Physics Model Test for University Admission – 05 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
29

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

ভূপৃষ্ঠ হতে 400 km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর অনুপাত কত?[ পৃথিবীর ব্যাসার্ধ=6400km]

2 / 50

দুটি সুসংগত একবর্ণী আলোকের গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যখন তাদের দশা পার্থক্য –

3 / 50

একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পার্থক্য λ/2। বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত?

4 / 50

নিচের কোন রাশিটির কোনো মাত্রা বা একক নেই?

5 / 50

নিউক্লিয়ন এর মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি ঘটে?

6 / 50

পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক এবং ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হবে-

7 / 50

একটি ইলেকট্রন স্থির অবস্থা হতে 2400 Volt/m প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে চললে ত্বরণ কত?

8 / 50

কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের অর্ধ-জীবন নির্ভর করে?

9 / 50

সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য-

10 / 50

তড়িৎ ক্ষেত্র ও তলের অভিলম্ব পরস্পর সমকোণে থাকলে তড়িৎ ফ্লাক্সের মান কেমন হবে?

11 / 50

প্রযুক্ত বল এবং সরণের মধ্যে 180° কোন হলে কাজ কেমন হবে?

12 / 50

বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে নিচের কোন অপদ্রব্য মিশিয়ে n-টাইপ অর্ধপরিবাহী গঠন করা হয়?

13 / 50

দ্বি-পারমাণবিক গ্যাসে কোন অণুর স্বাধীনতা মাত্রা কয়টি?

14 / 50

কোন বস্তুর চার্জ কোনটি হতে পারে না ?

15 / 50

একটি ছক্কা ও একটি মদা একসঙ্গে নিক্ষেপ করলে ছক্কার 6 ও মুদ্রার হেড
ওঠার সম্ভাব্যতা কত? [BMA: 15-16]

16 / 50

নিচের কোন যন্ত্রের মাধ্যমে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি পরিমাপ করা যায়?

17 / 50

বর্তনী খোলা অবস্থায় কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ঐ কোষের তড়িচ্চালক শক্তির-

18 / 50

একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 10 Ω ও ডান ফাঁকে 40 Ω রোধ যুক্ত করা হলে সাম্য বিন্দু কোথায় হবে?

19 / 50

আলোক তড়িৎ ক্রিয়া সমর্থন করে আলোর-

20 / 50

100 W ক্ষমতা ও 60 % দক্ষতা বিশিষ্ট একটি মোটরের প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ নির্ণয় করো?

21 / 50

তড়িৎ বলরেখার অবতারণা করেন কে ?

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। \bar{A}.\bar{B} কত?

22 / 50

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। ভেক্টর দুটির ডট গুণফল (A.B) কত?

23 / 50

পীড়নের মাত্রা কোনটি?

24 / 50

তৈলাক্ত পদার্থযুক্ত কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ-

25 / 50

কোনো স্থানে বাতাস 30 km/hr বেগে পশ্চিম দিকের সাথে 45° কোণে দক্ষিণ দিকে বইছে। বাতাসের বেগের পূর্বমূখী উপাংশের মান কত km/hr?

26 / 50

নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে?

27 / 50

আপেক্ষিক রোধের একক কি?

28 / 50

শক্তিশালী ফোটনের সাথে পদার্থের কণা ইলেকট্রনের সংঘর্ষের ফলে ইলেকট্রন কিছু গতি শক্তি প্রদান করে নিজে কিছু শক্তি হারাবে। এটাকে বলা হয়-

29 / 50

9 Ω রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে তিনগুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ-

30 / 50

কোন বস্তুর ঘনত্ব নির্ভর করে-

31 / 50

Matter wave এর ধারনা কে দিয়েছেন?

32 / 50

রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ-

33 / 50

ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত?

34 / 50

ট্রানজিস্টারের মূল ব্যবহার হলো-

35 / 50

কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটাতে হলে কোষের e.m.f এর মান কি হতে হবে?

36 / 50

সরল দোলকের কৌণিক বিস্তার চার ডিগ্রীর ভিতর রাখতে বলা হয় কারণ-

37 / 50

দুটি ভেক্টরের লব্ধির সব্বোর্চ মান 25 একক এবং সর্বনিম্ন মান 7 একক। ভেক্টর দুটির মান কত?

38 / 50

নিচের কোন পরিমাপটি আদর্শ বিস্তার পরিমাপ? [BSMRSTU-B: 18-19]

39 / 50

দ্বি-পরমাণুক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত?

40 / 50

একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হল –

41 / 50

একজন সাইকেল আরোহীকে বাক নেয়ার সময় কি পরিমান হেলতে হবে তা কিসের উপর নির্ভরশীল?

42 / 50

গাউসের সূত্র যে সকল ক্ষেত্রে প্রযোজ্য-

43 / 50

কোনটি লেজারের বৈশিষ্ট্য নয়-

44 / 50

কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম কি?

45 / 50

কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল – এর নথিমাত্রা কত?

46 / 50

একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5 A তড়িৎ প্রবাহ বহন করে। প্রান্তের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত?

47 / 50

ইলেকট্রন কক্ষপথে আবর্তন কালের শক্তির-

48 / 50

বিটা-ক্ষয় এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?

49 / 50

কোন বৈদ্যুতিক সরবরাহ লাইন 220 V-10A সরবরাহ করে ।এই সরবরাহ লাইন কতগুলো 40W এর বৈদ্যুতিক বাতি সমান্তরাল সংযোগেে পূর্ণ উজ্জ্বলতায় জ্বালানো যাবে?

50 / 50

ডেসিমাল (25)10 এর বাইনারি মান হলো-

Your score is

The average score is 17%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।