২০২০-২১ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে।
আবেদনের সময়সীমাঃ ১৫ নভেম্বর ২০২১ ইং, দুপুর ১২ টা হইতে ২৫ নভেম্বর ২০২১ ইং, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
নম্বর বন্টন ও মেধা তালিকা:
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং SSC/সমমান থেকে ১০ ও HSC/সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ৪টি বিভাগের ক্ষেত্রে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, SSC/সমমান থেকে ১০, HSC/সমমান থেকে ১০, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ১৭০ নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধা তালিকা করা হবে।
আবেদনের যোগ্যতা:
GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ইউনিট/বিভাগ | যে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
ইউনিট-A (বিজ্ঞান শাখা) | বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি)। | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫০ এর নিচে নয়। |
ইউনিট-B (মানবিক শাখা) | মানবিক, মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি, মাদ্রাসা (সাধারণ, মুজাব্বিদ)। | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
ইউনিট-C (বাণিজ্য শাখা) | বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ । ৭.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয় । |
সংগীত, চারুকলা বিভাগ | সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। |
সকল ইউনিটের জন্য জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই ('ও' লেভেল) পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে B গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০ সনের আইএএল ('এ' লেভেল) পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের জন্য HSC/সমমান পরীক্ষায় বাংলাদেশের মানদন্ডে B গ্রেড অথবা ৪.০ এর স্কেলে ৩.০ অথবা ৫.০ এর স্কেলে ৩.৫ থাকতে হবে।
বি. দ্র. : ইউনিট-A (বিজ্ঞান শাখা)-এর শিক্ষার্থীদের ইউনিট-B ও ইউনিট-C এর নির্ধারিত বিষয়সমূহে ভর্তির সুযোগ রয়েছে। তদ্রূপ ইউনিট-C বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ইউনিট-B মানবিক শাখার নির্ধারিত কয়েকটি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে।
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন-এ ৪টি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরন সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে। এ ৪টি বিভাগের প্রতিটির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
আবেদন করার সময়সূচি ও ফি
ইউনিট/বিভাগসমূহ | আবেদনের সময়কাল | আবেদন ফি |
ইউনিট-A (বিজ্ঞান শাখা) ইউনিট-B (মানবিক শাখা) ইউনিট-C (বাণিজ্য শাখা) | ১৫/১১/২০২১ তারিখ বেলা ১২:০০ টা থেকে ২৫/১১/২০২১ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত ৷ | ৬০০/-+ সার্ভিস চার্জ * |
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | ৪টি বিভাগে শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য। ১৫/১১/২০২১ তারিখ বেলা ১২:০০ টা থেকে ২৫/১১/২০২১ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত। | প্রতি বিভাগের জন্য ৬০০/-+ সার্ভিস চার্জ * |
bKash অথবা Sure Cash অথবা Rocket অথবা Nagad মোবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি'র টাকা জমা দেয়া যাবে।
bKash অথবা Rocket এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১%, SureCash এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% তবে ৪/- টাকার কম ও ৩০/- টাকার বেশি নয়, Nagad এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% । Teletalk এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ৮% প্রযোজ্য।
সংগীত, চারুকলা, নাট্যকলা ও | ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ | ০৩/১২/২০২১ তরিখ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে শুরু হবে। |
আবেদন পদ্ধতি :
(ক) ইউনিট-A বিজ্ঞান শাখা, ইউনিট-B মানবিক শাখা ও ইউনিট-C বাণিজ্য শাখাতে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের পাশে আবেদন করার জন্য ক্লিক করতে হবে। login করার জন্য এইচএসসি/সমমান এর বোর্ড, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, GST ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে Input দেয়ার পর Apply এ ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে পরবর্তী ধাপে যাবে এবং একটি Payment ID প্রদর্শিত হবে। এই Payment ID পরবর্তীতে ফি জমা দেয়ার জন্য ব্যবহৃত হবে।
(খ) আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।
(গ) পরবর্তী ধাপে কোটা সংক্রান্ত তথ্য দেখাবে। যাদের কোটা নেই তাদের প্রযোজ্য নয় নির্বাচন করতে হবে। যারা কোটায় ভর্তিচ্ছু আবেদনকারী তাদের কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য প্রদান করতে হবে, যেমন : মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ)/ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা (FFG) (মুক্তিযোদ্ধার নম্বর প্রদান করতে হবে) / পোষ্য (ওয়ার্ড) কোটা (WQ) (পিতা/মাতার employee id নম্বর প্রদান করতে হবে)/ উপজাতি কোটা (TQ) (ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যয়ন পত্রের নাম্বার প্রদান করতে হবে) / শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ) (সমাজসেবা অধিদফতরের আইডি কার্ড এর নাম্বার প্রদান করতে হবে )/ খেলোয়াড় কোটা (BKSP)(খেলার ধরণ) উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা হবে না। প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত সকল তথ্য প্রদান করে পরবর্তী ধাপে যেতে হবে।
ঘ) অতঃপর bKash অথবা SureCash অথবা Rocket অথবা Nagad মোবাইল ব্যাংকিং-অথবা Teletalk এর যে কোন একটি মাধ্যমে ভর্তি জন্য আবেদন ফি ৬০০/-+ সার্ভিস চার্জ জমা দিতে হবে। সার্ভিস চার্জ জমা দেয়ার জন্য প্রদর্শিত Payment ID টি ব্যবহার করতে হবে।
(ঙ) পেমেন্ট সম্পন্ন করার পর পূরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button-এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে।
(চ) পেমেন্ট সম্পন্ন করার পর Acknowledgement Slip Generate হবে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে Acknowledgement Slip ডাউনলোড করে সংরক্ষন করতে হবে।
(ছ) সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদন পদ্ধতি :
সংগীত, চারুকলা, নাট্যকলা ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে
[8:43 am, 20/11/2021] Md. Shohanur Rahman: সংশ্লিষ্ট বিভাগের পাশে আবেদন করার জন্য ক্লিক করতে হবে। login করার জন্য এইচএসসি/সমমান এর বোর্ড, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, GST ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে Input দেয়ার পর login এ ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে পরবর্তী ধাপে যাবে এবং একটি Payment ID প্রদর্শিত হবে। একজন আবেদনকারী নিজেকে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য মনে করলে সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, ফিল্ম এন্ড টেলিভিশন-এই ৪টি বিভাগেই আলাদাভাবে আবেদন করতে পারবে। প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং মৌখিক) অংশগ্রহণ করার জন্য (যোগ্য আবেদনকারীকে) ভর্তি পরীক্ষা ফি বাবদ bKash অথবা SureCash অথবা Rocket অথবা Nagad মোবাইল ব্যাংকিং অথবা Teletalk এর মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিতে হবে।
ভর্তির জন্য আবেদন ফি-জমা দেয়ার পদ্ধতি :
(ক) JnU Admission System হতে প্রদানকৃত Application ID Number ব্যবহার করে bKash অথবা SureCash অথবা Rocket অথবা Nagad মোবাইল ব্যাংকিং অথবা Teletalk এর যে কোন একটি মাধ্যমে ভর্তি জন্য আবেদন ফি জমা দেয়া যাবে।
(খ) ভর্তি জন্য আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি :
bKash এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি | Sure Cash-এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি |
বিকাশ একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে আবেদন ফি জমা দেয়ার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে: (i) প্রথমে বিকাশ অ্যাপস-এ লগইন করতে হবে। (ii) পেমেন্ট বাটন-এ ক্লিক করতে হবে। (iii) মার্চেন্ট এর নাম্বার বা নাম এর স্থানে 01994555666 লিখে Next Button (Arrow) -এ ক্লিক করতে হবে। (iv) অ্যামাউন্ট এর স্থানে 606 টাকা লিখে Next Button (Arrow)-এ ক্লিক করতে হবে। (v) রেফারেন্স – Payment Id লিখতে হবে এবং PIN Number দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। (vi) বিকাশ থেকে প্রাপ্ত মেসেজ এর Trans ID এবং যে নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে তা দিয়ে Payment Verify করতে হবে। | রূপালী ব্যাংক SureCash একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে আবেদন ফি জমা দেয়ার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে: (i) শিওরক্যাশ অ্যাপে লগিইন করে “Payment” Option-এ ক্লিক করতে হবে। (ii) Payee Account or Keyword or প্রাপক “JNU” লিখে Next-এ ক্লিক করতে হবে। (iii) Student Id – Payment Id fac Next Button-4 ক্লিক করতে হবে। (iv) Screen-এ name এবং amount দেখা যাবে। ঠিক থাকলে “Next” Button এ Click করতে হবে। (v) Payment complete হলে payment status “PAID” হবে। |
bKash এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি | Nagad-এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি |
Rocket একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে আবেদন ফি জমা দেয়ার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে: ১। রকেটের অ্যাপ লগইন করে “Bill Pay” Button-এ ক্লিক করতে হবে। ২| Biller Id “8899” লিখে Jagannath University Link-এ ক্লিক করতে হবে। ৩। Student Id বক্স-এ Payment Id লিখে VALIDATE Button-এ ক্লিক করতে হবে। 8 | Screen-এ Name এবং Amount দেখা যাবে। ঠিক থাকলে “Yes” Button এ Click করতে হবে। & Payment complete payment status “PAID” হবে। | Nagad একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে আবেদন ফি জমা দেয়ার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে: (i) নগদ অ্যাপ লগিইন করে “Bill Pay” Button-এ ক্লিক করতে হবে। (ii) Biller “1158” fac Jagannath University Link এ ক্লিক করতে হবে। (iii) Student Id – Payment Id facer Next Button এ ক্লিক করতে হবে। (iv) Screen-এ name এবং amount দেখা যাবে। ঠিক থাকলে “Next” Button-4 Click 3641 (v) Payment complete payment status “PAID” হবে। |
Teletalk-এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি |
JnU Application Fee Submission Procedure Through Teletalk Prepaid Mobile Number Applicatio9n Fee with service charge: 109 tk 1st SMS: JNU PAYMENT ID & send to 16222 Example: JNU XXXXXX & send to 16222 Reply: [8:47 am, 20/11/2021] Md. Shohanur Rahman: hank you. Your application has been received. JNUYESXXXXXXXX Contact_mobile_no and Your PIN is XXXXXXXX. tk. XXX will be charged as JNU application fee. To pay fee, type JNUYESXXXXXXXX Contact_mobile_no send to 16222. App. id (XXXXXX). 2nd SMS: JNU YES PIN Contact_mobile_no (any mobile operator) & send to 16222 Example: JNU YES XXXXXXXX 01 Reply: NAME! Payment completed for Payment ID. XXXXXX. Please keep this msg for future reference. For further query, pls visit http://www.jnu.ac.bd Money Receipt (XSBFNTEP). |