Model Test for Medical Preparation – Free

0 votes, 0 avg
8

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

তেজস্ক্রিয় বর্জ্যের একটি নমুনার অর্ধায়ু 60 বছর , বর্জ্যের তেজস্ক্রিয়তা তার বর্তমান মানের 12.5 % হতে হলে কত সময় লাগবে?

2 / 50

সিলিকন অর্ধপরিবাহীকে P-টাইপ করার জন্য যে অপদ্রব্য ব্যবহার করা হয়-

3 / 50

একটি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর-

4 / 50

আদর্শ কৃষ্ণবস্তু আপতিত বিকীর্ণ তাপের সবটুকুই-

5 / 50

আধানের তলমাত্রিক ঘনত্বের একক-

6 / 50

মুখ্য তরঙ্গের তরঙ্গমুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস- এটি কার নীতি হিসেবে পরিচিত?

7 / 50

নিচের কোনটির পোলারায়ন সম্ভব নয়?

8 / 50

ভর ত্রুটি বলতে বোঝানো হয়-

9 / 50

নিচের কোনটির কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান?

10 / 50

একটি আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা-

11 / 50

নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উল্লেখ করতে কি প্রয়োজন?

12 / 50

তিনটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 Ω , 2Ω এবং 3Ω পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের মান কত?

13 / 50

পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়?

14 / 50

একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.003m । অসহ পীড়ন 3.267 x105 N/m হলে অসহ ভার কত?

15 / 50

একটি পারে 0.01 দৈর্ঘ্য বিকৃতির পার্শ্ব বিকৃতি 0.0024 হলে তারের উপাদানের অনুপাত কত?

16 / 50

দ্বি-পরমাণুক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত?

17 / 50

কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের ভেদন ক্ষমতা সর্বাধিক?

18 / 50

নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতার ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়?

19 / 50

তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?

20 / 50

নদীর পানির চেয়ে সমুদ্রের পানির প্লবতা বেশি কেন?

21 / 50

অভিকর্ষজ ত্বরণ 9,8 ms-2 হলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করো-

যদি \overrightarrow{P} = 2\widehat{i}+4\widehat{j}-5\widehat{k} এবং \overrightarrow{Q} = \widehat{i}+2\widehat{j}+3\widehat{k} হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

22 / 50

যদি P = 2i+4j-5k এবং Q = i+2j+3k হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

23 / 50

তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হবে?

24 / 50

মৌলিক বর্ণ কয়টি?

25 / 50

10Ω তোদের একটি তারকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যাতে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়। পরিশেষে রোধ কত হবে?

26 / 50

মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায় কতগুণ তীব্র?

27 / 50

2, 7, 10, 5 সংখ্যাগুলাের মধ্যমা কোনটি? [JU-A: 17-18]

28 / 50

1 eV =?

29 / 50

ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণের মান কত?

30 / 50

সরল ছন্দিত একটি বস্তু কণার গতির সমীকরণ x=Asignωt উহার ত্বরণ কত?

ভেক্টর \overrightarrow{A},\overrightarrow{B},\overrightarrow{C} এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং \overrightarrow{A}+\overrightarrow{B}=\overrightarrow{C} | \overrightarrow{A}\overrightarrow{B} ভেক্টরদ্বয়ের মধ্যে মর্ধবর্তী কোণের মান কত?

31 / 50

ভেক্টর A, B ও C এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং A+B=C | A ও B ভেক্টরদ্বয়ের মধ্যে মর্ধবর্তী কোণের মান কত?

32 / 50

কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য-

33 / 50

বলের ঘাত বলতে কি বুঝায়?

34 / 50

একটি মেশিনের 200V এবং1kW লেখা আছে। ইউনিট বিদ্যুতের মূল্য 2 টাকা হলে এরকম 10 টি মেশিন 2 ঘন্টা চালালে কত খরচ হবে?

35 / 50

পরমাণু মোট সর্বদাই-

36 / 50

একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে হেড পাবার সম্ভাবনা
কত? [CU: 05-06, 09-10, 11-12;BRUR:17-18;MBSTU:16-17]

37 / 50

জার্মেনিয়াম এর সূচন ভোল্টেজের মান কত?

38 / 50

কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

39 / 50

একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে-

40 / 50

4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় ----। [15-16]

41 / 50

একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কনার সর্বোচ্চ বেগ 0.03 m/s এবং বিস্তার 0.006 m হলে, কণাটির কৌণিক বেগ কত?

42 / 50

অর্ধপরিবাহীর শক্তির ব্যবধান হলো প্রায়-

43 / 50

পারমাণবিক চুল্লিতে যে মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়-

44 / 50

Mean ray বলা হয় কোন বর্ণের রশ্মি কে?

45 / 50

একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চার গুণ করা হলে এর দোলনকাল কত হবে?

46 / 50

একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে। বালিকাটি উঠে দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন হবে?

47 / 50

একটি বৈদ্যুতিক বাল্বে 40 W -200V লেখা আছে । বাল্বের রোধ কত এবং এর মধ্য দিয়ে কি পরিমান বিদ্যুৎ প্রবাহ চলবে?

48 / 50

একটি বল 4 kg ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 ms-1 বেগে প্রাপ্ত হয়। বলের মান কত?

49 / 50

আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দানকারী বিজ্ঞানী-

50 / 50

একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক-

Your score is

The average score is 24%

0%

প্রত্যেক মডেল টেস্টে আলাদা প্রশ্ন পাবেন। যতবার ইচ্ছা প্রতি বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। .

  • ▣ Model Test গুলি দেওয়ার জন্য Start Learning / Enroll এ ক্লিক করতে হবে। Advertisement (বিজ্ঞাপন) আসলে বন্ধ করুন (Close) এ ক্লিক করতে হবে।
  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহল করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।