Search
Close this search box.

GST গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা 2021-22

GST Admission Test Circular and Application Procedure 2021-22

ভর্তি নির্দেশিকা

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত 

শিক্ষাবর্ষ : ২০২১-২০২২

বিশেষ বিজ্ঞপ্তি: শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সুযােগ পাবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে GST গুচছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রার্থী তার পছন্দ মােতাবেক আবেদন করতে পারবে। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের যােগ্যতা অনুসারে প্রার্থী আবেদন করবে। প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি/সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মােতাবেক একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

পরীক্ষার সময়সূচী:

তারিখ ও সময়৩০/০৭/২০২২১৩/০৮/২০২২২০/০৮/২০২২
দুপুর ১২.০০ হতে দুপুর ০১.০০ পর্যন্তইউনিট – A (বিজ্ঞান)ইউনিট – B (মানবিক)ইউনিট – C (বাণিজ্য)
সময়সূচী

ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ :

আবেদনের সময়সূচী১৫-০৬-২০২২ তারিখ (বুধবার) দুপুর ১২.০০ টা হতে ২৫-০৬-২০২২ তারিখ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবদেনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।
ভর্তি পরীক্ষার কেন্দ্রভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন করা যাবে না।

পরীক্ষার বিষয়সমূহ, মানবন্টন ও সিলেবাস

প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিটে ১ ঘণ্টায় ১০০ নম্বরের MCQ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোন ইউনিট (A/B/C)-এর পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড, বাংলাদেশ কর্তৃক এইচএসসি পরীক্ষা ২০২১-এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও মানবন্টন নিম্নে প্রদত্ত হলাে : 

আবেদনের যোগ্যতা :

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি/সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে এইচএসসি (ভােকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমােদনক্রমে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যােগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-A, ইউনিট-B ও ইউনিট-C-এ আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক প্রাথমিক আবেদনের যােগ্যতা নিম্নরূপ : 

ইউনিট-A: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ সর্বমােট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) এবং ভােকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে। 

ইউনিট-B: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয়পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০সহ সর্বমােট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে। 

ইউনিট-C: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০সহ সর্বমােট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে। 

জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে সরাসরি আবেদনের মাধ্যমে সমমান ও যােগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমােদনক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।সমমান নির্ধারণের লক্ষ্যে সরাসরি রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-এ যােগাযােগ করতে হবে। 

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষায়িত বিভিন্ন বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, ফিল্ম এন্ড মিডিয়া, ফোকলাের, স্পাের্টস ও আর্কিটেকচার প্রভৃতি) শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর স্ব স্ব বিশ্ববিদ্যালয় তাদের শর্ত মােতাবেক পৃথক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। শুধুমাত্র GST গুচ্ছের (A, B ও C ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উক্ত বিশেষায়িত বিভাগ সমূহে আবেদন করতে পারবে।

আবেদন কারর পদ্ধতি GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) – এ পাওয়া যাবে।

পরীক্ষার ফলাফল :

প্রতিটি ইউনিটের ফলাফল GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাত্র GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যােগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে“GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২১-২০২২)”-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

GST (General, Science & Technology)গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম :

  • ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  • ২. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • ৩.শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
  • ৪. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
  • ৫.হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
  • ৬. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  • ৭.পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  • ৮. নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নােয়াখালী
  • ৯.কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
  • ১০.জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  • ১১.যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের
  • ১২. বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ১৩. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  • ১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গােপালগঞ্জ
  • ১৫.বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  • ১৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  • ১৭. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
  • ১৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, গাজীপুর
  • ১৯.শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  • ২০.বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
  • ২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  • ২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।

পরীক্ষার কেন্দ্রসমূহ :

পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন করা যাবে না। 

  • ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  • ২. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • ৩, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
  • ৪, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
  • ৫. হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
  • ৬. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  • ৭. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  • ৮. নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নােয়াখালী
  • ৯, কুমিল্লা বিশ্বদ্যিালয়, কুমিল্লা
  • ১০. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  • ১১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  • ১২. বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ১৩, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের
  • ১৪, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গােপালগঞ্জ
  • ১৫, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  • ১৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  • ১৭, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
  • ১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, গাজীপুর
  • ১৯, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।
How many Universities are added on GST Admission

There are 22 General and Science Technology are added on GST Admission

Which 2 Universities are added recently?

1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
2. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন শেষ কত তারিখ?

আবেদনের সময়সূচী
১৫-০৬-২০২২ তারিখ (বুধবার) দুপুর ১২.০০ টা হতে ২৫-০৬-২০২২ তারিখ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

GST A Unit Admission Date ?

30 July 2022,
12.00 PM to 01.00 PM

GST B Unit Admission Date ?

13 August 2022,
12.00 PM to 01.00 PM

GST C Unit Admission Date ?

20 August 2022,
12.00 PM to 01.00 PM

Join Our Facebook Group
Join Our Facebook Group – StudyZone BD

GST Universities List

 Jagannath University
 Islamic University
 Khulna University
 Comilla University
 Jatiya Kabi Kazi Nazrul Islam University
 Begum Rokeya University, Rangpur
 University of Barisal
 Rabindra University, Bangladesh
 Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh
 Sheikh Hasina University
 Shahjalal University of Science & Technology
 Hajee Mohammad Danesh Science & Technology University
 Mawlana Bhashani Science & Technology University
 Noakhali Science & Technology University
 Jashore University of Science and Technology
 Pabna University of Science and Technology
 Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
 Rangamati Science and Technology University
 Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University
 Patuakhali Science And Technology University
 Bangabandhu Sheikh Mujibur Rahman University
 Chandpur Science and Technology University