এক নজরে ভর্তি প্রক্রিয়ার সময়সূচী

বিষয়

তারিখ ও সময়

১. আবেদন গ্রহণ ১৭-০৭-২০২২ থেকে ১৬-০৮-২০২২
২. প্রবেশপত্র ডাউনলোড ০১-০৯-২০২২ থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত
৩. ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ ০১-০৯-২০২২
৪. ভর্তি পরীক্ষা ১০-০৯-২০২২
বেলা ১১.৩০ টা থেকে ১২:৩০টা পর্যন্ত
৫. ফলাফল প্রকাশ ১৫-০৯-২০২২
৬. মেধা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয়সমূহের ১৬-০৯-২০২২ থেকে ২০-০৯-২০২২
৭. মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ ৩০-০৯-২০২২
৮. মেধা তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০,০০০.০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা ০১-১০-২০২২ থেকে ১০-১০-২০২২
৯. অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ ১৬-১০-২০২২
১০. অপেক্ষমান তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০,০০০.০০ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা ১৭-১০-২০২২ থেকে ২১-১০-২০২২
১১. দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা ২৬-১০-২০২২
১২. দ্বিতীয়বার অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০,০০০.০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা ২৭-১০-২০২২ থেকে ৩১-১০-২০২২
১৩. ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঐ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাযোজ্য ভর্তি ফি এর সাথে পূর্বে জমাকৃত ১০,০০০.০০ টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করা। এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে ০৬-১১-২০২২ থেকে ১০-১১-২০২২
১৪. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে

 

কৃষি গুচ্ছ আবেদন যোগ্যতা

২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/ সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। সিলেকশন পদ্ধতি বাতিল। আবেদন যোগ্যতা থাকলে সবাই পরীক্ষা দিতে পারবে।

কৃষি গুচ্ছ পরীক্ষা পদ্ধতি

ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Question Choice) পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাচ) নম্বর কর্তন করা হবে।

বিষয়ভিত্তিক নম্বর বন্টন

  • ইংরেজি ১০
  • প্রাণীবিজ্ঞান ১৫
  • উদ্ভিদবিজ্ঞান ১৫
  • পদার্থবিজ্ঞান ২০
  • রসায়ন ২০
  • গণিত ২০

মেধা স্কোর নির্ধারণ

লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ এর এসএসসি/ সমমান হতে ২৫ নম্বর এবং এইচএসসি/ সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য যেসব তথ্যগুলো প্রয়োজন:

(১) আপনার একটি সচল মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি প্রয়োজন হবে। আপনার প্রদানকৃত মোবাইল নম্বর এবং ই-মেইল আইডির মাধ্যমে আপনার ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাঠানো হবে।

২) আপনি কোন ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র পেতে ইচ্ছুক সেটি নির্ধারণ করতে হবে।

৩) আপনার বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।

৪) সাতটি ভর্তি পরীক্ষার কেন্দ্রের পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

৫) আপনার একটি পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবির সফট কপি (৫০ কিলোবাইট, ৩০০×৩৫০ পিক্সেল এবং jpg ফরম্যাট) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। উল্লেখ্য যে, ছবি ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

৬) আবেদন ফি জমা দিতে আপনার পছন্দমতো পেমেন্ট মেথড একাউন্টে ন্যূনতম ১,২০০/- টাকা রাখতে হবে।

৭) আপনি ভর্তি পরীক্ষায় আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যার সম্মুখীন হলে support@acas.edu.bd এই ই-মেইল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (১১১৬)
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা (৭০৪)
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (৩৩০)
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট (৪৩১)
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী (৪৪৩)
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (২৪৫)
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা (১৫০)
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (৯০)

Agriculture University Admission date and information