চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ(লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
Title | Date |
---|---|
Application submission starting date and time | 06 June 2022, Monday, 10:00 AM |
Application submission closing date and time | 19 June 2022, Sunday, 05:00 PM |
Application fee payment closing date and time | 20 June 2022, Monday, 05:00 PM |
Publication of List of Candidates Eligible for Admission Test | 04 July 2022, Monday |
Admission Test | 06 August, 2022, Saturday KA: 10:00 AM to 12:30 PM KHA: 10:00 AM to 01:45 PM |
Admission Test Result Publication | 23 August, 2022, Tuesday |
১। বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা:
ক্রমিক নং | বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা | সংরক্ষিত আসন সংখ্যা | মােট আসন সংখ্যা |
০১ | চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) | ৯২০ | ১১ | ৯৩১ |
০২ | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) | ১০৬০ | ০৫ | ১০৬৫ |
০৩ | রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) | ১২৩০ | ২১ | ৩২৩১ |
২। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যােগ্যতা:
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) প্রার্থীকে ২০২১ ইং সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা সেপ্টেম্বর ২০২০ ইং থেকে অক্টোবর ২০২১ ইং এর মধ্যে GCE “A’ লেভেল সার্টিফিকেট
প্রাপ্ত হতে হবে।
(গ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৮ ইং অথবা ২০১৯ ইং সালের মাধ্যমিক বা
সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে।
(ঘ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বোের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে আলাদা আলাদাভাবে গ্রেড পয়েন্ট ৫,০০ পেতে হবে (অর্থাৎ গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মােট গ্রেড পয়েন্ট ১৫.০০ পেতে হবে) এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
(ঙ) প্রার্থী GCE ‘0′ এবং GCE “A’ লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE ‘0′ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE “A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদা আলাদাভাবে “A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE “A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে B গ্রেড পেতে হবে।
(চ) প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন | বিষয়ের প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে কমপক্ষে ৮০% নম্বর বা সমমানের গ্রেড এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
(ছ) যােগ্য আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মােট প্রাপ্ত গ্রেড পয়েন্ট ও নম্বরের এর ভিত্তিতে প্রথম ৩৩,০০০ (তেত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে। গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের মােট নম্বর, পদার্থবিজ্ঞান ও রসায়নের মােট নম্বর, পদার্থবিজ্ঞানের নম্বর ও রসায়নের নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।
(জ) ন্যূনতম যােগ্যতা পূরণ সাপেক্ষে GCE ‘0′ লেভেল ও GCE ‘A’ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যােগ্য বলে বিবেচিত হবে।
৩। নিয়মবিধি
- ১৯ জুন, ২০২২ ইং, রবিবার বিকাল ৫.০০ টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোন আবেদনপত্র Submit করা যাবে না।
- MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য মােট প্রাপ্ত নম্বর থেকে সংশ্লিষ্ট প্রশ্নসমূহের জন্য বরাদ্দ নম্বরের ২৫% কাটা হবে।
- OMR Sheet এ শুধুমাত্র কালাে কালির বলপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। বৃত্ত ভরাটের জন্য পেন্সিল, জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না। মুক্তহস্ত অংকনের জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত মডেলের সর্বোচ্চ ০২ টি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে ৪নং অনুচ্ছেদের ছকে বর্ণিত তারিখ ও সময়সূচির পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সংশােধনী অথবা প্রয়ােজনীয় তথ্যাদি সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রকাশ করা হবে।
৪। আবেদন ফি
গ্রুপ | বিভাগ | ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি (সার্ভিস চার্জ সহ) |
---|---|---|
ক | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ | ১২০০/- (এক হাজার দুইশত) টাকা |
খ | ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | ১৩০০/- (এক হাজার তিনশত) টাকা |
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী: সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি নির্দেশিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পাওয়া যাবে।
