 2 mol আদর্শ গ্যাসের গতিশক্তি কত?

14 / 50

একজন সাইকেল আরোহীকে বাক নেয়ার সময় কি পরিমান হেলতে হবে তা কিসের উপর নির্ভরশীল?

15 / 50

অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ?

16 / 50

দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক। এরা পরস্পর 120° কোণে থেকে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান হবে-

17 / 50

দুটি সুসংগত একবর্ণী আলোকের গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যখন তাদের দশা পার্থক্য -

18 / 50

কোন ট্রানজিস্টর এর ∆IB =0.2 mA , ∆IC =0.1 mA হলে এর প্রবাহ-

19 / 50

একটি মুদ্রা পরপর তিনবার টস করা হলে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেইল পাবার সম্ভাব্যতা হবে । [BUET: 11-12]

20 / 50

একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চার গুণ করা হলে এর দোলনকাল কত হবে?

21 / 50

অভিকর্ষজ ত্বরণ 9,8 ms-2 হলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করো-

22 / 50

k স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো ।দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমান লম্বা দ্বিগুন কাজ করতে হয় ৷দ্বিতীয় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত?

23 / 50

অর্ধপরিবাহী ডায়োড তৈরিতে প্রয়োজন-

24 / 50

কোন দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিলে কি ঘটবে-

25 / 50

52 টি তাসের এক প্যাকেট তাস হতে পুন:স্থাপন করে 2 টি তাস উঠানাে
হল। তাসগুলাে টেক্কা হবার সম্ভাবনা কত? [JU: 15-16]

26 / 50

কোন ট্রানজিস্টর এর ∆IB =0.02 mA , ∆IC =1 mA হলে এর প্রবাহ লাভ β =?

27 / 50

আলো শূন্য মাধ্যমে এক বছরে কত দূরত্ব অতিক্রম করে?

28 / 50

প্রথম 10 টি সংখ্যার পরিমিত ব্যবধান- [IU: 19-20]

29 / 50

এনট্রপি কোন ভৌত ধর্মের পরিচয় প্রদান করেন-

30 / 50

এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 3Å হলে এর কম্পাঙ্ক কত?

31 / 50

একটি গ্লাস রড সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হলে গ্লাস রডে যে ধরনের বিদ্যুৎ উৎপন্ন হবে তা হল-

32 / 50

কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে না?

33 / 50

দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান হবে?

34 / 50

প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে-

35 / 50

একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 ।বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত?

36 / 50

কোন p-n জাংশনের 0.1 V বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 400 mA বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জাংশনের রোধ কত হবে?

37 / 50

পিড়নের এর মাত্রা সমীকরণ-

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। \bar{A}.\bar{B} কত?

38 / 50

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। ভেক্টর দুটির ডট গুণফল (A.B) কত?

39 / 50

মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কত?

40 / 50

1 eV =?

41 / 50

একটি ছক্কা নিক্ষেপ করা হলে ছয় না উঠার সম্ভাবনা হবে- [IU: 10-11]

42 / 50

কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে?

43 / 50

কোন সিস্টেম পরিবেশ থেকে 800 J তাপশক্তি শোষণ করায় এর অন্তঃস্থ শক্তি 500 J বৃদ্ধি পায় | সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃতকাজের পরিমাণ কত?

44 / 50

পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি? [BSMRSTU-A: 18-19]

45 / 50

তড়িৎ বলরেখার অবতারণা করেন কে ?

46 / 50

এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়?

47 / 50

মোলার গ্যাস ধ্রুবকের S.I একক কোনটি?

48 / 50

রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় নিম্নের কোন সমীকরণটি শুদ্ধ?

49 / 50

গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী?

50 / 50

ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণের কোন ধারক ব্যবহৃত হয় ?

Your score is

The average score is 10%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।