Biology Model Test for HSC Examination [Short Syllabus]

Model Test for University Admission and HSC Exam.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Model Test এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
35

Biology Model Test [Short Syllabus]

Subject: Biology

1 / 50

ব্লু বায়োটেকনোলজি কি?

2 / 50

জাইলেম টিস্যু কয় ধরনের কোষ নিয়ে গঠিত ?

3 / 50

মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা ঘটে ?

4 / 50

কোন তিথিতে অলিক্রেনন প্রসেস থাকে?

5 / 50

হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের জিনের সমষ্টিকে কি বলা হয় ?

6 / 50

শ্বাস গ্রহণের সময় কোন পেশীর সংকোচনের ফলে পর্শুকার শ্যাফট উত্তোলিত হয়?

7 / 50

ব্যাকটেরিয়াল কোষে নতুন DNA সংযোগ করার পদ্ধতিকে বলা হয়-

8 / 50

টায়ালিন কোন ধরনের খাবার পরিপাকে ভূমিকা রাখে ?

9 / 50

কোনটি যকৃতে সঞ্চিত হয় না ?

10 / 50

আমাদের পায়ের গোড়ালিতে লিভার থাকে-

11 / 50

পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলে-

12 / 50

মানবদেহের হৃদপিন্ডের ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগকারী সিদ রে কোন কপাটিকা থাকে?

13 / 50

প্যারাপোডিয়া কি?

14 / 50

মানবদেহে ইনসুলিন নিঃসরণকারী অংশটি হলো?

15 / 50

একবীজপত্রী কান্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

16 / 50

মানবদেহের লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি ?

17 / 50

কোনটিতে হোমোগ্যামেটিক জিনোটাইপ থাকে?

18 / 50

দ্বিবীজপত্রী মূলে জাইলেম ও ফ্লোয়েম বান্ডেলের সংখ্যা-

19 / 50

কোন প্রাণীর রেচনতন্ত্র নেই?

20 / 50

রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে-

21 / 50

ফিমারকে ঘূর্নয়নে সাহায্য করে কোন পেশী ?

22 / 50

ওপেন হার্ট সার্জারি কত প্রকারের হয় ?

23 / 50

কোনটি লিথাল জিনের কারনে হয় না?

24 / 50

রুই মাছের রক্ত সংবহন এর সময় বাল্বাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায় ?

25 / 50

শ্বাসনালী বা ট্রাকিয়া কতটি তরুণাস্থি দ্বারা নির্মিত ?

26 / 50

নিচের কোনটি স্টপ কোডন ?

27 / 50

কোন এনজাইমটি জৈবপ্রযুক্তিতে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়?

28 / 50

ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে-

29 / 50

কোন প্রাণীকে যে কোন তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?

30 / 50

পেশীকলার আবরণ কোনটি ?

31 / 50

কোন এনজাইমটি আমিষ পরিপাক এর সাথে সংশ্লিষ্ট নয় ?

32 / 50

কোন কলার ম্যাট্রিক্স জেলির মত শক্ত কেন ?

33 / 50

শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক কোনটি-

34 / 50

কোন কোষ থেকে এন্টারোক্রাইনিন হরমোন নিঃসৃত হয় –

35 / 50

প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায়-

36 / 50

মানবদেহের ফুসফুস থেকে O2 রক্তে পরিবাহিত হয় কোন প্রক্রিয়ায়?

37 / 50

হাইড্রার ধীরগতিতে চলন কোনটি ?

38 / 50

কোন প্রক্রিয়ায় জীবদেহে ক্ষতস্থান পূরণ হয়?

39 / 50

বৃক্ষের বয়স কি দিয়ে নির্ধারণ করা যায়?

40 / 50

অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

41 / 50

হৃদপেশীর কোষে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি ?

42 / 50

রক্ত জমাটে সাহায্য করেএমন কোন ভিটামিন সবুজ শাক সবজিতে পাওয়া যায় ?

43 / 50

হাইড্রার খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় কোন কোষ ব্যবহৃত হয়?

44 / 50

জবা ফুলের অমরা বিন্যাস কোন ধরনের?

45 / 50

C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

46 / 50

হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়?

47 / 50

ক্লোরোফিল- b এবং জ্যান্থোফিলের রং যথাক্রমে-

48 / 50

গ্লাইকোলাইসিসে সরাসরি কত অনু ATP তৈরি হয়?

49 / 50

অগ্ন্যাশয় একটি-

50 / 50

কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে ?

Your score is

The average score is 45%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।