Physics Model Test for HSC Examination [Short Syllabus]

Model Test for University Admission or HSC Exam.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Model Test এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
9

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের বস্তু সমূহের ভর –

2 / 50

L দৈর্ঘ্য ও r ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক Y। তারের দৈর্ঘ্য L/2 ও ব্যাসার্ধ r/2 করা হলে ইয়ং গুণাঙ্ক কত হবে?

3 / 50

তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলাে। তিনটিতেই একই সংখ্যা পাওয়ার
সম্ভাবনা কত? [JU: 18-19;16-17]

4 / 50

2, 6, 3, 12, 10, 14, 20, 18 সংখ্যাগুলোর মধ্যমা কত?
[BSMRSTU- B: 16-17]

5 / 50

তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হলে ঐ বিন্দুতে বিভব-

6 / 50

তৈলাক্ত পদার্থযুক্ত কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ-

7 / 50

অর্ধপরিবাহীর শক্তির ব্যবধান হলো প্রায়-

8 / 50

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

9 / 50

একটি তার কে দুই ভাগে ভাগ করলে-

10 / 50

যেসব নিউক্লাইডের নিউট্রন সংখ্যা সমান তাদের কে কি বলে ?

11 / 50

একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে বাতির ভিতর বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়?

12 / 50

বৈদ্যুতিক বাল্বে যে সরু ধাতব তার থাকে তা কোন পদার্থের তৈরি?

13 / 50

52 টি তাসের প্যাকেট থেকে 1 টি তাস দৈবচয়িকভাবে উঠানাে হয়।
তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কোনটি? [JU: 16-17]

14 / 50

একটি তাপ ইঞ্জিন 2000 C ও 500750 C এর মধ্যে ক্রিয়ারত – এর কর্মদক্ষতা কত?

15 / 50

রেডনের অর্ধায়ু 4 দিন , এর গড় আয়ু কত?

16 / 50

পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক হল-

17 / 50

একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কোন বস্তুর কম?

18 / 50

তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানা যায় না-

19 / 50

ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত?

20 / 50

ইয়ং এর দ্বি-চির পরীক্ষা প্রদর্শন করে-

21 / 50

কোন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অনুগুলির গড় বর্গবেগ-

22 / 50

কোন পরিবাহীর প্রবাহমাত্রা ও প্রবাহ কাল অপরিবর্তিত রেখে রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুন হবে?

23 / 50

দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। তারা পরস্পর 240° কোণে ক্রিয়া করে। উহাদের লব্দির দিক-

24 / 50

26টি তাসের মধ্যে 13টি ইস্কাপন ও 13টি রুইতন আছে। একসাথে 2টি
তাসের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? [IU: 14-15]

25 / 50

সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেয়ার পর p-n জংশনের ডায়োডে একটি নির্দিষ্ট মান অতিক্রম করার পর তড়িৎ প্রবাহ বাড়তে থাকে । একে বলা হয়-

26 / 50

কোন বস্তুর উৎক্ষেপণ ব্যাগ তার মুক্তি বেগের সমান হলে বস্তুটি-.

27 / 50

বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং হিসেবে কোনটি ব্যবহার করা?

28 / 50

একটি সমাকলিত বর্তনীতে (IC) নিম্নের কোন উপাংশটি অনুপস্থিত?

29 / 50

সব পদার্থের বাধাদানকারী বল বেশি সেসব পদার্থের-

30 / 50

সবচেয়ে কম ভরের কণিকা কোনটি?

31 / 50

সরল ছন্দিত গতি সম্পন্ন করার গতিপথের মধ্যে অবস্থান-

32 / 50

বঙ্গবন্ধু-1 কৃত্রিম উপগ্রহের বেগ 3.07 Km/s । আবর্তন কাল কত?

33 / 50

সরল দোলকের কৌণিক বিস্তার চার ডিগ্রীর ভিতর রাখতে বলা হয় কারণ-

34 / 50

একটি সমবিভব তলের পৃষ্ঠ বরাবর তড়িৎ প্রাবল্যের একমাত্র উপাংশ থাকে তলের সাথে-

35 / 50

একটি কার্নো চক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি ?

36 / 50

কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

37 / 50

একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে-

38 / 50

পানির হিমাঙ্ক কত?

39 / 50

10 N বল প্রয়োগে একটি গাড়িকে 100 m সরাতে কত কাজ করতে হবে?[θ=60°]

40 / 50

কোন স্পৃংয়ের এক প্রান্তে m ভরের একটি বস্তুর ঝুলালে এটি 0.08 m প্রসারিত হয় । বস্তুটি একটু টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে?

41 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? [MBSTU: 14-15]

42 / 50

পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে?

43 / 50

একটি রেডিও আইসোটোপের অর্ধায়ু 5 দিন , গড় আয়ু কত দিন?

44 / 50

স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে-

যদি \overrightarrow{A}=2\widehat{i}+\alpha\widehat{j}+\widehat{k} এবং \overrightarrow{B}=-2\widehat{i}+\alpha\widehat{j}-2\widehat{k} পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

45 / 50

যদি A = 2i+αj+k এবং B = -2i+j-2k পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

46 / 50

L দৈর্ঘ্য ও k স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত হবে-

47 / 50

পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক এবং ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হবে-

48 / 50

Ge-অপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ফাঁক-

49 / 50

একটি ঘোড়া ভূমি বরাবর 60 N বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2m/s সমবেগে সরাতে পারে।3 min এ ঘোড়াটি কি পরিমান কাজ করবে?

50 / 50

রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়?

Your score is

The average score is 21%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।