Chemistry Model Test for University Admission – 01 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
30

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

ন্যাপথলিনের বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়—–

2 / 50

কোন বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে Kp ও Kc এর সম্পর্ক কোনটি—

3 / 50

কোনটির প্রমাণ বিজারণ বিভব সবচেয়ে বেশি

4 / 50

একটি পাত্রে 200g দ্রবন রয়েছে এবং 20g দ্রব আছে | ওই দ্রব্যের দ্রাব্যতা কত?

5 / 50

কোনটি অধিক ক্ষারধর্মী—

6 / 50

সোডিয়াম বেনজোয়েট এর অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা বেশি—

7 / 50

সালফাইট আয়নে (1632 S2- ) ইলেকট্রন সংখ্যা কত–

8 / 50

কোনটি সুপরিবাহী নয়?

9 / 50

কোন গ্যাসটি এসিড রেইন এর জন্য দায়ী—–

10 / 50

Ni+2 আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি—

11 / 50

কোন ধরনের দূষক পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস করে–

12 / 50

ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটি ?

13 / 50

250 C তাপমাত্রায় 0.01 M NaOH দ্রবণের pH কত?

14 / 50

CH2=CHCHO যৌগটিতে যথাক্রমে σ এবং π বন্ধনের সংখ্যা—-

15 / 50

কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না——–

16 / 50

5 A বিদ্যুৎ 5 min ধরে CuSO4 দ্রবণে প্রবাহিত করলে ক্যাথোড একই পরিমাণ Cu সঞ্চিত হবে

17 / 50

ক্ষুদ্রতম আয়নিক ব্যাসার্ধ বিশিষ্ট আয়ন কোনটি—-

18 / 50

CH4 অনুর কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা কি ধরনের?

19 / 50

1 লিটার পানিতে 58 g NaCl দ্রবীভূত করলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে?

20 / 50

একটি পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে—–

21 / 50

নিচের কোন যৌগটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করতে পারে–

22 / 50

N2 (g)+ 3H2 (g)⇌ 2NH3(g) ; △H= -92Kj/mol — বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা

23 / 50

নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষারক ———-

24 / 50

ক্রোমিয়াম(Cr) এর ইলেকট্রন কনফিগারেশন হল–

25 / 50

ভিনেগার এর ক্ষেত্রে কোনটি সঠিক ?

26 / 50

NaOH (aq) + HCl (aq) = NaCl (aq) + H2O(l) ΔH
হল—

27 / 50

মহাশূন্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ড ধ্বংস হয়——–

28 / 50

0. 01 M , 100 ml KMnO4 দ্রাবক এর পরিমাণ কত?

29 / 50

নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায় | উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত———-

30 / 50

কোন ইলেকট্রন বিন্যাস যুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম—

31 / 50

কোব বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়—

32 / 50

H2 (g)+ Isub>2 (g)⇌ 2HI(g) ; H= -52Kj/mol — বিক্রিয়াটির জন্য কোন শর্তে বিক্রিয়ার সাম্যবস্থা ডান দিকে সরে যাবে ??

 

33 / 50

কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়

34 / 50

নিম্নের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়

35 / 50

নিচের কোনটি এসিড বৃষ্টিতে pH এর মান–

36 / 50

4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ পানির ঘনত্ব কত হবে ?

37 / 50

5A বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোড এ প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত

38 / 50

0.025 M এর HCl 30 ml দ্রবণে HCl এর মোল সংখ্যা কত ?

39 / 50

Cl এর অনুবন্ধী এসিড—–

40 / 50

বোর পরমাণু মডেলের জন্য কোনটি প্রযোজ্য হবে—-****

41 / 50

নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে—-

42 / 50

বায়ুতে H2S এর কত ppm মানুষের মৃত্যু ঘটায়—-

43 / 50

নিম্নের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়-

44 / 50

সেল বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হলে সেল বিভবের মান হতে হয়–

45 / 50

নিম্নে যৌগগুলির কোনটি নিউক্লিওফাইল–

46 / 50

প্রাকৃতিক পচন রোদের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ?

47 / 50

মোলার গ্যাস ধ্রুবক এর সঠিক একক কোনটি–

48 / 50

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

49 / 50

কোন উভমুখী বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন 1; কত তাপমাত্রায় Kp এর মান Kc এর 82 গুণ হবে??

50 / 50

নিম্নের কোনটির আকার সবচেয়ে ছোট———

Your score is

The average score is 26%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।