Course Content
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা)
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিরে জন্য নৈবেত্তিক পরীক্ষার কোর্স
0/50
Model Test For GST Admission (গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতি) – (A Unit)
About Lesson

গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

0%
258

Model Test

Subject- Physics, Chemistry, Math, Biology

1 / 60

রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজ এর জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয় ----

2 / 60

|x+1| <2 এবং |x -2|<3 হলে, সমাধান-

3 / 60

নিম্নোক্ত d-ব্লক মৌল সমূহের কোনটিতে 4s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে--

4 / 60

অম্ল -ক্ষার টাইট্রেশনে সমাপ্তি বিন্দুতে ফেনলফথ্যালিন এর বর্ণ পরিবর্তনের সীমা কত

5 / 60

ইনসুলিন কত ধরনের অ্যামাইনো এসিডের সমন্বয়ে গঠিত?

6 / 60

আলুর কোন রোগের জন্য আইরিশ দুর্ভিক্ষ হয়েছিল ?

7 / 60

কাঁচের উপর নকশা করার কাজে কি ব্যবহৃত হয়?

8 / 60

একটি সরলরেখা (3,5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সরলরেখারটির সমীকরণ কি-

9 / 60

কোন কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয়-

10 / 60

জেলাটিনেজ কোন ধরনের খাবার পরিপাকে সহায়তা করে ?

11 / 60

তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কোনটি?

12 / 60

রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে-

13 / 60

ইস্ট কোন শিল্পে ব্যবহৃত হয় ?

14 / 60

কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 cm এবং পরিমাপ্য মান 2,98 cm। গোলকটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত?

15 / 60

বাংলাদেশের প্রথম GM উদ্ভিদ কোনটি ?

16 / 60

পরমাণু মোট সর্বদাই-

17 / 60

জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি?

18 / 60

কোনটি ল্যাবরেটরীতে নিরাপত্তা সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়?

19 / 60

মধ্যকর্ণের অস্থির সংখ্যা কয়টি ?

20 / 60

তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক ওজন কত হওয়া প্রয়োজন?

21 / 60

আয়নিকরণ শক্তির ব্যতিক্রম কোনটি?

22 / 60

(1, 2) কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে। উক্ত বৃত্তটি y অক্ষকে কি
পরিমাণ ছেদ করে

23 / 60

নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদে থাকে না ?

24 / 60

প্রোটিন থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলে-

25 / 60

চতুস্তলকীয় হয়

26 / 60

ইলেকট্রনের এন্টি পার্টিকেল হলো -

27 / 60

r= 2a cosθ বৃত্তের কেন্দ্র কোনটি?

28 / 60

কোন কোষ থেকে এন্টারোক্রাইনিন হরমোন নিঃসৃত হয় -

29 / 60

অক্সালো এসিটিক এসিডের কার্বন সংখ্যা কত ?

30 / 60

অবতল দর্পণে লক্ষ্যবস্তু ফোকাসে থাকলে বিম্বের আকার হবে-

31 / 60

প্লাজমোডিয়াম গণভুক্ত কয়টি প্রজাতি মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে-

32 / 60

250 cm3 দ্রবণে 5.3 গ্রাম NaCO 3 দ্রবীভূত রয়েছে , ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে?

33 / 60

হাইড্রার যৌন-প্রজনন কোন ঋতুতে ঘটে ?

34 / 60

কোন ব্যাকটেরিয়া পাট পচাতে সাহায্যছাতে-

35 / 60

গ্লাইকোসাইডিক বন্ধন আছে-

36 / 60

এককের জটিল ঘনমূল x ও y হলে-

(i) x²=y
x²+y²=i²
(iii) x²y²=i4

37 / 60

ল্যাকটোজ হল এক প্রকার-

38 / 60

আলোর বিভিন্ন বর্ণের কারণ-

39 / 60

y2 = 2(x +3) পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি? [JKKNIU-B: 16-17]

40 / 60

খাড়া উপরের দিকে অভিকর্ষজ ত্বরণের মান কত?

41 / 60

সরাসরি প্রবাহের কম্পাঙ্ক কত?

42 / 60

ইন্টারফেরন কি ?

43 / 60

পরাগধানী কালচারের মাধ্যমে উৎপন্ন হয়?

44 / 60

মানব ভ্রূণের বয়স কত দিন শেষ হওয়ার পূর্বে আমরা সৃষ্টি হয়?

45 / 60

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

46 / 60

\sqrt[4]{1} এর মান কত?

47 / 60

যে চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়-

48 / 60

মানবদেহের জৈব রসায়নাগার কোনটি ?

49 / 60

2x3 – 3x + 5 = 0 এর মূলগুলাে α, β ও γহলে,Σαβ এর মান
কত?

50 / 60

কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ?

51 / 60

নিম্নের কোন অনু টি সরলরৈখিক?

52 / 60

নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য

53 / 60

নিউরনের কোষদেহ হতে বেশ লম্বা ও শাখাহীন তন্তুর নাম কি?

54 / 60

কোন গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী---

55 / 60

সাইন্যাপস এর মধ্যে রাসায়নিক প্রেরক হচ্ছে-

56 / 60

হাজার কোটি বছর পূর্বে ভাসমান ধূলিকণা একত্রিত হয়ে কিসের থেকে পৃথিবী সৃষ্টি?

57 / 60

একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত?

58 / 60

AB⇌A+ +B- আয়নিক গুণফল নিচের কোনটি------------

59 / 60

দাতার দেহ থেকে বৃক্ক কতক্ষনের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?

60 / 60

কোন অধিক্রমনএ σ এবং π দুই ধরনের বন্ধন গঠন হতে পারে-

Your score is

The average score is 23%

0%