Search
Close this search box.

শাবিপ্রবির (SUST) ভর্তি মেরিট লিস্ট তৈরিতে এসএসসি এবং এইচএসসির মার্কস থাকছে না। ভর্তি শুরু ২১ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির মেরিট লিস্ট তৈরিতে এসএসসি এবং এইচএসসির মার্কস থাকছে না বলে জানিয়েছেন শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যারয়ের ওয়েবসাইট admission.sust.edu এ প্রবেশ করে আবেদন করতে পারবে।

এক্ষেত্রে ভর্তি আদেন ফি ধার্য করা হয়েছে ৬৫০ টাকা যা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে এবং তাদের অতিরিক্ত ফি ৩৫০ টাকা সহ সর্বমোট ভর্তি ফি বাবদ ১০০০(এক হাজার) টাকা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

গুচ্ছে যারা ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা শাবিপ্রবির ‘A’ ও ‘B’ উভয় ইউনিটে আবেদন করতে পারবে এবং গুচেছ যারা ’B’ ও ’C’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা শাবিপ্রবির শুধু ‘B’ ইউনিটে আবেদন করতে পারবে।

১. ভর্তির আবেদন প্রক্রিয়া ও তথ্য প্রাপ্তি :

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি admission.sust.edu/applicationprocedure.pdf পেইজে পাওয়া যাবে। নীচে আবেদন প্রক্রিয়া সংক্ষিপ্ত ভাবে উল্লেখ করা হলো:

১.১ ভর্তির আবেদন শুধুমাত্র admission.sust.edu সাইটের মাধ্যমে করা যাবে।

১.২ যদি কোন ছাত্র/ছাত্রী A ও B উভয় ইউনিটে ভর্তির জন্য বিবেচিত হতে চায় তবে তাকে উভয় ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো ইউনিটের একটি সাব-ইউনিটে আবেদন করলে ঐ ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।

১.৩ আবেদন করার জন্য admission.sust.edu সাইটে গিয়ে GST ভর্তি পরীক্ষায় ব্যবহৃত রোল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে sign up করলে প্রদত্ত মোবাইল নম্বরে User ID ও Password পাঠানো হবে। অতঃপর প্রাপ্ত User ID ও Password দিয়ে উল্লিখিত সাইটে sign in করলে আবেদনকারী নিজস্ব Profile দেখতে পাবে। আবেদনকারীকে তার Profile থেকে ইউনিট ও কোটা সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তির আবেদন ফি ও অন্যান্য তথ্যাদি পরে জানানো হবে।

১.৪ একাধিক ইউনিট এ ভর্তির আবেদন করতে একই Profile থেকে ইউনিট ও কোটা সংক্রান্ত তথ্য দিয়ে একই নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। কোটায় আবেদনকারীগণ প্রতি ইউনিটের ক্ষেত্রে একটিমাত্র কোটা ব্যবহার করতে পারবে। Ethnic Minority Quota (EMQ) আবেদনকারীগণকে জাতিগোষ্ঠী সংক্রান্ত তথ্যও দিতে হবে।

১.৫ আবেদন ফি প্রদান সম্পন্ন হয়ে যাওয়ার পর কোন প্রার্থীকে ইউনিট বা সাব-ইউনিট পরিবর্তন করতে চাইলে অতিরিক্ত সম্পূরক ফি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ২০০ টাকা ইউনিট-পরিবর্তন ফি দিতে হবে।

১.৬ ভর্তি সংক্রান্ত কোন বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০২-৪ হটলাইনে (সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত) অথবা admission.sust.edu সাইটের Helpdesk এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

১.৭ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় কাগজ-পত্রের কপি মূল্যায়নের জন্য olympiad-application@sust.edu তে পাঠাতে হবে। পাঠানোর তারিখ পরবর্তীতে admission.sust.edu সাইটের মাধ্যমে জানানো হবে। মূল্যায়নের পর তাদের সার্টিফিকেট ভর্তির যোগ্যতার মানদন্ডে সঠিক আছে কি-না তা জানানো হবে। আবেদনকৃতদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

১.৮ আবেদনে ইচ্ছুক বিদেশী নাগরিকদের প্রয়োজনীয় কাগজ-পত্রের কপি মূল্যায়নের জন্য foreign application@sust.edu তে পাঠাতে হবে। পাঠানোর তারিখ পরবর্তীতে admission.sust.edu সাইটের মাধ্যমে জানানো হবে। মূল্যায়নের পর তাদের সার্টিফিকেট ভর্তির যোগ্যতার মানদন্ডে সঠিক আছে কি-না তা জানানো হবে। আবেদনকৃতদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১ জানুয়ারী ২০১৯ এর জারীকৃত পত্র (ইউজিসি প্রশাঃ/৪(৪)/৭৩/১১-২(পার্ট ফিলে)/১২, তারিখঃ ১৭ জানুয়ারি ২০১৯) অনুযায়ী মনোনীত বিদেশী আবেদনকারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র গ্রহণ করতে হবে।

@studyzonebd.com