Search
Close this search box.

Medical Admission Test 2021-22 Physics Questions and Answers

Medical Admission Test 2021-22 Physics Questions and Answers

২০২১-২২ সালে অনুষ্ঠিত মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদার্থ অংশের প্রশ্নপত্র ও উত্তর

পদার্থবিজ্ঞানঃ

১) কোনটা তড়িৎ চৌম্বক তরঙ্গ নয়?

উত্তরঃ আলট্রাসাউন্ড

২) পদার্থবিজ্ঞান আবদুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন দুটি বলকে একত্রিত করেন ?

উত্তরঃ দুর্বল নিউক্লিও বল ও তড়িৎ চৌম্বক বল

৩) শক্তির ক্ষুদ্রতম এককের নাম কোয়ান্টা দেন কোন বিজ্ঞানী ?

উত্তরঃ ম্যাক্স প্লাংক

৪) নিচের কোন বস্তুর ওপর জড়তার ভ্রামক নির্ভর করে ?

উত্তরঃ ভর ও ঘূর্ণন অক্ষের বস্থান

৫) কোনটা SI একক না ?

উত্তরঃ লিটার

৬) কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি ?

উত্তরঃ রৈখিক ভরবেগ

৭) CGS সিস্টেমে পরিবাহিতার একক ?

উত্তরঃ Ohm-1 হয় কিন্তু তা অপশনে নাই

৮) 10 kg ভরের স্থির বস্তুর উপর 100 N বল প্রয়োগ করলে ত্বরণ হবে ?

উত্তরঃ 10 ms-2

৯) একটি 200V-40W বাল্বের মধ্যে দিয়ে কি পরিমান বিদ্যুৎ প্রবাহিত হবে?

উত্তরঃ 0.2 A

১০) নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎ চালক শক্তি নির্ণয় করা যায় ?

উত্তরঃ পটেনশিওমিটার

১১) তাপগতিবিদ্যার কোন সূত্রকে ব্যবহ্যার করে থার্মোমিটার তৈরি হয় ?

উত্তরঃ শূন্যতম সূত্র

১২) আলোর অপবর্তন কি কারণে হয় ?

উত্তরঃ ব্যতিচার

১৩) কিলো ওয়াট ঘন্টার সাথে সম্পর্কযুক্ত ?

উত্তরঃ 1 KWh = 3.6⨉106 J

১৪) কোন ধাতব পৃষ্টে অতিবেগুনি রশ্মি পড়লে কি নির্গত হয় ?

উত্তরঃ ইলেকট্রন

১৫) ডায়োড বিমুখী বায়াসে হলে নিঃশেষিত স্তর?

উত্তরঃবৃদ্ধি পায়

১৬) সরলদোলকের সময়কাল দ্বিগুন করতে হলে দৈঘ্য অবশ্যই ?

উত্তরঃ চারগুণ বাড়াতে হবে

১৭) বল ও সরণের মধ্যবর্তী কোন 0° ডিগ্রী হলে কাজ ?

উত্তরঃ সর্বোচ্চ হবে

১৮) দুর্বল নিউক্লীয় বল সৃষ্টির জন্য দায়ী ?

উত্তরঃ বিটা ক্ষয়

১৯) কোন আলোর রঙ এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ?

উত্তরঃ বেগুনি

২০) কোনটি যান্ত্রিক ত্রুটি নয় ?

উত্তরঃ সূচক ত্রুটি

Subjectwise Medical Admission Exam Physics Questions & Answers
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাবজেক্ট  ওয়াইজ (বিষয়ভিত্তিক)
মেডিকেল ভর্তি পরীক্ষার পদার্থ  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Join Our Facebook Group
Join Our Facebook Group