Physics Model Test for University Admission – 01 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
46

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

কিলোওয়াট – ঘন্টা নিচের কোন রাশির একক নয়?

2 / 50

আলফা কণা ইলেকট্রন অপেক্ষা প্রায় কতগুণ ভারী?

3 / 50

চারটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 Ω , 2Ω ,3Ω এবং4Ω পরস্পর শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে?

4 / 50

শক্তিশালী ফোটনের সাথে পদার্থের কণা ইলেকট্রনের সংঘর্ষের ফলে ইলেকট্রন কিছু গতি শক্তি প্রদান করে নিজে কিছু শক্তি হারাবে। এটাকে বলা হয়-

5 / 50

এনট্রপির একক হল-

6 / 50

জাংশন ডায়োডের নিঃশেষিত স্তরে থাকে-

7 / 50

তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানা যায় না-

8 / 50

মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12V । 2.5C চার্জ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য কাজের পরিমাণ কত?

9 / 50

প্রথম 10 টি সংখ্যার পরিমিত ব্যবধান- [IU: 19-20]

10 / 50

একটি বল 4 kg ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 ms-1 বেগে প্রাপ্ত হয়। বলের মান কত?

11 / 50

আপেক্ষিক আদ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?

12 / 50

Mean ray বলা হয় কোন বর্ণের রশ্মি কে?

13 / 50

একটা কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে 60° কোণে 200N বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকারী বল কত?

14 / 50

10 kg ভরের উপর প্রযুক্ত বল 20 N ও ঘর্ষণ বল 5 N হলে বস্তুর ত্বরণ-

15 / 50

5000Å তরঙ্গ দৈর্ঘ্যের আলোক-রশ্মির ফোটনের শক্তি হলো-

16 / 50

বিটা রশ্মির আধান কত?

17 / 50

নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে?

18 / 50

একটি মেশিনের 200V এবং1kW লেখা আছে। ইউনিট বিদ্যুতের মূল্য 2 টাকা হলে এরকম 10 টি মেশিন 2 ঘন্টা চালালে কত খরচ হবে?

19 / 50

5 m লম্বা ও 0.5 mm ব্যাস বিশিষ্ট একটি তারকে 98 N এর একটি বল দ্বারা টানা হলে তারর্টির বৃদ্ধি হবে-

20 / 50

নিচের কোনটির পোলারায়ন সম্ভব নয়?

21 / 50

একটি বস্তু x = 3 cos(40t) অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে , যেখানে x এর পরিমাপ মিটারে এবং t এর পরিমাপ সেকেন্ডে। এর সর্বোচ্চ বেগের মান?

22 / 50

কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের চেয়ে-

23 / 50

তিনটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 Ω , 2Ω এবং 3Ω পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের মান কত?

24 / 50

নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প চাপের মধ্যে কোনটি সর্বোচ্চ-

25 / 50

পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি? [BSMRSTU-A: 18-19]

26 / 50

আপেক্ষিক রোধের একক কি?

27 / 50

গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী?

28 / 50

একটি ঘোড়া ভূমি বরাবর 60 N বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2m/s সমবেগে সরাতে পারে।3 min এ ঘোড়াটি কি পরিমান কাজ করবে?

29 / 50

যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের পর্যায় কাল-

30 / 50

100 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm/s বেগে ছাদের উপর উঠা উঠা ক্রেনের ক্ষমতা কত ওয়াট?

31 / 50

ডেসিমাল (25)10 এর বাইনারি মান হলো-

32 / 50

একটি ছক্কা ও একটি মদা একসঙ্গে নিক্ষেপ করলে ছক্কার 6 ও মুদ্রার হেড
ওঠার সম্ভাব্যতা কত? [BMA: 15-16]

33 / 50

একটি 220V -44 W বাল্বের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমান তড়িৎ প্রবাহিত হবে?

34 / 50

সাম্যাবস্থায় কোন হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার প্রবাহের মান-

35 / 50

পৃথিবীর ঘনত্ব কত?

36 / 50

একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত?

37 / 50

দ্বি-পারমাণবিক গ্যাসে কোন অণুর স্বাধীনতা মাত্রা কয়টি?

38 / 50

1 eV =?

39 / 50

রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ভৌত রাশিটি স্থির থাকে সেটি কোনটি-

40 / 50

কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য-

41 / 50

কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়-

42 / 50

যদি m ভর বিশিষ্ট একটি সরল ছন্দিত দোলকের বল ধ্রুবক k কে দ্বিগুণ করা হয় তবে দোলকের আদি দোলনকাল T পরিবর্তিত হয় নিম্নরূপ–

43 / 50

রেডনের অর্ধায়ু 4 দিন , এর গড় আয়ু কত?

44 / 50

প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
[JU-A: 18-19,17-18;BSMRSTU-B: 17-18]

45 / 50

একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কে কি বলে?

46 / 50

12, 5, 15, 7, 2, 9, 4 সংখ্যাগুলোর পরিসর কত? [BRUR-F: 17-18]

47 / 50

কার্শফের লুপ উপপাদ্য টি হল-

48 / 50

লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে-

49 / 50

আলোর কণা ধর্ম দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?

50 / 50

সরল দোলকের কৌণিক বিস্তার চার ডিগ্রীর ভিতর রাখতে বলা হয় কারণ-

Your score is

The average score is 19%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।