Search
Close this search box.

মেডিকেল (MBBS) ভর্তি মাইগ্রেশন বা কলেজ বদলি

মেডিকেল (MBBS) ভর্তি মাইগ্রেশন বা কলেজ বদলি

Medical Admission Migration or Change Medical College

১। মাইগ্রেশন বা কলেজ বদলি ভর্তির জন্যে নির্ধারিত তারিখ শেষে শুন্য আসনসমূহের বিপরীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের আবেদন, মেধাস্থান ও কলেজ পছন্দ অনুযায়ী কলেজ পরিবর্তনের (অটোমাইগ্রেশন) সুযােগ দেয়া হয়।

২। মাইগ্রেশন শেষে প্রাপ্ত শূন্য আসনসমূহ অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে পূরণ করা হয়।

৩। এছাড়া অন্য কোনভাবে সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হতে অন্য কোন মেডিকেল কলেজে বদলী হওয়া বা করা যায় না।

পরীক্ষায় অবতীর্ণ/নির্বাচিত কোন প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়েছে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার পরীক্ষা/ফলাফল/ভর্তি বাতিল বলে গণ্য হবে।


 কোন প্রার্থী/আবেদনকারি মুক্তিযােদ্ধা ও উপজাতি কোটা ভুল করে পুরণ করলে সাথে সাথেই নতুন ভাবে (টাকা জমা দেওয়ার পূর্বে) ফরম পূরণ করতে হবে। কারণ, প্রার্থীর চাহিত কোটায় আসন বরাদ্দ হলে, পরবর্তীতে উক্ত কোটার প্রয়ােজনীয় কাগজপত্র দেখাতে না পারলে আসন বরাদ্দ বাতিল হয়ে যাবে। তখন আর সাধারণ বরাদ্দের কোন সুযােগ থাকবে না।

ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। যে কোন কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ একই কথা।

 যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।