Biology Model Test for HSC Examination [Short Syllabus]

Model Test for University Admission and HSC Exam.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Model Test এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
31

Biology Model Test [Short Syllabus]

Subject: Biology

1 / 50

স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

2 / 50

কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?

3 / 50

অনৈচ্ছিক পেশি নয় কোনটি ?

4 / 50

পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয়?

5 / 50

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায় ?

6 / 50

কোন ধরনের কোষে লাইসোজোম অনুপস্থিত ?

7 / 50

লিঙ্গ নির্ধারণের ফ্যাক্টরটি বিদ্যমান-

8 / 50

কোনটির মাধ্যমে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয় ?

9 / 50

কোন বৈশিষ্ট্যটি পাখিদের দেহ হালকা করে?

10 / 50

কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নয়?

11 / 50

ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক-

12 / 50

উদ্ভিদের অন্ধকার দশায় সালোকসংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি?

13 / 50

গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপন্ন বস্তুটি কি?

14 / 50

নিচের কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায় ?

15 / 50

জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

16 / 50

সমসংস্থ ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে বসবাসকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির কি বলে?

17 / 50

গিনিপিগের দাঁতের সংখ্যা কত?

18 / 50

ঘাসফড়িং এর রক্তরসের শ্বেত কণিকার নাম কি ?

19 / 50

ডায়াফ্রাম সংকোচন এর জন্য দায়ী-

20 / 50

T2 ব্যাকটেরিওফাজে কয়টি জিন থাকে-

21 / 50

সিন্যাপসিস ঘটে কোন পর্যায় ?

22 / 50

হৃদপেশীর কোষে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি ?

23 / 50

মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না-

24 / 50

হোমোজাইগাস অবস্থায় কোন জিনের প্রভাব জীবের মৃত্যু ঘটে?

25 / 50

আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে ?

26 / 50

বাতাসে CO2 এর ঘনত্ব 0.25 % বাড়লে শ্বসনের হার কত হয়?

27 / 50

কোনটি ভাজক কোষের বৈশিষ্ট্য নয় ?

28 / 50

ট্রান্সলেশন এর গতি বাড়িয়ে দেয় কোনটি?

29 / 50

কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয় ?

30 / 50

হাইড্রা কোন ধরনের প্রাণী ?

31 / 50

ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা কে কি বলে?

32 / 50

পৃথিবীতে সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটি ?

33 / 50

কোন এমাইনো এসিডের জন্য চারটি কল রয়েছে ?

34 / 50

হাইড্রার নিডোসাইট কোষের কাজ নয় কোনটি?

35 / 50

কোন নেমাটোসিস্ট হিপনোটক্সিন ক্ষরণ করে?

36 / 50

কোনটি হাইড্রাতে থাকে না?

37 / 50

কোনটি জাইলেম কলার উপাদান নয় ?

38 / 50

কোন কোলেস্টেরল মানবদেহের জন্য ক্ষতিকর নয়?

39 / 50

কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয় ?

40 / 50

নিচের কোনটিকে জৈবিক মুদ্রা বলা হয়?

41 / 50

টিস্যু কালচার পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন ধরনের এক্সপ্লান্ট ব্যবহার করা হয়?

42 / 50

দেহ কোষের বিভাজন ঘটে কোনটির মাধ্যমে ?

43 / 50

মানুষের হাত ও পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টি অস্থি থাকে?

44 / 50

কোনটিতে হোমোগ্যামেটিক জিনোটাইপ থাকে?

45 / 50

কোথায় অ্যামাইলেজ ও মল্টেজ এনজাইম পাওয়া যায় ?

46 / 50

স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনার হার কত?

47 / 50

কোন এনজাইমটি জৈবপ্রযুক্তিতে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়?

48 / 50

প্যাটেলা অস্থিটি হল-

49 / 50

নিউক্লিক এসিডের ধরণ অনুসারে ভাইরাস কত প্রকার ?

50 / 50

পাতার শিরাবিন্যাস সমান্তরাল-

Your score is

The average score is 37%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।