Course Content
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা)
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা) GST Admission Model Test (Short Syllabus) – (A Unit)
0/5
GST Admission Model Test (Short Syllabus) – A Unit

0 votes, 0 avg
13

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

দ্বি-পরমাণুক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত?

2 / 50

একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হল -

3 / 50

স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে-

4 / 50

6, 5, 3, 2 সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান কত? [JU-A: 17-18]

5 / 50

গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে-

6 / 50

S.T.P তে 2 mol আদর্শ গ্যাসের গতিশক্তি কত?

7 / 50

সূর্যের আলোর তরঙ্গ কি ধরনের?

8 / 50

ব্যতিচার এক ধরনের-

9 / 50

সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে নির্ভর করে-

10 / 50

আলোর বেগ শূন্য মাধ্যমে c ।শূন্য মাধ্যমে দুটি ফোটন কণা বিপরীত দিক থেকে c বেগে ধাবমান হলে, একটি ফোটনের সাপেক্ষে অপর ফোটনটির বেগ কত?

11 / 50

চারটি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 Ω , 2Ω ,3Ω এবং4Ω পরস্পর শ্রেণি সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে?

12 / 50

ধারকত্বযুক্ত AC সার্কিটে প্রবাহ ও বিভবের দশা পার্থক্য কত?

13 / 50

শক্তির অপচয়ের ধারণা দেন কে?

14 / 50

একটি ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা 600K এবং নিম্ন তাপমাত্রা 500K । কর্মদক্ষতা কত?

15 / 50

একটি পারে 0.01 দৈর্ঘ্য বিকৃতির পার্শ্ব বিকৃতি 0.0024 হলে তারের উপাদানের অনুপাত কত?

16 / 50

একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের-

17 / 50

কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত-

18 / 50

রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি?

19 / 50

কম্পাঙ্ক (f) ও পর্যায়কাল(T) এর সম্পর্ক কোনটি?

20 / 50

একটি সীসার খন্ডে সুড়ঙ্গ করে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম রাখা হলে , সুরঙ্গপথে নির্গত তেজস্ক্রিয় রশ্মিটি?

21 / 50

পৃথিবীপৃষ্ঠের একটি সেকেন্ড দোলককে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত একটি মহাকাশযানে নেওয়া হলে , এর পর্যায়কাল হবে-

22 / 50

বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন গুলো?

23 / 50

সবুজ বস্তুকে হলুদ আলোয় রাখলে কেমন দেখাবে?

24 / 50

অর্ধপরিবাহীর শক্তির ব্যবধান হলো প্রায়-

25 / 50

বর্তনীতে একাধিক ধারককে শ্রেণিতে যুক্ত করলে তুল্য ধারকত্ব-

26 / 50

নিচের কোনটি সরল দোলকের ব্যবহার-

27 / 50

পৃথিবীর ব্যাসার্ধ 6400 km , পৃথিবীর পৃষ্ঠ হতে 6400 km উঁচুতে g এর মান কত হবে?

28 / 50

ভূপৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে?

29 / 50

দুটি উৎস হতে সমদশায় একই তরঙ্গদৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদের কি বলে?

30 / 50

কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

31 / 50

বিটা-ক্ষয় এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?

32 / 50

কোনটি কৌণিক সরণের একক নয়-

33 / 50

কোনটি তেজস্ক্রিয়তার একক-

34 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলাে। ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রার হেড পাওয়ার সম্ভাবনা নিম্নের কোনটি? [JKKNIU-B: 18-19;JU:18-19]

35 / 50

কোন ব্যবস্থা 1200J তাপ শোষণ করে এবং ব্যবস্থার উপর 400 J কাজ সম্পাদিত হয় । ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?

36 / 50

তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক ওজন কত হওয়া প্রয়োজন?

37 / 50

লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে-

38 / 50

গেট , উৎস এবং ড্রেন থাকে-

39 / 50

শক্তিশালী ফোটনের সাথে পদার্থের কণা ইলেকট্রনের সংঘর্ষের ফলে ইলেকট্রন কিছু গতি শক্তি প্রদান করে নিজে কিছু শক্তি হারাবে। এটাকে বলা হয়-

40 / 50

শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি?

41 / 50

9 Ω রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে তিনগুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ-

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। \bar{A}.\bar{B} কত?

42 / 50

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। ভেক্টর দুটির ডট গুণফল (A.B) কত?

43 / 50

পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে?

44 / 50

একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? [MBSTU: 14-15]

45 / 50

গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোন আন্তঃআণবিক বল নেই। সুতরাং অণুগুলোর-

46 / 50

একটি ছক্কা নিক্ষেপ করা হলে ছয় না উঠার সম্ভাবনা হবে- [IU: 10-11]

47 / 50

ইলেকট্রন ভোল্ট(eV) কিসের একক?

48 / 50

নিউট্রিনো ও বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে থাকে?

49 / 50

এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 3Å হলে এর কম্পাঙ্ক কত?

50 / 50

একটি ঘোড়া ভূমি বরাবর 60 N বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2m/s সমবেগে সরাতে পারে।3 min এ ঘোড়াটি কি পরিমান কাজ করবে?

Your score is

The average score is 25%

0%

 

  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।

GSTStand for General & Science Technology

গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য সব সাবজেক্ট (পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান) এর উপর মডেল টেস্ট সংবলিত সম্পূর্ণ ফ্রী কোর্স।