Physics Model Test for University Admission – 04 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
32

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

R ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভেতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে?

2 / 50

পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন-

3 / 50

অতিসম্প্রতি আবিষ্কৃত কণার নাম-

4 / 50

একটি সরল ছন্দিত গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ বিস্তার 5.0 m দোলনকাল 5.0 s হলে, বস্তুটির সর্বোচ্চ বেগ কত?

5 / 50

দুটি সুসংগত একবর্ণী আলোকের গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যখন তাদের দশা পার্থক্য –

6 / 50

আলবার্ট আইনস্টাইন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান?

7 / 50

কোন পরিবাহীর প্রবাহমাত্রা ও প্রবাহ কাল অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুন হবে?

8 / 50

একজন মানুষের ভর 60 kg , সে মেঝেতে দাঁড়িয়ে থাকলে মেঝের উপর কত বল প্রয়োগ করবে?

9 / 50

সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 4m ও 9m । তার দুটির ব্যাসার্ধের অনুপাত-

10 / 50

পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা কত?

11 / 50

আপেক্ষিক আদ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?

12 / 50

কিলোওয়াট আওয়ার সমান কত জুল?

13 / 50

এক টুকরা কর্কযুক্ত 00 C তাপমাত্রার একটি বরফখণ্ড পানিতে ভাসমান। বরফখণ্ড টি গলে গেলে পানির স্তরের উচ্চতা কত?

14 / 50

অর্ধপরিবাহী ডায়োড তৈরিতে প্রয়োজন-

15 / 50

দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। তারা পরস্পর 240° কোণে ক্রিয়া করে। উহাদের লব্দির দিক-

16 / 50

100 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm/s বেগে ছাদের উপর উঠা উঠা ক্রেনের ক্ষমতা কত ওয়াট?

17 / 50

এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়?

18 / 50

দুটি ভেক্টরের গুণফল শূন্য হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটি?

19 / 50

পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ Ve এবং চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ Vm হলে নিচে কোন সঠিক?

20 / 50

শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক দিকনির্দেশ করলে-

21 / 50

তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন পদার্থের রোধ কমে?

22 / 50

অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের ক্রম কত ?

23 / 50

তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি ?

24 / 50

বর্তনী খোলা অবস্থায় কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ঐ কোষের তড়িচ্চালক শক্তির-

25 / 50

একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে-

26 / 50

বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

27 / 50

পৃথিবীর ব্যাসার্ধ 6400 km , পৃথিবীর পৃষ্ঠ হতে 6400 km উঁচুতে g এর মান কত হবে?

28 / 50

একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল হবে-

29 / 50

কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ-

30 / 50

সরল ছন্দিত স্পন্দনের – স্পন্দনশীল কণার বেগ শূন্য হয়-

31 / 50

তিনটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 Ω , 2Ω এবং 3Ω পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের মান কত?

32 / 50

তড়িৎ বলরেখার অবতারণা করেন কে ?

33 / 50

17, 23, 30, 38, 47 এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? [CU: 15-16]

34 / 50

আলোক তড়িৎ ক্রিয়ার একটি বাস্তব উদাহরণ-

35 / 50

S.I এককে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান হল-

36 / 50

গাউসের সূত্র যে সকল ক্ষেত্রে প্রযোজ্য-

37 / 50

একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পার্থক্য λ/2। বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত?

38 / 50

তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কোনটি?

39 / 50

একটি সরল দোলককে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গেলে দোলনকাল কত গুণ হবে?

40 / 50

কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, উক্ত বস্তুর ভরবেগ কত বৃদ্ধি পাবে?

41 / 50

নিচের কোনটি সরল দোলকের ব্যবহার-

42 / 50

কোন ট্রানজিস্টর এর ∆IB =0.2 mA , ∆IC =0.1 mA হলে এর প্রবাহ-

43 / 50

ট্রানজিস্টরের ক্ষেত্রে কোনটি সঠিক?

44 / 50

নিচের কোন পরিমাপটি আদর্শ বিস্তার পরিমাপ? [BSMRSTU-B: 18-19]

45 / 50

পানির হিমাঙ্ক কত?

46 / 50

আলোর কোয়ান্টাম নাম ফোটন দেন কে?

47 / 50

একটি ছক্কা পর পর দুইবার ছুড়লে কমপক্ষে একবার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? [CU-A: 18-19,16-17]

48 / 50

একটি তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু 25 বছর। 125 বছর পরে অবশিষ্ট থাকবে-

49 / 50

অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত ?

50 / 50

20 লিটার ধারণ ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা পূর্ণ।হাইড্রোজেন গ্যাস অণুর মোট গতিশক্তি 1.5 x 105 J।সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের চাপ হলো-

Your score is

The average score is 19%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।