Model Test for Medical admission preparation

Total 30 set free model test for University University Admission candidate.
  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start এ ক্লিক করতে হবে।
  • Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ 50টি করে প্রশ্ন দেওয়া আছে এবং সময় নির্ধারণ করা আছে 50 মিনিট।
  • নির্ধারিত সময়ে Model Test শেষ না করলে তা স্বংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।
  • ▣ একবার মডেল টেস্ট দেওয়া শেষ হলে পুনরায় আবার মডেল টেস্ট দেওয়া যাবে এবং প্রশ্ন প্রতিবার পরিবর্তন হবে। এখানে মোট ৬ হাজার প্রশ্ন আছে যার মধ্য থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্ন থাকবে প্রত্যেক টেস্টে।
317

Model Test (Medical)

1 / 50

ধারকত্বযুক্ত AC সার্কিটে প্রবাহ ও বিভবের দশা পার্থক্য কত?

2 / 50

আয়তন গুনাঙ্কের বিপরীত কাকে বলে-

3 / 50

সরল দোলকের কৌণিক বিস্তার চার ডিগ্রীর ভিতর রাখতে বলা হয় কারণ-

4 / 50

4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ পানির ঘনত্ব কত হবে ?

5 / 50

ইন্টারফেরন নিঃসৃত হয় কোন ধরনের রক্তকণিকা থেকে –

6 / 50

ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ নয় কোনটি ?

7 / 50

নিচের কোনটি অসংরক্ষণশীল বল এর উদাহরণ?

8 / 50

তাপ গতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়?

9 / 50

চৌম্বক প্রাবল্য একটি-

10 / 50

রোগ প্রতিরোধক এন্টিবডি তৈরি করে কোনটি?

11 / 50

আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?

12 / 50

নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায় | উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত———-

13 / 50

কোন জৈব যৌগটি অম্লধর্মী–

14 / 50

রাসায়নিক বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়ে যখন——–

15 / 50

কোষের কোন অঙ্গাণু প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ?

16 / 50

একটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে-

17 / 50

যেসব নিউক্লাইডের নিউট্রন সংখ্যা সমান তাদের কে কি বলে ?

18 / 50

কোন চৌম্বক পদার্থের চৌম্বক ডোমেইন থাকে?

19 / 50

ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে ?

20 / 50

কোনটি লিথাল জিনের কারনে হয় না?

21 / 50

টিস্যু কালচারের জনক কে?

22 / 50

কোন প্রাণীকে যে কোন তল বরাবর সমান অংশে ভাগ করা যায়?

23 / 50

কোন বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতি কে বলা হয়-

24 / 50

মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি?

25 / 50

অ্যাসিটাবুলাম মানব দেহের কোন অংশে পাওয়া যায়?

26 / 50

নিচের কোন উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়-

27 / 50

তুলা শতকরা কত ভাগ সেলুলোজ থাকে ?

28 / 50

আকাশ গঙ্গা কোনটি ?

29 / 50

H3PO2 তে P এর যোজনী কত

30 / 50

শব্দের তীব্রতা লেভেল বা স্তর মাপার একক কি-

31 / 50

সালফার যৌগ ফুসফুসের কোন রোগ সৃষ্টি করে

32 / 50

হাইড্রোফোবিক পদার্থ কোনটি ?

33 / 50

PCl5 এর জ্যামিতিক আকৃতি কেমন?

34 / 50

নিচের কোনটি রিডিউসিং সুগার ?

35 / 50

প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থো-প্যারা নির্দেশক করে–

36 / 50

কোনটিতে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে?

37 / 50

নিচের কোনটির কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান?

38 / 50

কোনটি অম্লীয় অক্সাইড——–

39 / 50

হোমোলোগাস ক্রোমোজোম গুলো বাইভ্যালেন্ট এর সাথে কত ডিগ্রি কোণ করে থাকে ?

40 / 50

ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রের সাইজোগনি চক্র কোথায় সম্পন্ন হয় ?

41 / 50

5 m লম্বা ও 0.5 mm ব্যাস বিশিষ্ট একটি তারকে 98 N এর একটি বল দ্বারা টানা হলে তারর্টির বৃদ্ধি হবে-

42 / 50

একটি বস্তুর ওজন পৃথিবীতে 56.84 N ও চন্দ্রে 9. 8 N । চন্দ্র অপেক্ষা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত গুণ?

43 / 50

রিভার্স ট্রান্সক্রিপটেজ কোথায় থাকে-

44 / 50

কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন মাপা যাবে না—

45 / 50

অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি ?

46 / 50

বিপদ সংকেতের সময় লাল আলো ব্যবহৃত হয়- আলোর কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়?

47 / 50

কোনটি ফেরোচৌম্বক পদার্থ?

48 / 50

তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন পদার্থের রোধ কমে?

49 / 50

জড়তার ভ্রামক কোনটির ওপর নির্ভর করে?

50 / 50

কোন ইলেকট্রন বিন্যাস যুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম—