Search
Close this search box.

গুচ্ছে (GST) চান্স পেতে মানবিক শাখার শিক্ষার্থীদের পড়াশুনা

গুচ্ছে (GST) চান্স পেতে মানবিক শাখার শিক্ষার্থীদের পড়াশুনা

মানবণ্টন: গুচ্ছে মানবিকে বাংলা ৩৫ নম্বর, ইংরেজি ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান-এ (জিকে) ৩০ নম্বরের প্রশ্ন থাকবে।

কি কি পড়তে হবে?:

  • বাংলা ১ম পত্র: ১০টি প্রশ্ন আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, সুকান্ত, জসিমউদদীন, বেগম রোকেয়া, শেখ মুজিব এসব লেখক সব পড়বে। এছাড়া বাংলা মেইন বই হতে গদ্য-পদ্য দুইবার রিডিং পড়তে হবে।
  • বাংলা ২য় পত্র: ২৫টির মত প্রশ্ন আসবে। পদ, শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ভাষা, ব্যাকরণ এর আলোচ্য বিষয়, সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, কারক হতে প্রায় ২০টি প্রশ্ন আসবে।
  • ইংরেজি ১ম পত্র: ৪/৬টি প্রশ্ন আসবে। আবেগে টেক্সট বুক গাদা গাদা পড়ে মাথা নষ্ট না করা উত্তম।
  • ইংরেজি ২য় পত্র: Tense, noun, pronoun, adjective, verb, voice, narration, right form of verbs, subject verb agreement, vocabulary, preposition, clause, idiom phrase, determiner, correction এসব প্রতিটি টপিকস্ হতে কমন আসবে বলে আশা করা যায়।
  • সাধারণ জ্ঞান: জিকের জন্য মুক্তিযুদ্ধ, মুজিব, সংবিধান, কৃষি, সম্পদ, সংস্থা, উপজাতি, সদর দপ্তর, জনপদ, মহাদেশ বেশি ইম্পরট্যান্ট।

উপরের টপিকসগুলো পড়ো। নিজের উপর ভরসা রাখো। সংক্ষিপ্ত সিলেবাস হতে ৮০% প্রশ্ন আসবে।

studyzonebd.com
Join Our Facebook Group
Join Our Facebook Group – StudyZone BD