Chemistry Model Test for University Admission – 01 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
10

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন হল—

2 / 50

PCl5 (g)⇌ PCl3(g)+ Cl2 (g) বিক্রিয়ার জন্য 250 C তাপমাত্রায় Kp =0.14 ;একই তাপমাত্রায় Kc র মান কত?—–

3 / 50

সিলভার নাইট্রেট দ্রবণ থেকে তড়িৎ প্রলেপন এর সাহায্যে 0.5 মোল সিলভার জমা করতে কত মোল ইলেকট্রনের প্রয়োজন হবে ?

4 / 50

নিচের কোন ধাতুটি তড়িৎ সুপরিবাহী নয়

5 / 50

একটি পাত্রে 200g দ্রবন রয়েছে এবং 20g দ্রব আছে | ওই দ্রব্যের দ্রাব্যতা কত?

6 / 50

অতিরিক্ত গ্লুকোজ মানবদেহের নিম্নের কোনটি তে পরিণত হয়–

7 / 50

নিচের কোনটি ইলেক্ট্রনাকর্ষী–

8 / 50

250 C তাপমাত্রায় 0.01 M NaOH দ্রবণের pH কত?

9 / 50

নিচের কোন বিক্রিয়ায় নিম্নচাপে  উৎপাত বেশি হবে—

10 / 50

নিচের কোন গ্যাসের ব্যাপন ক্ষমতা বেশি

11 / 50

নিচের কোন যৌগটিতে অলিফিন দ্বিবন্ধন আছে——

12 / 50

1 মোল Al+3 থেকে Al উৎপাদনে কি পরিমান তড়িৎ চার্জ প্রযোজ্য

13 / 50

ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া একটি —

14 / 50

নিম্নের কোন লবণ শিখা পরীক্ষায় বেগুনি রং দেখাবেন———-

15 / 50

নিচের কোনটি তাৎক্ষণিকভাবে প্রকাশ বিক্রিয়া দেয়–

16 / 50

কোন গ্যাসের ব্যাপন হার কম—

17 / 50

N2 (g)+ 3H2 (g)⇌ 2NH3(g) ; △H= -92Kj/mol তাপোৎপাদী বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সত্য—

18 / 50

0.005 M Ca(OH)2 দ্রবণের pH কত?

19 / 50

অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া পদ্ধতি কোনটি–

20 / 50

নিম্নের কোন নিরুদক এর প্রভাবে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিলিন উৎপন্ন হয়–

21 / 50

20 ml 0.1 Fe+2 দ্রবণ ট্রাইটেশন এর জন্য প্রয়োজন হবে

22 / 50

নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়—–

23 / 50

POCl3 এর কেন্দ্রীয় পরমাণুর কোন প্রকার সংক্রমণ ঘটে?

24 / 50

রিডবার্গ ধ্রুবক হচ্ছে——

25 / 50

79Au একটি———

26 / 50

NH3 অনুপের H-N-H বন্ধন কোণের মান কত?

27 / 50

কোন উভমুখী বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন 1; কত তাপমাত্রায় Kp এর মান Kc এর 82 গুণ হবে??

28 / 50

O2 থেকে O3 পাওয়ার শর্ত কি?

29 / 50

ম্যাগনেটাইট এক ধরনের আয়রন অক্সাইড | এর রাসায়নিক সংকেত কি —–

30 / 50

নিচের কোন এসিডের তীব্রতা সবচেয়ে বেশি ——-

31 / 50

কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ?

32 / 50

N2 (g)+ 3H2 (g)⇌ 2NH3(g) ; △H= -92Kj/mol — বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা

33 / 50

নিম্নের কোন অণুর মধ্যে sp2 হাইব্রিড অরবিটাল ও s অরবিটালের অধিক্রমণ দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে——–

34 / 50

দস্তা চূর্ণের সাথে ফেনল পাতিত করলে পাওয়া যায়—

35 / 50

নিম্নের কোন আয়নটিতে পাঁচটি বিজোড় d ইলেকট্রন আছে****

36 / 50

সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা একই হলে সাম্যধ্রুবক (KC) এর মান কত???

37 / 50

2NO (g) +Cl2 (g)⇌2NOCl (g) বিক্রিয়ার জন্য 250 C তাপমাত্রায় Kp =1.9×103 atm-1 ;একই তাপমাত্রায় KC র মান কত?—–

38 / 50

সালফাইট আয়নে (1632 S2- ) ইলেকট্রন সংখ্যা কত–

39 / 50

ভাটাই জ্বালানির অসম্পূর্ণ দহনে নিচের কোন যৌগটি সৃষ্টি হয়—–

40 / 50

কোনটি অম্লীয় অক্সাইড——–

41 / 50

বিয়ার ল্যাম্বার্ট সূত্র কোন মোলার দ্রবণ এর ক্ষেত্রে অধিক প্রযোজ্য

42 / 50

ভুল সম্পর্ক কোনটি

43 / 50

নিচের কোন বিক্রিয়ার সাহায্যে কোন যৌগে -COCH3 কার্যকরী গ্রুপ এর উপস্থিতি শনাক্ত করা যায়–

44 / 50

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

45 / 50

হাইড্রোজেন বর্ণালীর প্যাশ্চেন সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হয় —–

46 / 50

তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে

47 / 50

নিচের বিকিরণ গুলির মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি——-

48 / 50

250 C তাপমাত্রায় MX2 এর KSP =4×10-12 হলে এটির মোলার দ্রাব্যতা কত?

49 / 50

10 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত

50 / 50

পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির সময় ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে—–

Your score is

The average score is 18%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।