Course Content
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা)
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিরে জন্য নৈবেত্তিক পরীক্ষার কোর্স
0/50
Model Test For GST Admission (গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতি) – (A Unit)
    About Lesson

    গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

    0%
    2

    Model Test

    Subject- Physics, Chemistry, Math, Biology

    1 / 60

    একটি ছক্কা নিক্ষেপ করা হলে ছয় না উঠার সম্ভাবনা হবে- [IU: 10-11]

    2 / 60

    y2 =4px পরাবৃত্তটি (3,-2) বিন্দুগামী হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য- [IU: 16-17]

    3 / 60

    H3PO2 তে P এর যোজনী কত

    4 / 60

    দুইটি সমান মানের বল P এর সর্বনিম্ন লব্ধির মান কত? [DU-A: 18-19]

    5 / 60

    হিমোগ্লোবিন হলো -

    6 / 60

    একটি বৃত্তের কেন্দ্র হতে y অক্ষের লম্ব দূরত্ব ৪ একক। বৃত্তটি y অক্ষকে (0, -2)
    ও (0, 6) বিন্দুতে ছেদ করলে তার ব্যাসার্ধ কত একক?

    7 / 60

    নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায় | উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত----------

    8 / 60

    মানুষের শ্বসনতন্ত্রে ভেস্টিবিউের পরের অংশ কোনটি -

    9 / 60

    অধঃক্ষেপণ এর শর্ত হলো---------

    10 / 60

    কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়?

    11 / 60

    দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ায় কয়টি দ্রাবক ব্যবহৃত হয়?

    12 / 60

    নিচের কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি

    13 / 60

    নিচের কোনটি করোটিকার অস্থি নয়?

    14 / 60

    কোনটি নগ্ন RNA ভাইরাস ?

    15 / 60

    সিবেসাস গ্রন্থি থেকে নিঃসৃত হয়-

    16 / 60

    মানবদেহের হৃদপিন্ডের ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগকারী সিদ রে কোন কপাটিকা থাকে?

    17 / 60

    1 eV =?

    18 / 60

    R রোধ বিশিষ্ট একটি তামার তারকে টেনে দৈর্ঘ্য তিনগুণ করা হলে রোধ হবে-

    19 / 60

    ক্ষুদ্রতম আয়নিক ব্যাসার্ধ বিশিষ্ট আয়ন কোনটি----

    20 / 60

    কোনাে বিন্দুতে ক্রিয়ারত P এবং 2P মানের বলদ্বয়ের লব্ধি যদি P এর
    ক্রিয়ারেখার উপর লম্ব হয়, এদের মধ্যবর্তী কোণের মান কত? [JU:19-20]

    21 / 60

    22 / 60

    শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক দিকনির্দেশ করলে-

    23 / 60

    শুক্রাণুর মাথার বেশিরভাগ অংশ জুড়ে কি থাকে?

    24 / 60

    একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র একটি সরলরেখা, রেখাটির ঢাল কি হবে-

    25 / 60

    উত্তল লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান f ও 2f দূরত্বের মাঝে হলে প্রতিবিম্ব কেমন?

    26 / 60

    জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণে দায়ী কোনটি ?

    27 / 60

    নিচের কোন রাসায়নিক দ্রব্য জন্ডিস/ লিভার সিরোসিস এর জন্য দায়ী?

    28 / 60

    একটি ত্রিভূজের বাহুগুলি যথাক্রমে 5, 12 এবং 13cm হলে ত্রিভূজটি হবে-

    29 / 60

    কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9N বলের সাহায্যে ভারসাম্যে রাখলে সমান বলদ্বয়ের প্রতিটির মান- [DU:08-09]

    30 / 60

    নিউক্লিক এসিডের ধরণ অনুসারে ভাইরাস কত প্রকার ?

    31 / 60

    আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-

    32 / 60

    1.0 M HCN এর বিয়োজন ধ্রুবক কত?

    33 / 60

    মাশরুম কোন গ্রুপের অন্তর্ভুক্ত ?

    34 / 60

    মানবদেহে গ্লাইকোজেন কোথায় জমা হয় ?

    35 / 60

    ভাস্কুলার বান্ডল এর কাজ?

    36 / 60

    মানবদেহের কঙ্কাল পেশী কি প্রোটিন দিয়ে গঠিত ?

    37 / 60

    একটি বল 4 kg ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 ms-1 বেগে প্রাপ্ত হয়। বলের মান কত?

    38 / 60

    কোন ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে মূল কাণ্ড ও এদের শাখা-প্রশাখার বৃদ্ধি ঘটে?

    39 / 60

    রক্ত চাপ পরিমাপক যন্ত্রের নাম কি?

    40 / 60

    x-অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এবং (3,-3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ-

    41 / 60

    প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায়-

    42 / 60

    ট্রাইগ্লিসারাইড এর উদাহরণ কোনটি ?

    43 / 60

    বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা কে কি বলা হয়?

    44 / 60

    মানবদেহের পঞ্চম করোটিক স্নায়ুর নাম-

    45 / 60

    সরল ছন্দিত স্পন্দন এর বৈশিষ্ট্য নয়?

    46 / 60

    একটি লুডুর গুটি নিক্ষেপ করা হলে 3 এর চেয়ে বড় সংখ্যা পাওয়ার
    সম্ভাবনা। [CU-A:12-13]

    47 / 60

    B ও T কোষগুলো উদ্দীপ্ত ও বিভাজিত হয় অ্যান্টিজেন বিরোধী সৃষ্টি করে?

    48 / 60

    নিম্নের কোন তাপমাত্রায় CO2গ্যাস তরল হয় না- ----

    49 / 60

    স্বাদ গ্রহণের কাজ করে কোন স্নায়ু?

    50 / 60

    মহাকাশের দূরত্ব মাপার একক কি?

    51 / 60

    স্থিরাবস্থান হতে একটি গাড়ি সােজা পথে ৪ m/sec2 সমত্বরণে চলছে। গাড়িটি 100 m দূরে দাঁড়ানাে একজন লােককে কত বেগে অতিক্রম করবে? [JU:19-20]

    52 / 60

    জাইলেম টিস্যু কয় ধরনের কোষ নিয়ে গঠিত ?

    53 / 60

    কৃত্রিম সংকরায়নে উৎপন্ন জাত কি নামে পরিচিত?

    54 / 60

    সালোকসংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ সংঘটিত হয়-

    55 / 60

    মেমোরি কোষ কি?

    56 / 60

    কোন বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতি কে বলা হয়-

    57 / 60

    270 C তাপমাত্রায় কোন গ্যাসটির RMS গতিবেগ বেশি--

    58 / 60

    পরমাণুর ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন?

    59 / 60

    সব পদার্থের বাধাদানকারী বল বেশি সেসব পদার্থের-

    60 / 60

    y2 = x এবং x2 = y পরাবৃত্তদ্বয়ের ছেদবিন্দুর সংযােজককে ব্যাস ধরে
    অঙ্কিত বৃত্তের কেন্দ্র-

    Your score is

    The average score is 33%

    0%