পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) ও বিবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রোগ্রাম এবং ০৫ (পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম. (প্রফেশনাল) কোর্সে মোট ২১(একুশ)টি বিভাগে ২০২০ ২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত পদ্ধতিতে (অনলাইনে) আবেদন করতে পারবে।
০১। আবেদনের যোগ্যতাঃ
(ক) GST গুচ্ছভুক্ত ২০ (বিশ)টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী ৩০ অথবা তদুর্ধ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিম্নোক্ত শর্তানুযায়ী ভর্তির আবেদন করতে পারবেন।
(খ) একজন প্রার্থীকে একটি আবেদন করতে হবে; যার মাধ্যমে নিম্নউল্লেখিত শর্তানুযায়ী তিনি গ্রুপের সংশ্লিষ্ট বিভাগের জন্য বিবেচিত হবেন।
২। অনুষদ ভিত্তিক আবেদনের ন্যূনতম জিপি:
অনুষদ | আবেদনের বিষয়ভিত্তিক ন্যূনতম জিপি |
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি | এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫ এবং গণিত ৩.৫ এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫ এবং গণিত ৩.৫ স্থাপত্য বিভাগে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ৩০ নম্বরের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিজ্ঞান | এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫ এবং গণিত ৩.৫ ফার্মেসি: এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫ এবং জীব বিজ্ঞান ৩.৫ |
জীব ও ভূ-বিজ্ঞান | এইচএসসিতে গণিত ৩.৫ অথবা জীব বিজ্ঞান ৩.৫ অথবা ভূগোল ও পরিবেশ ৩.৫ |
মানবিক ও সামাজিক বিজ্ঞান | শুধু অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে গণিত ৩.৫ অথবা পরিসংখ্যান ৩.৫ অথবা অর্থনীতি ৩.৫ অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল ৩.৫ থাকতে হবে। |
বিজনেস স্টাডিজ | শর্ত প্রযোজ্য নয় । |
০৩। ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
(ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) এর সাথে যথাক্রমে ০.৮ ও ১.২ দ্বারা গুণ করে প্রাপ্ত স্কোর এবং GST গুচ্ছ পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
(খ) স্থাপত্য বিভাগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) এর সাথে যথাক্রমে ০.৮ ও ১.২ দ্বারা গুণ করে প্রাপ্ত স্কোর, GST শুচ্ছ পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ড্রয়িং পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
০৪। আবেদনের সময় ও ফরমের মূল্য:
(ক) অনলাইনে আবেদনের সময়সীমা ২০/১১/২০২১ খ্রি. থেকে ০৫/১২/২০২১ খ্রি. পর্যন্ত।
(খ) ফর্মের মূল্য ৬০০ টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনের ক্ষেত্রে ৬০০/- + ১০০/-(অতিরিক্ত) টাকা।
৫। ভর্তির জন্য নির্ধারিত অনুষদ ও আসন সংখ্যা
৬। ২০২০-২০২১ বিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তির আবেদন প্রক্রিয়াঃ