হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) তে ভর্তি শুরু ৫ ডিসেম্বর এবং শেষ হবে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট।

Hajee Mohammad Danesh Science and Technology University (HSTU) Admission Circular 2021

 প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩ টি ডিগ্রির জন্য ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করতে পারবে।.

১। আবেদনের তারিখ ও সময়সীমা আগ্রহী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://hstu.ac.bd/admission) প্রবেশ করে আগামী ০৫/১২/২০২১ তারিখ সকাল ১০.০ টা থেকে ১৫/১২/২০২১ তারিখ রাত ১১.৫৯ টার মধ্যে আবেদন করতে বলা হলো।

২। আবেদনের যােগ্যতা

২.১। ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের ২০১৯/২০২০ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ ৫.০ স্কেলে প্রতিটিতে ইউনিট A (বিজ্ঞান শাখা) এর জন্য ন্যূনতম ৩.৫০ সহ মােট ৮.০০ জিপিএ, ইউনিট B (মানবিক শাখা) এবং ইউনিট (বাণিজ্য শাখা) এর জন্য ন্যূনতম ৩.২৫ সহ মােট ৭.০০ জিপিএ থাকতে হবে।

২.২। ০-Level এবং A-Level শিক্ষার্থীদের জন্য 0-Level দের ক্ষেত্রে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং A-Level ক্ষেত্রে পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

২.৩। GST গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত A, B এবং Cইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম ৩৫ নম্বর এবং কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।

৩। আসন সংখ্যাঃ নিম্নে দ্রষ্টব্য

৪. ভর্তি শর্তাবলীঃ

৪.১. GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় A ইউনিট এর পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদভুক্ত সাবজেক্ট সমূহের জন্য বিবেচিত হবে।

 ৪.২. GST গুচছ ভর্তি পরীক্ষায় B ও C অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ বিজনেজ স্টাডিজ অনুষদ এবং সসাস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদভুক্ত ডিগ্রি 

সমূহে ভর্তির জন্য বিবেচিত হবে।

৪.৩, শুধুমাত্র ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ৫০ নম্বর এর পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

৫. আবেদন প্রক্রিয়া 

৫.১. GST গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহনকারী মেধা স্কোর অর্জনকারী শিক্ষার্থীরা ৩টি ইউনিট এর জন্য আলাদা আলাদা ভাবে অনলাইনে আবেদন করতে হবে। 

৫.২. শিক্ষার্থীদেরকে সকল তথ্যাদি বিশেষ করে ইউনিট ভিত্তিক ভর্তিচ্ছু বিষয়ে/ডিগ্রিসমূহের পছন্দক্রম ও কোটা প্রযােজ্য হলে তা যথাযথভাবে পূরণ করতে 

৬. আবেদন ফি প্রদান প্রক্রিয়াঃ

৬.১. প্রতিটি ইউনিটের জন্য মােবাইল ব্যাংকিং সিস্টেম নগদ ও রকেট এর মাধ্যমে আবেদন ফি বাবদ ৬০/– (ছয়শত টাকা) + সান্সি চার্জ জমা দিতে হবে। অনলাইনে ফি প্রদান সংক্রান্ত বিজ্ঞরিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission/payment) পাওয়া যাবে। 

৬.২. Payment সম্পন্ন হওয়ার পর যে মােবাইল নম্বর হতে টাকা পাঠানাে হয়েছে সেটিতে একটি ফিরতি SMS আসবে, যার মধ্যে Transaction ID. উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা Payment সংক্রান্ত কোন সমস্যা হলে তা সমাধানের জন্য Transaction ID উল্লেখ করে admission_2021@hstu.ac.bd ইমেইল এ যােগাযােগ করতে হবে। 

৭. ভর্তি প্রক্রিয়াঃ

৭.১. আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে হতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ GST গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষের (১০০ নম্বর এর মধ্যে) এবং ssc (১০ নম্বর) এবং HSC (১০ নম্বর) এর GPA বিবেচনা করে সর্বমােট ১২০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ধারণ করবে এবং শিক্ষার্থীদের পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোট বিবেচনা করে ডিগ্রি ভিত্তিক একটি মেধা তালিকা এবং একটি অপেক্ষামান তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে। 

৭.২. নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তিও তারিখ এবং ভর্তি ফি ফলাফল প্রকাশের সময় নির্ধারিত সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানাে হবে। মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন না হলে অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের আহবান করা হবে। 

৮। ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল/মিথ্যা তথ্য ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

আসন সংখ্যাঃ

৩.১। বিভিন্ন অনুষদের ডিগ্রিসমূহের জন্য মেধা ও কোটা ভিত্তিক আসন সংখ্যাঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় ১জন এবং বিকেএসপি ছাত্র-ছাত্রীদের জন্য ৫টি আসন থাকবে। কোটা যোগ্য ছাত্র-ছাত্রী পাওয়া না গেলে, মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এছাড়াও উপরোক্ত ছাত্র-ছাত্রী সংখ্যার অতিরিক্ত হিসেবে বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য সর্বোচ্চ ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

৩.২. বিজনেস স্টাডিজ অনুষদ এবং সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যুনিটিস অনুষদভুক্ত ডিগ্রি সমূহের জন্য বিজ্ঞান (A) মানবিক (B) এবং বাণিজ্য (C) শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যাঃ

ডিগ্রিআসন সংখ্যা (বাণিজ্য+বিজ্ঞান/মানবিক)ডিগ্রিআসন সংখ্যা (মানবিক+ বিজ্ঞান/ বাণিজ্য)
BBA in Accounting and Information Systems 30+20 B.A. (Hons) in English 40+40
BBA in Management30+20B.S.S. (Hons) in Sociology40+40
BBA in Marketing30+20B.S.S. (Hons) in Economics27+53
BBA in Finance 30+20 B.S.S. (Hons) in Development Studies14+26