এবার গুচ্ছের ক-ইউনিটের ফল পুনর্নিরীক্ষার সুযোগ থাকবে
আগামী ২০ আগস্ট গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। নির্ধারিত ফি জমা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রকাশিত ফলাফলে দেখা যায় ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছে। এসব কারণগুলোর মধ্যে: বহিষ্কার হয়েছেন ৩ জন, রোল Error এর কারণে ২৯ জন এবং সেট অথবা সাবজেক্ট কোড Error এর কারণে ১ হাজার ৫১৯ জনের খাতা বাতিল করা হয়েছে।
প্রকাশিত ফলোফলে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষার সুযোগ থাকছে।
এ প্রসঙ্গে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা নির্ভুলভাবে ফল তৈরি করেছি। যদি কারো ফল নিয়ে অসন্তোষ থাকে তাহলে তিনি ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। ফল পুনর্নিরীক্ষার পরও যদি তিনি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা তার OMR শিট তাকে দেখানো হবে।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, চলতি বছর ক ইউনিউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। অকৃতকার্য ৬৬ হাজার ৭১১ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৩ জন।
GST Result revision