Course Content
Model Test on Physics, Chemistry, Math, English
MCQ on Physics, Chemistry, Math, English
0/4
Engineering Preparation Model Test – Free
About Lesson

0 votes, 0 avg
34

Physics Model Test [Short Syllabus]

Subject: Physics

1 / 50

200 C তাপমাত্রায় কোন এক সময় বায়ুতে প্রকৃত বাষ্প ঘনত্ব 17.5 gm m-3 এবং সম্পৃক্ত বাষ্প ঘনত্ব 20 gm m-3 হলে আপেক্ষিক আদ্রতা কত ?

2 / 50

পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি? [BSMRSTU-A: 18-19]

3 / 50

বৈদ্যুতিক ফিউজের ব্যবহার করা হয় কোনটি?

4 / 50

কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?

5 / 50

নিচের কোনটি ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রকারভেদ নয়?

6 / 50

প্রযুক্ত বল এবং সরণের মধ্যে 180° কোন হলে কাজ কেমন হবে?

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। \bar{A}.\bar{B} কত?

7 / 50

5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60° কোণে ক্রিয়াশীল। ভেক্টর দুটির ডট গুণফল (A.B) কত?

8 / 50

কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য তুলনায়-

9 / 50

52 টি তাসের প্যাকেট থেকে 1 টি তাস দৈবচয়িকভাবে উঠানাে হয়।
তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কোনটি? [JU: 16-17]

10 / 50

রেডনের অর্ধায়ু 3.82 দিন । কত দিনে ঐ পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে?

11 / 50

একটি মোটরের ক্ষমতা 16 W। 4 মিনিটে এর দ্বারা কৃতকাজ কত?

12 / 50

একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2x1011 Nm-2 এবং তারটির ব্যাস 0.4mm। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে কত বল প্রয়োজন?

13 / 50

কোনটি লেজারের বৈশিষ্ট্য নয়-

14 / 50

কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে না?

15 / 50

25 এবং 29 সংখ্যা দুইটির বিভেদাঙ্ক (C.V.) কত? [JKKNIU: 19-20]

16 / 50

অর্ধ-পরিবাহক ডায়োডকে সম্মুখী বায়াস করলে নিঃশেষিত স্তর-

17 / 50

একটি 3 Ω রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো।একটি বাহুর দুই প্রান্তের রোধের মান-

18 / 50

নিউট্রিনো ও বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে থাকে?

19 / 50

আলোকবর্ষের মাত্রা সমীকরণ-

20 / 50

কোন কারখানার 32 জন শ্রমিকের বাৎসরিক অনুপস্থিতির আদর্শ বিচ্যুতির
মান 5 দিন। শ্রমিকদের অনুপস্থিতির বর্গের সমষ্টি 1000 হলে বিভেদাঙ্কের মান কত? [RU-H: 17-18]

21 / 50

আধান ও বিভবের গুণফলের একক কি?

22 / 50

বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক-

23 / 50

0.5 kg ভরের একটি বোমা ভূমি হতে 1 Km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেয়া হলো। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত?

24 / 50

কোন ট্রানজিস্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর α=0.9 হলে এর প্রবাহ লাভ β =?

25 / 50

রৈখিক ভরবেগ 50 % বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায়-

26 / 50

A ও B দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে c গতিবেগে চলছে। B ফোটনের সাপেক্ষে A ফোটনের আপেক্ষিক বেগ কত?

27 / 50

একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল তিন s হলে প্রথমটির দোলনকাল কত?

28 / 50

স্বাভাবিক তাপমাত্রা ও চাপের কোন গ্যাসকে চাপ প্রয়োগ করায় আয়তন অর্ধেক হয়ে গেল। চূড়ান্ত চাপ কত?

29 / 50

তেজস্ক্রিয়তার একক কি?

30 / 50

12, 5, 15, 7, 2, 9, 4 সংখ্যাগুলোর পরিসর কত? [BRUR-F: 17-18]

31 / 50

1m দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 0.01 বৃদ্ধি পেলে তারর্টির অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে ?

32 / 50

তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?

33 / 50

একটি মুদ্রা পরপর তিনবার টস করা হলে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেইল পাবার সম্ভাব্যতা হবে । [BUET: 11-12]

34 / 50

হাইড্রোজেন পরমাণুর ১ম শক্তিস্তরের মান -13.6 eV হলে ২য় শক্তিস্তরের শক্তি কত eV?

35 / 50

বর্তনীর সাথে কোনটি শ্রেণী সমবায় যুক্ত করা হয়?

36 / 50

দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হওয়ার জন্য তাদের অন্তর্ভূক্ত কোণ কত হতে হবে?

যদি \overrightarrow{P} = 2\widehat{i}+4\widehat{j}-5\widehat{k} এবং \overrightarrow{Q} = \widehat{i}+2\widehat{j}+3\widehat{k} হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

37 / 50

যদি P = 2i+4j-5k এবং Q = i+2j+3k হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

38 / 50

বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন গুলো?

39 / 50

M ভরের একটি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে পরিমান শক্তি নির্গত হবে?

40 / 50

15 ওয়াট বলতে কী বোঝায়-

41 / 50

পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক এবং ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হবে-

42 / 50

তিনটি বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে?

43 / 50

গাছের একটি আপেল পৃথিবী কে F1 বলে আকর্ষণ করছে , পৃথিবী আপেলকে F2 বলে আকর্ষণ করছে |

44 / 50

দুটি ভেক্টরের লব্ধির সব্বোর্চ মান 25 একক এবং সর্বনিম্ন মান 7 একক। ভেক্টর দুটির মান কত?

45 / 50

এক বায়ুমন্ডলীয় চাপের সমান হল-

46 / 50

একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে-

47 / 50

থিওরি অফ রিলেটিভিটি -এর প্রবক্তা কে?

48 / 50

কার্নোর চক্রের চতুর্থ ধাপে কি ঘটে?

49 / 50

ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণের কোন ধারক ব্যবহৃত হয় ?

50 / 50

ভূপৃষ্ঠ হতে 400 km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর অনুপাত কত?[ পৃথিবীর ব্যাসার্ধ=6400km]

Your score is

The average score is 9%

0%

  • প্রত্যেক Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button এ ক্লিক করতে হবে।

GSTStand for General & Science Technology

গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য সব সাবজেক্ট (পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান) এর উপর মডেল টেস্ট সংবলিত সম্পূর্ণ ফ্রী কোর্স।