Dhaka University of Engineering & Technology (DUET) Admission Circular and Syllabus

আবেদনপত্র গ্রহণ, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচী

আবেদন কার্যক্রমতারিখসময়
আবেদন শুরু৩১/০৭/২০২২সকাল ১০.০০ ঘটিকা
আবেদন শেষ২৫/০৮/২০২২বিকাল ৪.০০ ঘটিকা
প্রবেশপত্র ডাইনলোড৩১/০৭/২০২২ থেকে ০৯/০৯/২০২২শেষ তারিখে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত
যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ৩১/০৮/২০২২বিকাল ৪.০০ ঘটিকা

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ সম্ভাব্য ১০/০৯/২০২২ ও ১১/০৯/২০২২ এবং সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিঃ দ্রঃ প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা একত্রে একটানা অনুষ্ঠিত হইবে। সময়সূচির কোন পরিবর্তন হইলে তাহা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হইবে।

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণার সম্ভাব্য তারিখঃ ২৬/০৯/২০২২ ইং

ভর্তি বিজ্ঞপ্তি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর–এ বিভিন্ন অনুষদের বিভাগ সমূহে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হইবে। এই নিমিত্তে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে নগদ / DBBL মোবাইল ব্যাংকিং এবং অনলাইন এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাইতেছে।ভর্তি বিষয়ক তথ্যাবলী http://admission.duetbd.org এ পাওয়া যাইবে।

ভর্তি পরীক্ষার ফি বাবদ ১১৮০/- (এক হাজার একশত আশি) টাকা নগদ / DBBL মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করিতে যাবে।

প্রার্থীর সাধারণ যোগ্যতাঃ

  1. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে।
  2. প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর ক্ষেলে কমপক্ষে GPA ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পাইয়া উত্তীর্ণ হইতে হইবে।
  3. প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার এ গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর জ্বেলে কমপক্ষে CGPA 3.00 পাইয়া উত্তীর্ণ হইতে হইবে।
  4. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২০ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে। তবে সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হইবে না।
  5. ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ প্রসপেক্টাস এর ৪ (ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগ সমূহে ভর্তির জন্য আবেদন করা যাইবে
  6. একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথক ভাবে আবেদন করিতে হইবে। তবে আবেদনকারী প্রসপেক্টাস এর ৬-এর উল্লেখিত সময়সূচী অনুযায়ী একই সময়ে অনুষ্ঠিত বিভাগসমূহের যে কোন ১টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইবে।
  7. চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
  8. বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন। করিতে হইবে। উল্লেখ্য, অনলাইনে ভর্তির প্রক্রিয়া বিদেশী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নহে। তবে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত। তথ্য http://www.duet.ac.bd হতে সংগ্রহ করা যাইবে।

অনলাইন নির্দেশনা এবং নগদ / DBBL এ ভর্তি ফি প্রদানের মাধ্যমে প্রার্থীগণ ৩১/০৭/২০২২ খ্রি: রবিবার সকাল ১০:০০ ঘটিকা হইতে ২৫/০৮/২০১২ খ্রি: বৃহস্পতিবার বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করিতে পারিবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বিভাজন

  • প্রথম পত্র: রসায়ন ৪০, পদার্থ বিজ্ঞান ৪০, গণিত ৪০, ইংরেজি ৩০।
  • দ্বিতীয় পত্র: টেকনিক্যাল বিষয় ১৫০।
  • মোট ৩০০ নম্বর।

নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করিয়া লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইবে। সকল বিষয়ে মোট নম্বরের ২০%-২৫% MCQ থাকিবে।

Syllabus