Search
Close this search box.

Chemistry Model Test for University Admission – 09 [Short Syllabus]

Chemistry Model Test for University Admission – 09 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
31

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

816O-2 আয়নে ইলেকট্রন সংখ্যা–

2 / 50

CH4 অনুর কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা কি ধরনের?

3 / 50

NH4+ আয়নের আকৃতি ও সংকরায়ন কি?

4 / 50

আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি——-

5 / 50

নিম্নের কোনটি বাফার দ্রবণ——–

6 / 50

কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

7 / 50

নিম্নের কোনটির আকার সবচেয়ে ছোট———

8 / 50

0.2 M মাত্রার K2Cr2O7 এর 100 ml দ্রবন তৈরি করতে K2Cr2O7 এর প্রয়োজন হবে?

9 / 50

কাঁঠাল কৌটাজাতকরনে ব্যবহৃত হয় —

10 / 50

শরীরের ব্যথা বেদনা উপশমে নিচের কোন রশ্মি ব্যবহৃত হয়—–

11 / 50

লেবুর মধ্যে নিচের কোন এসিড পাওয়া যায় ?

12 / 50

অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিম্নের কোন গ্রুপটি অর্থো-প্যারা নির্দেশক করে—

13 / 50

Sn কোন জারণ অবস্থায় বিচারক হিসেবে কাজ করেন

14 / 50

নিচের কোনটি সম্ভব —

15 / 50

ভিত্তি অবস্থায় Cu পরমাণুর ইলেকট্রন বিন্যাস—-

16 / 50

পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবন দ্বারা কোন ক্যাটায়ন সনাক্ত করা যায়——-

17 / 50

ভ্যানিশিং ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় —

18 / 50

ট্যালক মূলত কোনটি ?

19 / 50

পরমাণুর কোন দুটি কনিকা পরস্পর সমান–

20 / 50

ভূপৃষ্ঠ থেকে বেতার তরঙ্গ, মন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে–

21 / 50

N2 (g)+ 3H2 (g)⇌ 2NH3(g) ;বিক্রিয়াটিতে Kp এবংKc এর সম্পর্ক কোনটি—

22 / 50

নিম্নের কোন অনু টি সরলরৈখিক?

23 / 50

নিম্নের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না–

24 / 50

সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা একই হলে সাম্যধ্রুবক (KC) এর মান কত???

25 / 50

স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 L হয়| ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 1.50 atm করা হলো, তখন ওই গ্যাসের আয়তন কত হবে——

26 / 50

কোন বিক্রিয়ায় বিক্রিয়ক ও  উৎপাদের মোল সংখ্যা সমান হলে  (KC) এর একক—

 

27 / 50

ইউরিয়ার সঙ্গে মিথানল ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে যে পদার্থ উৎপন্ন করে তার নাম কি–

28 / 50

N2 (g)+ 3H2 (g)⇌ 2NH3(g) ; বিক্রিয়াটিতে (KC) একক হল ———-

29 / 50

হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম———

30 / 50

একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে তার হার ধ্রুবক কত —

31 / 50

নিম্নের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়—

32 / 50

ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা নিম্নোক্ত কোনটি–

33 / 50

কোনটি অম্লীয় অক্সাইড——–

34 / 50

কোনটি প্রিজারভেটিভ ?

35 / 50

সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দুতে pH হয়-

36 / 50

স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে

37 / 50

CH3-CH=CH2 যৌগে কার্বন গুলো সংকরণ কি —

38 / 50

আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক,Z=?

39 / 50

নিম্নের কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার—

40 / 50

টলেন বিকারকের সাহায্যে নিম্নের কোন যৌগিক পদার্থ শনাক্তকরণ করা যায়—

41 / 50

Zn+2 আয়ন নিশ্চিতকরণের বিকারকের নাম কি ———

42 / 50

ক্লিমেনসন বিজারণ দ্বারা কার্বনিল যৌগ হতে নিম্নের কোন যৌগ উৎপন্ন করা যায়—

43 / 50

একটি মৌলের  ইলেকট্রন বিন্যাস হল [Ar]3d6 4s2   ,,,মৌলটি —

44 / 50

কোনটি ফেনলের এর শনাক্তকারী পরীক্ষা নয়—

45 / 50

গ্লুকোজে অ্যালকোহলীয় মূলকের সংখ্যা কত?

46 / 50

H3O+ যোগের HOH বন্ধন কোণ কত?

47 / 50

250 C তাপমাত্রায় 0.01 M NaOH দ্রবণের pH কত?

48 / 50

নিম্নের কোন আয়নটিতে পাঁচটি বিজোড় d ইলেকট্রন আছে****

49 / 50

দৈত্যাকার অনু কোনটি—

50 / 50

STP তে 11.2 L ওজনের(O3 ) অক্সিজেন পরমাণুর সংখ্যা কত

Your score is

The average score is 12%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।