Dhaka University of Engineering & Technology (DUET) Admission Circular and Syllabus
আবেদনপত্র গ্রহণ, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচী
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ সম্ভাব্য ১০/০৯/২০২২ ও ১১/০৯/২০২২ এবং সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিঃ দ্রঃ প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা একত্রে একটানা অনুষ্ঠিত হইবে। সময়সূচির কোন পরিবর্তন হইলে তাহা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হইবে।
ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণার সম্ভাব্য তারিখঃ ২৬/০৯/২০২২ ইং
ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর–এ বিভিন্ন অনুষদের বিভাগ সমূহে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হইবে। এই নিমিত্তে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে নগদ / DBBL মোবাইল ব্যাংকিং এবং অনলাইন এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাইতেছে।ভর্তি বিষয়ক তথ্যাবলী http://admission.duetbd.org এ পাওয়া যাইবে।
ভর্তি পরীক্ষার ফি বাবদ ১১৮০/- (এক হাজার একশত আশি) টাকা নগদ / DBBL মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করিতে যাবে।
প্রার্থীর সাধারণ যোগ্যতাঃ
- প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে।
- প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর ক্ষেলে কমপক্ষে GPA ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পাইয়া উত্তীর্ণ হইতে হইবে।
- প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার এ গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর জ্বেলে কমপক্ষে CGPA 3.00 পাইয়া উত্তীর্ণ হইতে হইবে।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২০ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে। তবে সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হইবে না।
- ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ প্রসপেক্টাস এর ৪ (ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগ সমূহে ভর্তির জন্য আবেদন করা যাইবে
- একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথক ভাবে আবেদন করিতে হইবে। তবে আবেদনকারী প্রসপেক্টাস এর ৬-এর উল্লেখিত সময়সূচী অনুযায়ী একই সময়ে অনুষ্ঠিত বিভাগসমূহের যে কোন ১টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইবে।
- চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
- বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন। করিতে হইবে। উল্লেখ্য, অনলাইনে ভর্তির প্রক্রিয়া বিদেশী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নহে। তবে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত। তথ্য http://www.duet.ac.bd হতে সংগ্রহ করা যাইবে।
অনলাইন নির্দেশনা এবং নগদ / DBBL এ ভর্তি ফি প্রদানের মাধ্যমে প্রার্থীগণ ৩১/০৭/২০২২ খ্রি: রবিবার সকাল ১০:০০ ঘটিকা হইতে ২৫/০৮/২০১২ খ্রি: বৃহস্পতিবার বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করিতে পারিবে।
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বিভাজন
- প্রথম পত্র: রসায়ন ৪০, পদার্থ বিজ্ঞান ৪০, গণিত ৪০, ইংরেজি ৩০।
- দ্বিতীয় পত্র: টেকনিক্যাল বিষয় ১৫০।
- মোট ৩০০ নম্বর।
নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করিয়া লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইবে। সকল বিষয়ে মোট নম্বরের ২০%-২৫% MCQ থাকিবে।