Course Content
Physics MCQ Model Test for HSC Examination
    About Lesson

    3

    অধ্যায় ১০ - আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ত্ব

    1 / 40

    Bernoulli-র সূত্র হচ্ছে-

    2 / 40

    গড় বর্গবেগের বর্গমূল , গড় বেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগের মধ্যে নিম্নের কোন সম্পর্ক বিদ্যমান ?

    3 / 40

    200 C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm m-3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm m-3 হলে আপেক্ষিক আদ্রতা কত ?

    4 / 40

    গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে-

    5 / 40

    গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোন আন্তঃআণবিক বল নেই। সুতরাং অণুগুলোর-

    6 / 40

    নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প চাপের মধ্যে কোনটি সর্বোচ্চ-

    7 / 40

    আপেক্ষিক আদ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?

    8 / 40

    একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা 5 হলে শক্তির বিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত?

    9 / 40

    কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে না?

    10 / 40

    20 লিটার ধারণ ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দ্বারা পূর্ণ।হাইড্রোজেন গ্যাস অণুর মোট গতিশক্তি 1.5 x 105 J।সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের চাপ হলো-

    11 / 40

    S.T.P তে 2 mol আদর্শ গ্যাসের গতিশক্তি কত?

    12 / 40

    একটি পাত্রে 00 C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। কত তাপমাত্রায় গ্যাসের চাপ 00 C তাপমাত্রার চাপের এক-তৃতীয়াংশ হবে?

    13 / 40

    270 C তাপমাত্রার প্রতি মৌল হিলিয়ামের K.E কত?

    14 / 40

    পানির ত্রৈধ বিন্দুর চাপ কত?

    15 / 40

    নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি প্রয়োজন?

    16 / 40

    দ্বি-পারমাণবিক গ্যাসে কোন অণুর স্বাধীনতা মাত্রা কয়টি?

    17 / 40

    একটি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV=nRT , এখানে n কি ?

    18 / 40

    S.T.P তে সকল গ্যাসের মোলার আয়তন-

    19 / 40

    একই তাপমাত্রায় রংপুর অপেক্ষা টেকনাফ অস্বস্তিকর কেন?

    20 / 40

    ”একটি নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে উহার আয়তন চাপের ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়”- সূত্রটি কার?

    21 / 40

    পরপর ধাক্কাগুলোর ভিতর একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয়-

    22 / 40

    উষ্ণতা বাড়ার সাথে সাথে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা-

    23 / 40

    আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে-

    24 / 40

    কোন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অনুগুলির গড় বর্গবেগ-

    25 / 40

    কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে পৃথিবীতে নেমে আসে?

    26 / 40

    পরম শূন্য তাপমাত্রা সমান কত?

    27 / 40

    শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক দিকনির্দেশ করলে-

    28 / 40

    গড় মুক্ত পথে গ্যাসের ঘনত্ব এর-

    29 / 40

    স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্ত পথ প্রায়-

    30 / 40

    পানির ঘনত্ব সবচেয়ে বেশি-

    31 / 40

    এক বায়ুমন্ডলীয় চাপের সমান হল-

    32 / 40

    একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 300 C থেকে 1000 C করা হলে চাপ কত শতাংশ বেড়ে যাবে?

    33 / 40

    কোন বায়োবীয় পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রা অপেক্ষা কম হলে তাকে কি বলে?

    34 / 40

    একটি আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা-

    35 / 40

    স্বাভাবিক তাপমাত্রা ও চাপের কোন গ্যাসকে চাপ প্রয়োগ করায় আয়তন অর্ধেক হয়ে গেল। চূড়ান্ত চাপ কত?

    36 / 40

    S.I এককে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান হল-

    37 / 40

    শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি?

    38 / 40

    গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী?

    39 / 40

    দ্বি-পারমাণবিক গ্যাসে কোন অণুর স্বাধীনতা মাত্রা কয়টি?

    40 / 40

    কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কে কি বুঝায়?

    Your score is

    The average score is 28%

    0%