কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফ্রি মডেল টেস্ট (Short Syllabus)
About Lesson

0 votes, 0 avg
46

Biology Model Test [Short Syllabus]

Subject: Biology

1 / 50

কোন প্রাণীর রেচনতন্ত্র নেই?

2 / 50

কোষের অভ্যন্তরে pH রক্ষা করে-

3 / 50

কোন কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয়-

4 / 50

Cucumis sativus এর প্লাসেন্টেশন কোন প্রকৃতির?

5 / 50

রক্ত কণিকা সৃষ্টির প্রক্রিয়া কে কি বলা হয় ?

6 / 50

প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?

7 / 50

অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি ?

8 / 50

সাইকাসের গৌণ মূলকে বলে-

9 / 50

মানবদেহে ক্ল্যাভিকল অস্থি কোথায় অবস্থিত?

10 / 50

ফুলের হলুদ বর্ণের জন্য দায়ী কোনটি?

11 / 50

গ্রিন বায়োটেকনোলজি কাজ করে-

12 / 50

হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা-

13 / 50

HIV ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হল--

14 / 50

রুইমাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

15 / 50

কোনটি প্লাজমিড এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

16 / 50

রুই মাছের রক্ত সংবহন এর সময় বাল্বাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায় ?

17 / 50

প্ল্যুরার মাঝের তরল পদার্থের নাম কি ?

18 / 50

কোনটি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় না ?

19 / 50

RNA পলিমারেজ এনজাইম সংযুক্তকারী অংশের নাম কি ?

20 / 50

উদ্ভিদের প্রস্বেদন সম্পন্ন হয়-

21 / 50

প্রাণী দেহে শর্করা কি রূপে জমা থাকে ?

22 / 50

হিমোজয়েন কি ?

23 / 50

ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস ?

24 / 50

গ্লাইকোলাইসিসে সরাসরি কত অনু ATP তৈরি হয়?

25 / 50

মনোসাইট এর উৎপত্তিস্থল কোথায় ?

26 / 50

কোনটি নিউট্রোফিল এর কাজ ?

27 / 50

কোষ বিভাজন কে আবিষ্কার করেন ?

28 / 50

মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা ঘটে ?

29 / 50

গ্লুকোনিওজেনেসিস হলো-

30 / 50

জিন থেরাপিতে বাহক ব্যবহার করা হয়-

31 / 50

জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

32 / 50

সালোকসংশ্লেষণের সময় পানি থেকে ইলেকট্রন পরিবহন করতে কোন মৌল গুলোর সহায়তা করে?

33 / 50

একডাইসিস হল-

34 / 50

ভাজক কলার সবচেয়ে বাইরের স্তরকে বলে-

35 / 50

বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা কে কি বলা হয়?

36 / 50

CAM প্রক্রিয়া সংঘটিত হয় নিম্নের কোন উদ্ভিদে?

37 / 50

স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে ?

38 / 50

কি ধরনের ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম দ্বারা বেষ্টিত থাকে ?

39 / 50

ভাইরাসের RNA হল-

40 / 50

কোন প্রাণী অযৌন ও যৌন দুইভাবেই প্রজনন সম্পন্ন করে ?

41 / 50

এপিডারমাল পেশি আবরণী কোষের বহিঃপ্রান্তের কাজ কি ?

42 / 50

যৌন দিরুপতা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়?

43 / 50

Malvaceae গোত্রের দল মন্ডল এর বৈশিষ্ট্য কোনটি ?

44 / 50

অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত?

45 / 50

প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়-

46 / 50

কোনটি সালোকসংশ্লেষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে??

47 / 50

অরীয় প্রতিসাম্যতা দেখা যায়-

48 / 50

ঘাসফড়িং এর স্ক্লেরাইড গুলোর সংযোগস্থল কি দ্বারা আবৃত ?

49 / 50

“প্রোটোপ্লাজম বিহীন মৃত কোষ” এটি কোন ধরনের টিস্যুর বৈশিষ্ট্য ?

50 / 50

আদিকোষী জীবে শোষণের ক্রেবস চক্র সংঘটিত হয়-

Your score is

The average score is 22%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।