Medical Admission Test 2021-22 Biology Questions and Answers

২০২১-২২ সালে অনুষ্ঠিত মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জীব বিজ্ঞান অংশের প্রশ্নপত্র ও উত্তর

বায়োলজিঃ

১. জবার অমরাবিন্যাস?

  • উত্তরঃ অক্ষীয়

২. Cell-mediated immunity?

  • উত্তরঃ T – lymphocyte

৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয়?

  • উত্তরঃ যকৃত

৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে?

  • উত্তরঃ S phase

৫. পত্ররন্ধ্র খোলা তরাণ্বিত করে?

  • উত্তরঃ নীল আলো

৬. গবলেট কোষ কোথায় থাকে?

  • উত্তরঃ মিউকোসা

৭.কোনটা লালারসে থাকে?

  • উত্তরঃ টায়ালিন

৮. আমিষ পরিপাকে?

  • উত্তরঃ ট্রিপসিন

৯. মায়ের দুধে?

উত্তরঃ IgA

১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে?

উত্তরঃ মেসোফিল

১১. অদ্রবনীয় প্রোটিন?

উত্তরঃ গ্লুটামিন (Glutamine)

১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে?

উত্তরঃ কোষ গহ্বর

১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয়?

উত্তরঃ K+

১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন?

উত্তরঃ মাইটোসিস

১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু?

উত্তরঃ বাম ভেন্ট্রিকল

১৬. চর্মরোগের ওষুধ?

উত্তরঃ Cycas circinalis

১৭. কোনটা Autosomal recessive এর রোগ?

উত্তরঃ থ্যালাসেমিয়া

১৮.হৃদস্পন্দন শুরু হয়?

উত্তরঃ 6th week

১৯. কেচো শ্বাস নেয়?

উত্তরঃ ত্বক

২০. প্রজাপতির প্রতিসাম্যতা?

উত্তরঃ দ্বিপার্শ্বীয়

২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয়?

উত্তরঃ ৬ অণু

২২. প্রস্বেদন কখন বেশি হয়?

উত্তরঃ আদ্রতা কম থাকলে

২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ?

উত্তরঃ গ্লাইকোলাইসিস

২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয়?

উত্তরঃ Apogamy

২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয়?

উত্তরঃ করপোরা এলাটা

২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে?

উত্তরঃ টক্সোয়েড

২৭.বংশগতির বাহক কে?

উত্তরঃ ক্রোমসোম

২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায়?

উত্তরঃ পালস অক্সিমিটার

২৯. টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে?

উত্তরঃ স্ট্রবেরি

৩০. কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝড়ে যায়?

উত্তরঃ ফসফরাস

Subject wise Medical Admission Exam Biology Questions & Answers
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাবজেক্ট  ওয়াইজ (বিষয়ভিত্তিক)
মেডিকেল ভর্তি পরীক্ষার জীব বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Join Our Facebook Group
Join Our Facebook Group