যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশ

JESSORE UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGYADMISSION APPLICATION 2020-2021

এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৩০টি আসনের বিপরীতে ৫২ হাজার ৬৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৫৫ জন প্রার্থী।

সম্মিলিত মেধা তালিকা প্রকাশ ও চয়েস ফরম পূরণ

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত বিভিন্ন ইউনিট হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদভূক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদনকারীগণের মধ্য হতে ন্যূনতম শর্ত পূরণকারীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ মেধাতালিকার নিম্নোক্ত মেধাক্রমের ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আগামী ০৬/১২/২০২১ খ্রি. তারিখ হতে ১০/১২/২০২১ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.just.edu.bd/) প্রবেশ করে সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে চয়েস ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চয়েস ফরম পূরণ না করলে কোন আবেদনকারী ভর্তির জন্য বিবেচিত হবে না।

ক্রমঅনুষদমেধাক্রম
১.প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (FET)01-2500
২.জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FBST)01-995
৩.ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FAST)01-1500
৪.স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ (FHS)01-500
৫.কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)01-500
৬.বিজ্ঞান অনুষদ (FS)01-2000
৭.ব্যবসায় শিক্ষা অনুষদ (FBS)বিজনেস স্ট্যাডিজ01-1000
৮.ব্যবসায় শিক্ষা অনুষদ (FBS)বিজ্ঞান01-200
৯.ব্যবসায় শিক্ষা অনুষদ (FBS)মানবিক01-150

**চয়েস ফরম পূরণকারী প্রার্থীদের মধ্য হতে মেধাস্থান অনুযায়ী ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১১/১২/২০২১ খ্রি. তারিখে।

চয়েস ফরম পূরণকৃতদের মধ্য থেকে প্রস্তুতকৃত মেধা তালিকা অনুযায়ী অনুষদ ভিত্তিক ভর্তির তারিখ নিম্নরূপ:

ক্রমঅনুষদতারিখসময়
১.জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FBST)১৫/১২/২০২১ খ্রি.সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
২.স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ (FHS)১৫/১২/২০২১ খ্রি.সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
৩.কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS) ১৫/১২/২০২১ খ্রি. সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
৪.ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FAST)১৯/১২/২০২১ খ্রি.সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
৫.ব্যবসায় শিক্ষা অনুষদ (FBS) ১৯/১২/২০২১ খ্রি. সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
৬.প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (FET)২০/১২/২০২১ খ্রি.সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত
৭.বিজ্ঞান অনুষদ (FS) ২০/১২/২০২১ খ্রি. সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত

ভর্তির জন্য সঙ্গে আনতে হবে।

১. বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করে আনতে হবে;

২. GST- গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;

৩. চয়েস ফরম পূরণের পর ওয়েবসাইট থেকে প্রাপ্ত Subject Selection Form-এর প্রিন্ট কপি;

৪. পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি – ১০ কপি;

৫. মাধ্যমিক/সমমান পরীক্ষা পাসের মূল অথবা সাময়িক সনদ ও নম্বরপত্রের মূলকপি;

৬. উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা পাসের মূল অথবা সাময়িক সনদ ও নম্বরপত্রের মূলকপি;

৭. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্রের মূলকপি;

৮. উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নিবন্ধন (registration) পত্রের মূলকপি;

৯. আনুমানিক ১৭,০০০.০০ (সতের হাজার) টাকা।