
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভর্তি বিজ্ঞপ্তি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (Level-1, Semester-I) নিম্নলিখিত অনুষদে আসন সংখ্যার ভিত্তিতে GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ (ইউনিট-A, ইউনিট-B ও ইউনিট-C) এর ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ক. আবেদনের সময়কাল: ২০/১২/২০২১ খ্রি. তারিখ থেকে ০৫/০১/২০২২ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত।
খ. আবেদন ফি: ৬৫০/- (অনলাইন ফি সহ)
গ. আবেদন করার যােগ্যতা:
- ১. কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।
- ২. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A, B ও C ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি | বা সমমানের পরীক্ষায় ইংরেজী বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।
- ৩. নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা
- সমমানের পরীক্ষায় গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে ।
- ৪. এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।
- ৫. ল এ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A, B ও C ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ইংরেজী বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।
- ৬. সরকারি কোটা নীতি অনুযায়ী উপজাতি, মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনী, প্রতিবন্ধী, প্রবাসে কর্মরতদের সন্তান, হরিজন-দলিত, বিকেএসপি এবং বিধি অনুসারে । পবিপ্রবিতে কর্মরতদের পােষ্যদের জন্য সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।
- ৭. GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর ফলাফল প্রাপ্ত GCE/O লেভেল এবং A লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা 0 লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবে।
ঘ. মেধাস্কোর: মােট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। GST ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি বা সমমানের জন্য ২৫ এবং এইচএসসি বা সমমানের জন্য ২৫ নম্বর যােগ করে ফলাফল প্রস্তুতকরতঃ মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। একাধিক শিক্ষার্থীর ইউনিট ভিত্তিক মেধাস্কোর একই হলে GST ভর্তি পরীক্ষায় মােট প্রাপ্ত নম্বর, ইংরেজী বিষয়ে প্রাপ্ত নম্বর , এবং বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরকে ক্রমানুসারে মেধাক্রমের ভিত্তি ধরা হবে।
ঙ. আবেদন ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী:
১. GST গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী শুধুমাত্র নিজস্ব ইউনিটে ০১ (এক) টি আবেদনের মাধ্যমেই শর্তানুযায়ী সকল ইউনিটে ভর্তির জন্য বিবেচিত হবে।
২. ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admission.pstu.ac.bd) পাওয়া যাবে।
৩. আবেদন প্রক্রিয়া সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admission.pstu.ac.bd) অথবা (103.133.254.3) IP তে ব্রাউজ করে নির্দেশনা অনুসরণপূর্বক আবেদন দাখিল করতে হবে।
চ. ফলাফল প্রকাশঃ ১০/০১/২০২২ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ছ, টেকনিক্যাল সহযােগিতার জন্য হেল্পলাইনঃ ০১৯১১৭০৬২২১, ০২৪৭-৮৮৮৩৪৭১