Barishal University Admission circular 2021 – 2022
Barishal University Admission conditions 2021 – 2022 GST Marks
বরিশাল বিশ্ববিদ্যালয়
কর্ণকাঠী, বরিশাল-৮২৫৪
Website: www.bu.ac.bd
তারিখঃ ০৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
২৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির শর্তাবলী
‘A’ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ
‘A’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘A’ ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ:
‘B’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ‘A’ ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপঃ
‘B’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে গণিত এবং পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচচতর গণিত বিষয় থাকতে হবে।
B ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ
‘A’ ও ‘C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে B ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ:
১। ‘A’ ও ‘C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।
২। ‘ A’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় নূ্যনতম ০৭ পেতে হবে।।
৩। C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ০৪ পেতে হবে।
৪। ‘A’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ১০ পেতে হবে।
৫। C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ০৫ পেতে হবে।
৬। উল্লেখ্য যে, যে সকল পরীক্ষার্থী ‘A’ ইউনিট এর ভর্তি পরীক্ষায় বাংলা/ইংরেজি বিষয় অংশগ্রহণ করবে না, তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা/ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ‘A’ গ্রেড পেতে হবে।
C ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ
অনুষদ | বিভাগ | ভর্তির শর্তসমূহ |
বিজনেস স্টাডিজ | মার্কেটিং | ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগভিত্তিক কোন শর্ত নেই। |
বিজনেস স্টাডিজ | ম্যানেজমেন্ট স্টাডিজ | ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগভিত্তিক কোন শর্ত নেই। |
বিজনেস স্টাডিজ | একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগভিত্তিক কোন শর্ত নেই। |
বিজনেস স্টাডিজ | ফিন্যান্স এন্ড ব্যংকিং | ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগভিত্তিক কোন শর্ত নেই। |