কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)

0 votes, 0 avg
13

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

বিটা রশ্মির আধান কত?

2 / 50

2:1 অনুপাতের ব্যাস বিশিষ্ট দুটি সাবান পানির বুদবুদের ভিতরকার অতিরিক্ত চাপের অনুপাত কত হবে?

3 / 50

ভূপৃষ্ঠ হতে 400 km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর অনুপাত কত?[ পৃথিবীর ব্যাসার্ধ=6400km]

4 / 50

কোন বিদ্যুৎ কোষ রাসায়নিক বিক্রিয়ার ফলে তার দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য উৎপন্ন হয় তাকে কি বলে?

5 / 50

নিচের কোনটি রোধের উষ্ণতার সহগ ঋণাত্মক ?

6 / 50

একটি রেডিও আইসোটোপের অর্ধায়ু 5 দিন , গড় আয়ু কত দিন?

7 / 50

বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক-

8 / 50

একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 A তড়িৎ প্রবাহ বহন করে। প্রান্তের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত?

9 / 50

আলো শূন্য মাধ্যমে এক বছরে কত দূরত্ব অতিক্রম করে?

10 / 50

তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক ওজন কত হওয়া প্রয়োজন?

11 / 50

কোনটি দিক রাশি ?

12 / 50

একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল হবে-

13 / 50

জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করা হয় তখন সব সময় এর সংযোগ দেয়া হয়-

14 / 50

ওহমের সূত্রে স্থির থাকে কোনটি?

15 / 50

PV= ধ্রুবক , সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে?

16 / 50

নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতার ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়?

17 / 50

পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে?

18 / 50

তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী-

19 / 50

কোন তলের সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সাথে বল রেখার কোণ হয়-

20 / 50

বৈদ্যুতিক ফিউজের ব্যবহার করা হয় কোনটি?

21 / 50

একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয় ?

22 / 50

হাইড্রোজেন পরমাণুর ১ম শক্তিস্তরের মান -13.6 eV হলে ২য় শক্তিস্তরের শক্তি কত eV?

23 / 50

একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2x1011 Nm-2 এবং তারটির ব্যাস 0.4mm। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে কত বল প্রয়োজন?

24 / 50

সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 4m ও 9m । তার দুটির ব্যাসার্ধের অনুপাত-

25 / 50

ধনাত্মক কাজের ক্ষেত্রে কোন বস্তুর-

26 / 50

শক্তির অপচয়ের ধারণা দেন কে?

27 / 50

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ-

28 / 50

একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 ।বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত?

29 / 50

অতিসম্প্রতি আবিষ্কৃত কণার নাম-

30 / 50

3টি অনপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলাে। প্রত্যেক মুদ্রাতে Head(H)
দেখাবে তার সম্ভাবনা কত? [JU-A: 17-18]

31 / 50

পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক এবং ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হবে-

32 / 50

একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চার গুণ । উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ?

33 / 50

বর্তনীতে একাধিক ধারককে শ্রেণিতে যুক্ত করলে তুল্য ধারকত্ব-

34 / 50

আলোক তরঙ্গের নিম্নোক্ত উপাদান আছে-

35 / 50

আলোক তড়িৎ ক্রিয়া আলোর কোন বৈশিষ্ট্য প্রদর্শন করে?

36 / 50

তৈলাক্ত পদার্থযুক্ত কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ-

37 / 50

0.02 kg ভরের বস্তু 10 cm বিস্তার এবং 2 সেকেন্ড পর্যায়কালের সরলছন্দিত গতি প্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো?

38 / 50

রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ভৌত রাশিটি স্থির থাকে সেটি কোনটি-

39 / 50

এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 3Å হলে এর কম্পাঙ্ক কত?

40 / 50

S.T.P তে 2 mol আদর্শ গ্যাসের গতিশক্তি কত?

41 / 50

রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় নিম্নের কোন সমীকরণটি শুদ্ধ?

42 / 50

কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে না?

43 / 50

কম্পাঙ্ক (f) ও পর্যায়কাল(T) এর সম্পর্ক কোনটি?

44 / 50

সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেয়ার পর p-n জংশনের ডায়োডে একটি নির্দিষ্ট মান অতিক্রম করার পর তড়িৎ প্রবাহ বাড়তে থাকে । একে বলা হয়-

45 / 50

একই তাপমাত্রায় রংপুর অপেক্ষা টেকনাফ অস্বস্তিকর কেন?

46 / 50

তেজস্ক্রিয়তার একক কি?

47 / 50

200 C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm m-3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm m-3 হলে আপেক্ষিক আদ্রতা কত ?

48 / 50

কোন বস্তুর মুক্তিবেগের মান অপেক্ষাকৃত ভারী বস্তুর চেয়ে-

49 / 50

আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দানকারী বিজ্ঞানী-

50 / 50

Bernoulli-র সূত্র হচ্ছে-

Your score is

The average score is 25%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।