Medical Admission Test 2021-22 Chemistry Questions and Answers
২০২১-২২ সালে অনুষ্ঠিত মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রসায়ন অংশের প্রশ্নপত্র ও উত্তর
রসায়নঃ
১) নিচের কোন মূলকটা বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক?
উত্তরঃ Br
২) নিচের কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়?
উত্তরঃ R-NH2
৩) কোন বিক্রিয়ায় সাম্যবস্থার প্রভাব নেই?
উত্তরঃ H2+I2 = 2HI
৪) স্থির তাপমাত্রায় যখন বিক্রিয়াহীন দুইটা গ্যাস মিশ্রিত করা হবে তখন মিশ্রনের মোট চাপ হবে?
উত্তরঃ গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
৫) স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের R.M.S ?
উত্তরঃ 461 ms-1
৬) পরমাণু থেকে ধনাত্নক আয়নে পরিণত করতে শক্তি ? উত্তরঃ আয়নিকরণ শক্তি
৭) ক্ষারীয় বাফার দ্রবণ ?
উত্তরঃ NH4Cl ও NH4OH
৮) হেক্সিন-৩ কোন সমানু দেখায়?
উত্তরঃ সিস-ট্রান্স
৯) ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করে?
উত্তরঃ Na
১০) 1000 ml এ 58.5 g NaCl মিশ্রিত করলে তাকে বলে?
উত্তরঃ 1 MOLAR দ্রবণ
১১) কোন বিবরণটি সঠিক?
উত্তরঃ প্রোটন গ্রহিতা ক্ষার
১২) একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাবতা ১২,২৫,৬৫ কোন পদ্ধতিতে আলদা করা হবে?
উত্তরঃ আংশিক কেলাসন
১৩) কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস?
উত্তরঃ ভূগর্স্থ পানি
১৪) ২৫ ডিগ্রীতে পানির আয়নিক গুনফল ?
উত্তরঃ 1⨯10-14
১৫) 10% Na2CO3 এর ঘনমাত্রা?
উত্তরঃ 0.9434 M
১৬) জ্যামিতিক সমাণুতার শর্ত?
উত্তরঃ প্রতিস্থাপিত অ্যালকিন
১৭) তীব্র এসিড ও মৃদুক্ষারের ট্রাইটেশন?
উত্তরঃ মিথাইল অরেঞ্জ
১৮) অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণ আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি উত্তম?
উত্তরঃ কলাম ক্রোমাটোগ্রাফি
১৯) কোনটি অধিক সমযোজী ?
উত্তরঃ FeCl3
২০) R-CH2-Br +NaOH (aq) এটি কোন ধরনের বিক্রিয়া?
উত্তরঃ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
২১) ইথানয়িক এনহাইড্রাইডের সংকেত ?
উত্তরঃ CH3COOCOCH3
২২) এসিড ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক ?
উত্তরঃ NH3+HCl = NH4+ + CL–
২৩) সূর্যের UV থেকে রক্ষা করে?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ারের O3 স্তর
২৪ ) ভূপৃষ্টের DO নিয়ে কোনটি সঠিক?
উত্তরঃ DO 4-6 ppm থাকা উচিত
২৫) কোনটির আয়নিকরণ শক্তির মান সর্বনিম্ন?
উত্তরঃ Cs
Subject wise Medical Admission Exam Chemistry Questions & Answers
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাবজেক্ট ওয়াইজ (বিষয়ভিত্তিক)
মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়ন প্রশ্ন ও উত্তর