Chemistry Model Test for University Admission – 01 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
42

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

250 C তাপমাত্রায় 0.01 M NaOH দ্রবণের pH কত?

2 / 50

ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ কত

3 / 50

Sn কোন জারণ অবস্থায় বিচারক হিসেবে কাজ করেন

4 / 50

কোন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন অরবিটালের আকৃতি নির্দেশ করে

5 / 50

উচ্চ বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে—

6 / 50

নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায় | উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত———-

7 / 50

জারণ শিখায় Cu+2 লবণের বর্ণ কোনটি—

8 / 50

নিম্নের কোনটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করতে পারে না—

9 / 50

লেবুর মধ্যে নিচের কোন এসিড পাওয়া যায় ?

10 / 50

SATP তে তাপমাত্রা কত?

11 / 50

কস্টিক সোডার দ্রবণের প্রতি লিটারে 5 g NaOH থাকলে দ্রবণের মোলারিটি কত ?

12 / 50

PCl5 এর জ্যামিতিক আকৃতি কেমন?

13 / 50

নিচের কোন বিকারক এর সাথে অ্যালডিহাইড ও কিটোন সহজেই বিক্রিয়া করে–

14 / 50

কার্বক্সিলিক এসিডের লবণের গারো জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়

15 / 50

(CH3)3CCH2CH(CH3)2 এর IUPAC নাম হচ্ছে—

16 / 50

নিচের কোনটি NH3 উৎপাদনে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে–

17 / 50

গ্লুকোজে অ্যালকোহলীয় মূলকের সংখ্যা কত?

18 / 50

Rf  মানের একক কোনটি————–

19 / 50

রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজ এর জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয় —-

20 / 50

Al2(SO4)3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল——

21 / 50

নিচের কোনটি রঙিন যৌগ গঠন করেন——–

22 / 50

একটি বাস্তব গ্যাস প্রায় আদর্শ গ্যাসের মত আচরণ করবে—

23 / 50

79Au একটি———

24 / 50

A2 (g)+ 3B2 (g)⇌ 2AB3 (g) সমীকরণ মতে বিক্রিয়াটির Kpও Kc এর সম্পর্ক কোনটি—

25 / 50

লুকাস বিকারক এর সাথে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের বিক্রিয়ার সক্রিয়তার ক্রম—

26 / 50

কোন উভমুখী বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন 1; কত তাপমাত্রায় Kp এর মান Kc এর 82 গুণ হবে??

27 / 50

কোনটি দুধের মিষ্টতা বাড়ায় ?

28 / 50

ভিনেগার এর ক্ষেত্রে কোনটি সঠিক ?

29 / 50

সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দুতে pH হয়-

30 / 50

একই শক্তিসম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রন বন্টনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য—****

31 / 50

গ্রীন হাউজ এ কাঁচের ভেতর দিয়ে কোন বিকিরণ অতিক্রম করতে পারে না-

32 / 50

NH4Cl ও NH4OH এর জলীয় মিশ্রন দ্বারা নিম্নের কোন আয়ন অধঃক্ষিপ্ত হবে——–

33 / 50

নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য

34 / 50

জলীয় দ্রবণের pH এর মান 8 হলে দ্রবণটি হাইড্রোজেন আয়নের (H+ ) ঘনমাত্রা কত ?

35 / 50

নিম্নের কোন যৌগটির দ্রাব্যতা বেশি——–

36 / 50

নিচে চারটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম?

37 / 50

PCl5 (g)⇌ PCl3(g)+ Cl2 (g) ;–বিক্রিয়ার Cl2 যোগ করলে সাম্যবস্থা—

38 / 50

50 গ্রাম ডিমের খাদ্য শক্তির মান কত ?

39 / 50

CuSO4 দ্রবণে 0.1F বিদ্যুৎ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে

40 / 50

প্রোটিনের টারশিয়ারি গঠনে কোন বন্ধন থাকে—-

41 / 50

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

42 / 50

H2 (g)+ I2 (g)⇌ 2HI(g) ;বিক্রিয়াটিতে Kp এবংKc এর সম্পর্ক কোনটি—

43 / 50

PCl5 (g)⇌ PCl3(g)+ Cl2 (g) সমীকরণ মতে বিক্রিয়াটির Kpও Kc এর সম্পর্ক কোনটি—

44 / 50

তুঁতের দ্রবণে 15 মিনিট ধরে 5 A বিদ্যুৎ প্রবাহিত করলে কী পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে

45 / 50

Fe2SO4 দ্রবণে 250 A বিদ্যুৎ 40 min চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে

46 / 50

4 টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হল, কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ–

47 / 50

ইথাইল আয়োডাইড জলীয় KOH এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়—

48 / 50

সহকারী কোয়ান্টাম সংখ্যা / এর মান কত হলে f অরবিটাল সম্ভব—?

49 / 50

রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাপ করা যায়–

50 / 50

কোনটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান——-

Your score is

The average score is 23%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।