গুচ্ছভুক্ত উত্তীর্ণ পরীক্ষার্থীরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবে। আবেদন চলবে ২০ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

Sheikh Hasina University Admission Circular 2021

শেখ হাসিনা সিশ্বসিদ্যালয়

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা www.shu.edu.bd/admission লিংকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

১. আবেদনের সময়সীমা: ০৫ ডিসেম্বর ২০২১ খ্রি. সকাল ১০.০০টা থেকে ২০ ডিসেম্বর ২০২১ খ্রি. রাত ১১.৫৯টা পর্যন্ত।

১.১. ইউুনট/অনুষদ ভিত্তিক বিভাগসমূহঃ

ইউনিটঅনুষদবিভাগ
A ইউনিট প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
B ইউনিট মানবিক অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদবাংলা, ইংরেজী, অর্থনীতি

২. আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

ক) GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বি. দ্র: বাংলা, ইংরেজি ও অর্থনীতি বিভাগে A ও C ইউনিটের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা পূরণ না হলে B ইউনিটের পরীক্ষার্থী দ্বারা শূন্য আসনসমূহ পুরণ করা হবে।

৩. আবেদন ফি: প্রতি ইউনিট বা অনুষদের জন্য আবেদন ফি ৬০০.০০/- (ছয়শত টাকা) + সার্ভিস চার্জ প্রদান করতে হবে। মোবাইল ব্যাংকিং (রকেট)-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

৪. ভর্তির আবেদন প্রক্রিয়া: www.shu.edu.bd/admission লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি প্রদানের সচিত্র নির্দেশনা পাওয়া যাবে।

৫. কোটায় আবেদনের শর্তাবলি: কোটার আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট কোটাসমূহ: ১) মুক্তিযোদ্ধা কোটা (FFQ) (মুক্তিযোদ্ধার সন্তান / মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান), ২) বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) কোটা (DQ), ৩) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/উপজাতি/আদিবাসী কোটা (EMQ), 😎 পোষ্য কোটা (WQ)।

৬. মেধাক্রম তৈরির পদ্ধতি:

  • GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
  • GST ভর্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম প্রস্তুত করা হবে:

A ইউনিট-এর ক্ষেত্রেঃ

ক) এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর;

খ) এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর;

গ) GST ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর;

ঘ) GST ভর্তি পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর;

B ইউনিট-এর ক্ষেত্রে:

ক) এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর;

খ) এইচএসসি/সমমান পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর;

গ) GST ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর; ঘ) GST ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর;

৭. সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া: মেধাতালিকায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি অবশ্যই সাথে আনতে হবে:

ক) GST ভর্তি পরীক্ষার হলে প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরকৃত প্রবেশ পত্র ও ফটোকপি।

খ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি।

গ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি।

ঘ) সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ঙ) মূল NID/জন্মনিবন্ধন সনদ ও ফটোকপি।

চ) কোটার ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র।

সাক্ষাৎকারের সময় বিভাগ কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ভর্তির জন্য ভর্তি ফরম ও পে-ইন-স্লিপ (ব্যাংক রশিদ) প্রদান করা হবে। সাক্ষাৎকারের দিন থেকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে পে-ইন-স্লিপে উল্লিখিত নির্ধারিত টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে উক্ত পে-ইন-স্লিপ এর অংশবিশেষ সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরিচয় পত্র পরবর্তীতে প্রদান করা হবে।

বি. দ্র.: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম/সিদ্ধান্ত পরিবর্তন, সংশোধন, সংযোজন ও বিয়োজনের অধিকার সংরক্ষণ করে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি www.shu.edu.bd/admission লিংকে পাওয়া যাবে।

@studyzonebd.com