Search
Close this search box.

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১৫ নভেম্বর

গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবাদেন করতে পারবে।

আবেদন ও পেমেন্ট শুরু১৫ নভেম্বর, ২০২১ দুপুর ১২টা
আবেদন ও পেমেন্ট শেষ ২৮ নভেম্বর, ২০২১ রাত ১১.৫৯মিনিট

প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষাবর্ষ : ২০২০-২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮টি স্কুলের অন্তর্ভুক্ত ২৯ টি ডিসিপ্লিনের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির নিমিত্তে আবেদন আহবান করা যাচ্ছে। নিম্নবর্ণিত তালিকা ও নির্দেশনা অনুযায়ী ভর্তি গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে: 

১। আবেদনের তারিখ ও সময়: ১৫/১১/২০২১ খ্রি তারিখ দুপুর ১২.০০ থেকে ২৮/১১/২০২১ খ্রি. তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।

২। ভর্তি প্রক্রিয়া ক, খ, গ ও ঘ চারটি আলাদা ইউনিটে সম্পন্ন করা হবে। ইউনিট ভিত্তিক বিভিন্ন ডিসিপ্লিনে যােগ্যতা হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটের অধীন বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় নীচে উল্লিখিত সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্টযােগ্যতা থাকতে হবে।

৩। যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/ সমমান পরীক্ষায় পাশ করেছে তারা ‘ক’ ইউনিটে আবেদন ছাড়াও ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। 

৩.১। ইউনিট ক এর ক্ষেত্রে-

i) ঐচিহক হিসেবে গণিত ও জীব বিজ্ঞান বিষয়ের উত্তর প্রদান করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের সকল ডিসিপ্লিনে ভর্তির জন্য বিবেচিত হবে।

ii) ঐচ্ছিক হিসেবে জীব বিজ্ঞান ও আইসিটি বিষয়ে উত্তর প্রদান করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের অধীন জীব বিজ্ঞান স্কুলের ৭টি ডিসিপ্লিনে ভর্তির জন্য বিবেচিত হবে।

iii) ঐচ্ছিক হিসেবে গণিত ও আইসিটি বিষয়ে উত্তর প্রদান করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ৮টি ডিসিপ্লিনে ভর্তির জন্য বিবেচিত হবে।

iv) চারুকলা স্কুল ও স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ড্রইং পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

V) বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আবেদনকারীকে এস এস সি এবং এইচ এস সি অথবা সমতুল্য পরীক্ষাতে নূন্যতম জিপিএ ৩.৫ (৫.০ এর স্কেলে)/ ৩,০ (৪০ এর স্কেলে) অথবা সমমান স্কোর পেতে হবে। GCSE ‘O’ এবং GCSE ‘A’ লেভেল অথবা সমতুল্য পরীক্ষাতে পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে নূন্যতম B গ্রেড এবং দুইটি বিষয়ে নূন্যতম ‘C’ গ্রেড পেতে হবে (A=5, B=4, C=3 & D=2)। কোনাে বিষয়ে ‘E’ গ্রেড বিবেচিত হবে না।

 ৩। ইউনিট ভিত্তিক বিষয়গত যােগ্যতা ও আবেদন ফি:

ইউনিট ও আবেদন ফিস্কুলন্যূনতম গ্রেড পয়েন্ট/যোগ্যতা ডিসিপ্লিন/ইনস্টিটিউট
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ স্থাপত্য
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়যারিং
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ নগর ও গ্রামীণ পরিকল্পনা
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ গণিত
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ পদার্থবিজ্ঞান
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ রসায়ন
ইউনিট ক ৫০০/-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, পদার্থ বিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ পরিসংখ্যান
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ এগ্রোটেকনোলজি
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ এনভায়রনমেন্টাল সায়েন্স
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ ফার্মেসি
ইউনিট ক ৫০০/-জীববিজ্ঞান স্কুলএইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিত ৪.০, জীববিজ্ঞান ৪.০, পদার্থবিজ্ঞান ৪.০, রসায়ন ৪.০ ও ইংরেজি ৩.৫ সয়েল, ওয়াটার, এন্ড এনভায়রনমেন্ট