Chemistry Model Test for HSC Examination [Short Syllabus]

Model Test for University Admission or HSC Exam.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Model Test এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
5

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়

2 / 50

লিপিস্টিক ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি ?

3 / 50

ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে ?

4 / 50

হাকেল নিয়ম প্রযোজ্য হয় নিজের কোন যৌগ

5 / 50

স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে ওই লবণের কোন একটি সমআয়ন সম্পন্ন তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগ যোগ করলে, স্বল্পদ্রাব্য লবণের—-

6 / 50

NH4+ আয়নের আকৃতি ও সংকরায়ন কি?

7 / 50

নিচের কোন বিকারক এর সাথে অ্যালডিহাইড ও কিটোন সহজেই বিক্রিয়া করে–

8 / 50

20 ml 0.1 Fe+2 দ্রবণ ট্রাইটেশন এর জন্য প্রয়োজন হবে

9 / 50

নিম্নের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন—

10 / 50

নিম্নের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন—

11 / 50

SnCl2 + 2FeCl3 = SnCl4 + 2 FeCl2

12 / 50

বিভিন্ন বিক্রিয়ার সক্রিয়ন শক্তি দেওয়া হল , কোন বিক্রিয়াটির গতির হার সর্বোচ্চ—

13 / 50

সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে নিম্নের কোনটি——–

14 / 50

তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় ?

15 / 50

NH4Cl ও NH4OH এর জলীয় মিশ্রন দ্বারা নিম্নের কোন আয়ন অধঃক্ষিপ্ত হবে——–

16 / 50

পটাশিয়ামের শিখা পরীক্ষায় প্রাপ্ত বর্ণ হল—–

17 / 50

d- উপশক্তি স্তরের মোট অরবিটাল কয়টি–*****

18 / 50

মিথেন অণুতে বিদ্যমান কার্বন পরমাণু তে sp3  হাইব্রিডাইজেশন এ উৎপন্ন প্রতিটি হাইব্রিড অরবিটাল এ কয়টি ইলেকট্রন থাকে ?

19 / 50

NH3 অনুর নাইট্রোজেন মৌলে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে ?

20 / 50

তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে

21 / 50

নিচের কোনটি এরোসল স্প্রের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়—-

22 / 50

হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়

23 / 50

রিউমেটিক ফিভার ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়—

24 / 50

POCl3 এর কেন্দ্রীয় পরমাণুর কোন প্রকার সংক্রমণ ঘটে?

25 / 50

একটি দ্রব নিচের কোন শর্ত অনুযায়ী অধঃক্ষিপ্ত হবে—

26 / 50

দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি কোনটি——-

27 / 50

নিম্নের কোনটি অ্যাসিটিলিন এর পলিমার —

28 / 50

নিচের বিকিরণ গুলির মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি——-

29 / 50

ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ কত

30 / 50

কোনটি প্রিজারভেটিভ ?

31 / 50

E=hv সমীকরণটি হলো —-

32 / 50

নিম্নের কোনটি ডাইস্যাকারাইড নয়

33 / 50

নিম্নের কোন গ্যাসটি আদর্শ ধর্ম থেকে বেশি বিচ্যুত হয়-

34 / 50

প্রকৃতিতে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত

35 / 50

নিচের কোনটি পলি অক্সাইড—-

36 / 50

একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে তার হার ধ্রুবক কত —

37 / 50

একটি ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনত্ব 3.3x 10 -2 M হলে ওই রসের pH কত?

38 / 50

NaOH (aq) + HCl (aq) = NaCl (aq) + H2O(l) ΔH
হল—

39 / 50

মেহেদির রং এর কারণ কোন রাসায়নিক দ্রব্য ?

40 / 50

50 ml 0.1 M HCl দ্রবণ প্রশমন এর জন্য কি পরিমান 0.1 M NaOH প্রয়োজন

41 / 50

নিষ্ক্রিয় ইলেকট্রোড NaOH এর জলীয় দ্রবণ কে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এ কোন বস্তু উৎপন্ন হয়

42 / 50

নিচের কোন খাদ্যে খাদ্যবস্তুর পরিমাণ সবচেয়ে বেশি ?

43 / 50

ট্যালকম পাউডারের প্রধান উপাদান কোনটি ?

44 / 50

কোনটি বায়ু দূষণের জন্য দায়ী?

45 / 50

CH3CH2MgBr + (CH3)2CO উৎপাদ কি হবে—

46 / 50

CaF2 এর জলীয় সম্পৃক্ত দ্রবণে ক্লোরাইড আয়নের গাঢ়ত্ব 0.0078 g/L হলে .CaF2 এর দ্রাব্যতা গুণাঙ্ক কত ?

47 / 50

স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 L হয়| ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 1.50 atm করা হলো, তখন ওই গ্যাসের আয়তন কত হবে——

48 / 50

50 ml 0.01 M NaCO3 দ্রবনেকে প্রশমিত করতে 0.2 M HCl দ্রবণ এর কত পরিমান আয়তন প্রয়োজন হবে?

49 / 50

হাইড্রোজেন ফুয়েল সেলে উপজাত হিসেবে পাওয়া যায়

50 / 50

টয়লেট ক্লিনার এ কোন উপকরণটি গ্রিজ অপসারক হিসেবে ব্যবহৃত হয় ?

Your score is

The average score is 38%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।