Model Test for Medical admission preparation

Total 30 set free model test for University University Admission candidate.
  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start এ ক্লিক করতে হবে।
  • Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ 50টি করে প্রশ্ন দেওয়া আছে এবং সময় নির্ধারণ করা আছে 50 মিনিট।
  • নির্ধারিত সময়ে Model Test শেষ না করলে তা স্বংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।
  • ▣ একবার মডেল টেস্ট দেওয়া শেষ হলে পুনরায় আবার মডেল টেস্ট দেওয়া যাবে এবং প্রশ্ন প্রতিবার পরিবর্তন হবে। এখানে মোট ৬ হাজার প্রশ্ন আছে যার মধ্য থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্ন থাকবে প্রত্যেক টেস্টে।
369

Model Test (Medical)

1 / 50

যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে-

2 / 50

S.I এককে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান হল-

3 / 50

কোনটি শিম গাছের রোগ ?

4 / 50

“জীবনের বৈচিত্র্যময়তাকেই জীব-বৈচিত্র বলে” সংজ্ঞাটি কে দিয়েছেন?

5 / 50

নিম্নের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়—

6 / 50

বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়

7 / 50

প্যারাচৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান-

8 / 50

একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক-

9 / 50

কোন কয়লার কুকিং মান সবচেয়ে বেশি.

10 / 50

একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে রৈখিক স্কেল বরাবর 0.5 mm দৈর্ঘ্য অতিক্রম করে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে , স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কত?

11 / 50

রক্তে Na+ এর পরিমাণ অক্ষুন্ন রাখে-

12 / 50

কোনটিকে রেইন ডিয়ার মস বলা হয় ?

13 / 50

দেহের রাসায়নিক বার্তাবাহক কোনটি?

14 / 50

কোন পদ্ধতিতে রক্তে O2 ও CO2 আদান-প্রদান হয় ?

15 / 50

জিনের রেগুলেশনে কোন প্রোটিন এর ভূমিকা আছে ?

16 / 50

জলীয় দ্রবণের pH এর মান 8 হলে দ্রবণটি হাইড্রোজেন আয়নের (H+ ) ঘনমাত্রা কত ?

17 / 50

চৌম্বক আবেশ এবং চৌম্বুক তীব্রতার অনুপাত এর নাম কি?

18 / 50

রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে-

19 / 50

নিচের কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়?

20 / 50

ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোনটি অনুপস্থিত ?

21 / 50

নিচের কোনটি অ-প্রোটিন অ্যামাইনো এসিড ?

22 / 50

কাজের একক কি?

23 / 50

নিচের কোন উদ্ভিদ বাণিজ্যিকভাবে উৎপাদন কালে বন্ধা হতে দেখা যায়?

24 / 50

শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক কোনটি-

25 / 50

কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01/s ।এর অর্ধায়ু-

26 / 50

কোন প্রাণীর দুধে বেশি ক্যালরি থাকে ?

27 / 50

সজীব প্লাজমালেমা দিয়ে গঠিত-

28 / 50

সিবেসাস গ্রন্থি থেকে নিঃসৃত হয়-

29 / 50

কোনটি কনজুগেটেড প্রোটিন ?

30 / 50

ট্রাইগ্লিসারাইড এর উদাহরণ কোনটি ?

31 / 50

নিচের কোনটি করোটিকার অস্থি নয়?

32 / 50

ফটোইলেকট্রন নির্গত হবে না নিচের কোন ধাতু থেকে?

33 / 50

নিচের কোনটি জীবন্ত নয়?

34 / 50

অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয়

35 / 50

সরণ পাওয়া যায়-

36 / 50

কোনটি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র?

37 / 50

কোন এনজাইমটি আমিষ পরিপাক এর সাথে সংশ্লিষ্ট নয় ?

38 / 50

হাড়ের সন্ধিস্থলে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে-

39 / 50

কোনটি ভূমি রাশি নয় ?

40 / 50

PCl5 যৌগের P এর সংকরণ কিরূপ—

41 / 50

মস্তিষ্কের কোন অংশ হতে আবেগ ও অনুভূতি নিয়ন্ত্রিত হয়?

42 / 50

তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে?

43 / 50

অ্যাম্পিয়ারের সূত্র-

44 / 50

বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

45 / 50

একটি মৌলের আইসোটোপ সমূহের মধ্যে ভিন্ন থাকে—******

46 / 50

অতিরিক্ত আয়রন তৈরির জন্য সুপার রাইসে প্রতিস্থাপিত জিনের সংখ্যা কয়টি?

47 / 50

বেবি পাউডার এ এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় কোনটি ?

48 / 50

তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি ?

49 / 50

ভূপৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে?

50 / 50

ট্রান্সফরমারে কুণ্ডলী দুটির তড়িৎ প্রবাহমাত্রা তাদের পাক সংখ্যার-