Model Test for Medical admission preparation

Total 30 set free model test for University University Admission candidate.
  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start এ ক্লিক করতে হবে।
  • Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ 50টি করে প্রশ্ন দেওয়া আছে এবং সময় নির্ধারণ করা আছে 50 মিনিট।
  • নির্ধারিত সময়ে Model Test শেষ না করলে তা স্বংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।
  • ▣ একবার মডেল টেস্ট দেওয়া শেষ হলে পুনরায় আবার মডেল টেস্ট দেওয়া যাবে এবং প্রশ্ন প্রতিবার পরিবর্তন হবে। এখানে মোট ৬ হাজার প্রশ্ন আছে যার মধ্য থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্ন থাকবে প্রত্যেক টেস্টে।
369

Model Test (Medical)

1 / 50

কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়-

2 / 50

দুটি স্পন্দনরত কনার সরণ যথাক্রমে x=Asignωt ও Acosωt হলে ,এদের দশা পার্থক্য কত?

3 / 50

রুইমাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

4 / 50

নিচের কোন চৌম্বক পদার্থের চৌম্বক মোমেন্ট থাকে না?

5 / 50

ইকোসিস্টেমের কাঁচামাল-

6 / 50

শীতকালে প্রস্বেদন কম হওয়ার কারণ?

7 / 50

লবণ সেতুতে ব্যবহৃত হয় না

8 / 50

কোন কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে বলে-

9 / 50

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরির জন্য মহাশূন্যযানে কোনটি ব্যবহার করা হয়?

10 / 50

ফেসিয়াল স্নায়ু নয় কোনটি?

11 / 50

কোনটি হাইপোথ্যালামাস এর কাজ নয়?

12 / 50

ফুসফুসের প্রদাহ কে কি বলা হয়-

13 / 50

1 অ্যাটমোসফিয়ার = কত?

14 / 50

নিচের কোনটি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে ?

15 / 50

ফুলের হলুদ বর্ণের জন্য দায়ী কোনটি?

16 / 50

অ্যাকুয়াস হিউমার এর ক্ষেত্রে কোনটি সঠিক ?

17 / 50

পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে কোন বস্তুর ভর হবে-

18 / 50

সনাতনী বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুবতারা হয়?

19 / 50

একটি ইলেকট্রনের চার্জ কত কুলম্ব-

20 / 50

কোন গণের ব্যাকটেরিয়া লোহার পাইপের ক্ষয় সাধন এর জন্য দায়ী ?

21 / 50

90% Benzol এ কত % Zailin থাকে?

22 / 50

ধানের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত ?

23 / 50

শ্বাস গ্রহণের সময় কোন পেশীর সংকোচনের ফলে পর্শুকার শ্যাফট উত্তোলিত হয়?

24 / 50

ল্যাবরেটরীতে আগুন ধরলে কোনটি দিয়ে আগুন চেপে ধরতে হবে?

25 / 50

একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 200 এবং 300 । মুখ্য কুন্ডলীতে 50V DC প্রয়োগ করলে গৌণ কুন্ডলীতে কত বিভব পাওয়া যাবে?

26 / 50

একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 3.98×10-2 M হলে pH কত?

27 / 50

নিচের কোনটি মৌলিক একক?

28 / 50

টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলা হয় ?

29 / 50

কোনটি ফেনলের এর শনাক্তকারী পরীক্ষা নয়—

30 / 50

কাজের একক কি?

31 / 50

যদি কোন সরল দোলকের দৈর্ঘ্য অর্ধেক করা হয় তবে দোলনকাল কত হবে?

32 / 50

আলোক তড়িৎক্রিয়ার সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়-

33 / 50

ধারকের ধারকত্ব যথাক্রমে 3F , 4F, 5F। এদের সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব কত হবে?

34 / 50

পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি ?

35 / 50

কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার ?

36 / 50

ইন্দোনেশিয়া পৃথিবীর কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত?

37 / 50

CH4 অনুর কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা কি ধরনের?

38 / 50

নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস-

39 / 50

হেয়ার অয়েলের ইমালসিফায়ার রূপে নিচের কোনটি ব্যবহৃত হয় ?

40 / 50

নিচের কোন তড়িৎ-চুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম?

41 / 50

হাইড্রোফিলিক পদার্থ–

42 / 50

একটি সমাকলিত বর্তনীতে (IC) নিম্নের কোন উপাংশটি অনুপস্থিত?

43 / 50

STP তে গ্যাসের মোলার আয়তন কত?

44 / 50

নন সুগার কোনটি ?

45 / 50

জেনার ডায়োড এর কাজ হলো-

46 / 50

রিডবার্গ ধ্রুবক হচ্ছে——

47 / 50

একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ হল-

48 / 50

যৌগিক লিপিড নয় ?

49 / 50

কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তর হয়—

50 / 50

ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোনটি অনুপস্থিত ?