GST গুচ্ছতুক ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা www.couadmission.com লিংকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১। আবেদনের সময়সীমা: ২০/১১/২০২১খ্রি. নুপুর ১২:০০টা হতে ৩০/১১/২০২১খ্রি. রাত ১১:৫৯টা পর্যন্ত।
২। আবেদন করার সাধারণ যোগ্যতা ও শর্তাবলী
ক) প্রার্থীকে বাংলাদেশের সাধারন নাগরিক হতে হবে।
খ) GST ভর্তি পরীক্ষা ২০২০-এর A ইউনিট -এর ফলাফল প্রাপ্তরা A ইউনিট, B ইউনিট ও C ইউনিট –এর তিনটিতেই আবেদন করতে পারবেন, B ইউনিট -এর B ইউনিট ও C ইউনিট-এ আবেদন করতে পারবেন এবং C ইউনিট-এর ফলাফল প্রাপ্তরা C ইউনিট ও B ইউনিট-এ আবেদন করতে পারবেন।
গ) মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঘ) সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা তৈরী করা হবে। তন্মধ্যে GST শুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা থেকে ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ১০০ নম্বর (এক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৫০% এবং এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৫০% গণনা করা হবে)।
৩। আবেদন করার নিয়মাবলী-
- নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদনকারী তার GST রোল নম্বর এবং GST-তে প্রদত্ত মোবাইল নম্বরটি দিয়ে লগইন করতে হবে। উক্ত মোবাইল ফোন নম্বরে পরবর্তীতে শিক্ষার্থীর সাথে
৪। আবেদন ফি
- আবেদন ফি ৬০০/- টাকা+ সার্ভিস চার্জ। একজন শিক্ষার্থী-কে সকল ইউনিটে আবেদন করার জন্য একবারই ফি প্রদান করতে হবে।
- মোবাইল ব্যাংকিং (bkash/Rocket/ Nagad) অথবা কার্ড সিস্টেম (ভিসা কার্ড/Q-Cash/fast cash) অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে।
৫। নম্বর বন্টন ও মেধা তালিকা:
- GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি/সমমান থেকে ১০ নম্বর ও এইচএসসি/সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৬। বিষয়ভিত্তিক ভর্তির যোগ্যতাঃ
- A ইউনিট-এর বিষয়সমূহের মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচ.এস.সি পর্যায়ে গনিত থাকতে হবে।
- রসায়নে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গনিতে জিপিএ কমপক্ষে ২.৫০ থাকতে হবে।
- ফার্মেসীতে ভর্তিচ্ছুদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩.০০ ও গণিতে জিপিএ ২.০০ থাকতে হবে।
- অর্থনীতিতে ভর্তিচ্ছুদের উচ্চমাধ্যমিক পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোন একটি থাকতে হবে।
- ইংরেজি ও আইন বিভাগে ভর্তিচ্ছুদের GST গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে।
- বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে গনিত থাকতে হবে।
৭। ভর্তি প্রক্রিয়াঃ
- সাক্ষাৎকারের সময় কৃতকার্য ছাত্র-ছাত্রীদেরকে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে একটি ‘Choice Form’ দেওয়া হবে। যথাযথভাবে ‘Choice Form’ পূরণ করে স্ব স্ব ইউনিট প্রধানের অফিসে জমা দিতে হবে। পরবর্তীতে মেধাক্রম অনুসারে Choice-এর ভিত্তিতে বিষয় নির্ধারণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফরমের সাথে মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল গ্রেডসীট, রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি এবং কোটার ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র সত্যায়িত করে ভর্তি ফরমের সঙ্গে যুক্ত করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। বিভাগ কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাছাই সম্পন্ন করে ভর্তির জন্য পে-ইন-স্লিপ (ব্যাংক রশিদ) প্রদান করা হবে। পে-ইন-স্লিপ-এ উল্লেখিত টাকা নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে উক্ত পে-ইন-স্লিপ-এর অংশবিশেষ সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। অন্যথায় তাঁর ভর্তির মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরিচয় পত্র একাডেমিক শাখা থেকে পরবর্তীতে প্রদান করা হবে।
৮। মাইগ্রেশন প্রক্রিয়াঃ
- মেধা তালিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির পর বিভিন্ন বিভাগের শূণ্য আসনগুলো (যদি থাকে), ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের চাহিদা মোতাবেক দাখিলকৃত ‘Choice Form’-এর পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে।