Physics Model Test for HSC Examination [Short Syllabus]

Model Test for University Admission or HSC Exam.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Model Test এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
32

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

সরল ছন্দিত গতি সম্পন্ন করার গতিপথের মধ্যে অবস্থান-

2 / 50

সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 6000 K, সেলসিয়াস স্কেলে কত?

3 / 50

50 kg ওজনের একজন প্যারাসুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছেন। লোকটির উপরে বায়ুর বাধা-

4 / 50

রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়-

5 / 50

একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পার্থক্য λ/2। বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত?

6 / 50

নিচের কোনটির কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান?

7 / 50

R রোধ বিশিষ্ট একটি তামার তারকে টেনে দৈর্ঘ্য তিনগুণ করা হলে রোধ হবে-

8 / 50

নিচের কোনটি অসংরক্ষণশীল বল এর উদাহরণ?

9 / 50

একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কনার সর্বোচ্চ বেগ 0.03 m/s এবং বিস্তার 0.006 m হলে, কণাটির কৌণিক বেগ কত?

10 / 50

একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে কি বলে?

11 / 50

যদি কোন বস্তুর আলোর বেগে চলতে থাকে এর ভর কত হবে?

12 / 50

ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত?

13 / 50

কোন বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ কত?

14 / 50

যেসব নিউক্লাইডের নিউট্রন সংখ্যা সমান তাদের কে কি বলে ?

15 / 50

রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়?

16 / 50

দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হওয়ার জন্য তাদের অন্তর্ভূক্ত কোণ কত হতে হবে?

17 / 50

6, 5, 3, 2 সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান কত? [JU-A: 17-18]

18 / 50

জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করা হয় তখন সব সময় এর সংযোগ দেয়া হয়-

19 / 50

অভিকর্ষজ ত্বরণ 9,8 ms-2 হলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করো-

20 / 50

স্থির অবস্থান থেকে বাস চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন?

21 / 50

বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তিস্তরের মান – 13.6 eV হলে , তৃতীয় শক্তিস্তরের মান?

22 / 50

কোন বস্তুর তাপমাত্রা 320 F হলে, কেলভিন স্কেলে তাপমাত্রা কত হবে?

23 / 50

একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা 5 হলে শক্তির বিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত?

24 / 50

একটি মুদ্রা পরপর তিনবার টস করা হলে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেইল পাবার সম্ভাব্যতা হবে । [BUET: 11-12]

25 / 50

কোনটি তেজস্ক্রিয়তার একক-

26 / 50

কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কে কি বুঝায়?

27 / 50

100 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm/s বেগে ছাদের উপর উঠা উঠা ক্রেনের ক্ষমতা কত ওয়াট?

28 / 50

তিনটি ছক্কা একই সময়ে নিক্ষেপ করলে প্রাপ্ত বিন্দুর যােগফল 17 হওয়ার |
সম্ভাবনা হবে। [BUET: 13-14;BRUR-E:16-17]

29 / 50

কোনো স্থানে বাতাস 30 km/hr বেগে পশ্চিম দিকের সাথে 45° কোণে দক্ষিণ দিকে বইছে। বাতাসের বেগের পূর্বমূখী উপাংশের মান কত km/hr?

30 / 50

20 লিটার ধারণ ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা পূর্ণ।হাইড্রোজেন গ্যাস অণুর মোট গতিশক্তি 1.5 x 105 J।সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের চাপ হলো-

31 / 50

একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব 10 হলে ঘনত্ব কত হবে?

32 / 50

সেমিকন্ডাক্টরে যে আধান বাহক থাকে তার প্রকৃতি নির্ণয় করে যে পরীক্ষা দ্বারা-

33 / 50

ত্বরণের ফলে বস্তুর গতিশক্তি ও ভরবেগের-

34 / 50

আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে?

35 / 50

নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে?

36 / 50

একটি 3 Ω রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো।একটি বাহুর দুই প্রান্তের রোধের মান-

37 / 50

সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 350 হলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে?

38 / 50

এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?

39 / 50

ডেসিমাল (25)10 এর বাইনারি মান হলো-

40 / 50

দোলন সংখ্যা N সময় t এবং কম্পাঙ্ক n এর মধ্যে সম্পর্ক-

41 / 50

অতিসম্প্রতি আবিষ্কৃত কণার নাম-

42 / 50

যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে-

43 / 50

আধান ও বিভবের গুণফলের একক কি?

44 / 50

মোলার গ্যাস ধ্রুবকের S.I একক কোনটি?

45 / 50

একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল তিন s হলে প্রথমটির দোলনকাল কত?

46 / 50

পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক হল-

47 / 50

কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃতকাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান?

48 / 50

অসম বেগে গতিশীল কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে-

49 / 50

রেডনের অর্ধায়ু 4 দিন , এর গড় আয়ু কত?

50 / 50

নিচের কোন গেইটটি AND ও NOT গেইটের সমন্বয়ে তৈরি হয়?

Your score is

The average score is 19%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।