কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)
About Lesson

0 votes, 0 avg
15

Biology Model Test [Short Syllabus]

Subject: Biology

1 / 50

RNA পলিমারেজ এনজাইম সংযুক্তকারী অংশের নাম কি ?

2 / 50

অতিরিক্ত আয়রন তৈরির জন্য সুপার রাইসে প্রতিস্থাপিত জিনের সংখ্যা কয়টি?

3 / 50

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

4 / 50

ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষের সংক্রমিত হয়?

5 / 50

রুই মাছের রক্ত সংবহন এর সময় বাল্বাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায় ?

6 / 50

Streptococcus lactis-ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

7 / 50

হিমোজয়েন কি ?

8 / 50

জীবজগতের ফাইভ কিংডম প্রস্তাব কে করেন?

9 / 50

বাইসেপস পেশি দেখা যায়-

10 / 50

পরিণত লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না-

11 / 50

মানুষের স্যাক্রাল কশেরুকা কয়টি?

12 / 50

শ্বসনের কোন ধাত্রী অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে?

13 / 50

কোথায় O2 ও CO2 বিনিময় ঘটে-

14 / 50

অনিয়ন্ত্রিত মাইটোসিস এর ফলে কোন রোগ সৃষ্টি হয় ?

15 / 50

ভাজক টিস্যুর যে কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কি বলে ?

16 / 50

বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F1 জনুতে কোনটি হবে না?

17 / 50

ইলিয়াম , ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলের অগভীর অংশের নাম কি?

18 / 50

ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ -

19 / 50

ক্ষুদ্রান্তের কোন স্তর থেকে ভিলাই সৃষ্টি হয়?

20 / 50

প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা কোন ধরনের?

21 / 50

Malvaceae গোত্রের দল মন্ডল এর বৈশিষ্ট্য কোনটি ?

22 / 50

ফিতা কৃমি কি ধরনের প্রাণী ?

23 / 50

কোনটি এনজাইমটি অগ্ন্যাশয় রসে অনুপস্থিত-

24 / 50

কোন এনজাইমটি জৈবপ্রযুক্তিতে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়?

25 / 50

চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন মাংসপেশি ?

26 / 50

উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে সালোকসংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা কোনটি?

27 / 50

ধূমপায়ীর শ্বসনতন্ত্রে কোন সমস্যা দেখা যায়-

28 / 50

কান্ডের পরিধি বৃদ্ধির জন্য কোনটি দায়ী ?

29 / 50

জীবনের ভাষা বলা হয় কোনটিকে ?

30 / 50

কোনটির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে XX-XY পদ্ধতি প্রযোজ্য নয়?

31 / 50

রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে-

32 / 50

ঘাসফড়িং এর দেহে উন্মুক্ত ছিদ্রপথে সংখ্যা কত ?

33 / 50

ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ হলো-

34 / 50

কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় -

35 / 50

rRNA এর কাজ কোনটি ?

36 / 50

টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলা হয় ?

37 / 50

ক্যাপিচুলাম জাতীয় পুষ্পবিন্যাস দেখা যায়-

38 / 50

কোন উদ্ভিদে জাইলেমে ভেসেল নাই ?

39 / 50

ভাস্কুলার বান্ডল গুলো বিক্ষিপ্তভাবে ভিত্তি কলায় ছড়ানো থাকে কোন কাণ্ডে?

40 / 50

ক্রোমাটিডের মেরুমুখী চলন কোন বিভাজনের কোন ধাপে শুরু হয় ?

41 / 50

কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়?

42 / 50

ওটিটিস মিডিয়া কোন অঙ্গে দেখা যায়-

43 / 50

স্বাভাবিক কোন কোষ -ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কতদিন পর ইন্টারফেরন উৎপাদন শুরু করে?

44 / 50

প্লাজমিড আবিষ্কৃত হয় কত সালে?

45 / 50

রিভার্স ট্রান্সক্রিপটেজ কোথায় থাকে-

46 / 50

সঠিক নয় কোনটি ?

47 / 50

নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ?

48 / 50

উদ্ভিদের কোন অংশে অক্সিজেন সর্বোচ্চ পরিমাণ থাকে?

49 / 50

দুইটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে ক্রস আকৃতির জোড়াস্থলকে কি বলে ?

50 / 50

কোনটি সরাসরি মাটিতে বায়ুমন্ডলের নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ?

Your score is

The average score is 41%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।