Search
Close this search box.

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে প্রতিযােগিতার আয়োজন

বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস যথাযােগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে নিম্নলিখিত প্রতিযােগিতার আয়োজন করেছে। প্রতিযােগিতার বিষয় সমূহঃ

  • ক. রচনা (সর্বোচ্চ ২০০০ শব্দ)।
  • খ. স্বরচিত কবিতা।
  • গ. চিত্রাংকন (A3 সাইজ, ২৯সে.মিx৪২সে.মি) উন্মুক্ত মাধ্যম সাদা-কালো অথবা রঙ্গিন।

আগ্রহী শিক্ষার্থীদেরকে প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হয়েছে

উল্লেখ্য : ১. রচনা,স্ব-রচিত কবিতা ও চিত্রাংকন এর ডকুমেন্টসমূহ P.D.F আকারে স্ব-স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান এর মাধ্যমে E-mail: registrar@nu.edu.bd এ ১৮.০৮.২০১২ তারিখের মধ্যে প্রেরণ করতেহবে।

২. নির্বাচিত রচনা, স্বরচিত কবিতা ও ছবির মূলকপি প্রদর্শনী ও পুরষ্কার বিতরণের পূর্বে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রেরণ করতে হবে।

৩. রচনা, স্ব-রচিত কবিতা ও ছবি ই-মেইলে পাঠানাের সময় প্রচ্ছদ পৃষ্ঠায় প্রতিযােগীর নাম, প্রতিষ্ঠানের নাম, বিভাগ, বর্ষ, রেজিস্ট্রশন নম্বর ও মােবাইল নম্বর উল্লেখ করতে হবে।