Course Content
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা)
MCQ TEST (নৈবেত্তিক পরীক্ষা) GST Admission Model Test (Short Syllabus) – (A Unit)
0/5
GST Admission Model Test (Short Syllabus) – A Unit
About Lesson

0 votes, 0 avg
41

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

আপেক্ষিক আদ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?

2 / 50

স্বাভাবিক তাপমাত্রা ও চাপের কোন গ্যাসকে চাপ প্রয়োগ করায় আয়তন অর্ধেক হয়ে গেল। চূড়ান্ত চাপ কত?

3 / 50

হাইড্রোজেন পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে শক্তি প্রয়োজন-

4 / 50

গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে-

5 / 50

একটি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV=nRT , এখানে n কি ?

6 / 50

কোন স্পৃংয়ের এক প্রান্তে m ভরের একটি বস্তুর ঝুলালে এটি 0.08 m প্রসারিত হয় । বস্তুটি একটু টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে?

7 / 50

আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দানকারী বিজ্ঞানী-

8 / 50

জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করা হয় তখন সব সময় এর সংযোগ দেয়া হয়-

9 / 50

অভিকর্ষজ ত্বরণ 9,8 ms-2 হলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করো-

10 / 50

বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তিস্তরের মান - 13.6 eV হলে , তৃতীয় শক্তিস্তরের মান?

11 / 50

S.I এককে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান হল-

12 / 50

পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতি-

যদি \overrightarrow{A}=2\widehat{i}+\alpha\widehat{j}+\widehat{k} এবং \overrightarrow{B}=-2\widehat{i}+\alpha\widehat{j}-2\widehat{k} পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

13 / 50

যদি A = 2i+αj+k এবং B = -2i+j-2k পরস্পর লম্ব হয় তবে α এর মান হবে-

14 / 50

একজন বালিকা একটি দোলনায় বসে দোল খাচ্ছে। বালিকাটি উঠে দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন হবে?

15 / 50

বৈদ্যুতিক বাল্বে যে সরু ধাতব তার থাকে তা কোন পদার্থের তৈরি?

16 / 50

তিনটি ছক্কা একই সময়ে নিক্ষেপ করলে প্রাপ্ত বিন্দুর যােগফল 17 হওয়ার |
সম্ভাবনা হবে। [BUET: 13-14;BRUR-E:16-17]

17 / 50

তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হবে?

18 / 50

একটি 100 MeV ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত?

19 / 50

একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কোন বস্তুর কম?

20 / 50

মাইকেলসন-মোরলে পরীক্ষায় নির্ণয় করা যায়-

21 / 50

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ-

22 / 50

তাপ গতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়?

23 / 50

জাংশন ডায়োডের নিঃশেষিত স্তরে থাকে-

24 / 50

12 W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50s এ মোট 100C চার্জ প্রবাহিত হয়। এই সময়ে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?

25 / 50

কোন বস্তুর উৎক্ষেপণ ব্যাগ তার মুক্তি বেগের সমান হলে বস্তুটি-.

26 / 50

আলোক তড়িৎ ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রদর্শন করে?

27 / 50

একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য 3π । পথ পার্থক্য কত?

28 / 50

কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য-

29 / 50

একটি মেঘে কি পরিমান চার্জ আছে - কোন সূত্র প্রয়োগ করে তা মাপা সম্ভব?

30 / 50

যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের পর্যায় কাল-

31 / 50

কৌণিক ভরবেগের একক কোনটি?

32 / 50

তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর একক কোনটি?

33 / 50

বোর পরমাণু মডেলের ভিত্তি কি?

34 / 50

সরল ছন্দিত স্পন্দনের - স্পন্দনশীল কণার বেগ শূন্য হয়-

35 / 50

প্রথম 10 টি সংখ্যার পরিমিত ব্যবধান- [IU: 19-20]

36 / 50

নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতার ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়?

37 / 50

নিচের কোন পরিমাপটি আদর্শ বিস্তার পরিমাপ? [BSMRSTU-B: 18-19]

38 / 50

0.50 m ব্যাসার্ধের একটি গোলককে 20 C চার্জ দেওয়া হল। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত?

39 / 50

“g” এর আদর্শ মান ধরা হয়-

40 / 50

নিচের কোনটির পোলারায়ন সম্ভব নয়?

41 / 50

19,18,20,22,21 সংখ্যাগুলাের পরিমিত ব্যবধান কত? [JU: 15-16]

42 / 50

একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে উপরের পিঠ জোড় সংখ্যা আসার সম্ভাবনা -[IU-F:12-13; CU 03-04]

43 / 50

15 ওয়াট বলতে কী বোঝায়-

44 / 50

0.5 kg ভরের একটি বোমা ভূমি হতে 1 Km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেয়া হলো। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত?

45 / 50

শূন্য মাধ্যমে সব কাঠামোর সকল পর্যবেক্ষকের জন্য আলোর গতি-

46 / 50

শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি?

47 / 50

নিচের কোন তড়িৎ-চুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম?

48 / 50

তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা কোনটি?

49 / 50

একই সময়ে কোন কণার অবস্থান ও ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তার গুণফল কখনোই প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক অপেক্ষা ছোট হতে পারে না-

50 / 50

একটি মসৃন কয়েনের দুটি পৃষ্ঠ H এবং T। যদি কয়েনটি 6 বার নিক্ষেপ |
করা হয় তাহলে ঠিক চারবার H পাবার সম্ভাবনা কত? [CU: 15-16]

Your score is

The average score is 12%

0%

 

  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।

GSTStand for General & Science Technology

গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য সব সাবজেক্ট (পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান) এর উপর মডেল টেস্ট সংবলিত সম্পূর্ণ ফ্রী কোর্স।