Chemistry Model Test for University Admission – 06 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
32

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

বেনজিন বলয়ে কয়টি σ এবং π আছে–

2 / 50

তড়িৎ অবিশ্লেষ্য যৌগ কোনটি

3 / 50

জাল টাকা শনাক্তকরণ এর কোন রশ্মি ব্যবহার

4 / 50

আউফবাউ নীতি অনুসারে নিচের কোনটি সঠিক—?

 

5 / 50

বেনজিন বলয়ে দুটি প্রতিস্থাপক যুক্ত থাকলে, যৌগটির কয়টি সমাধান সম্ভব—

6 / 50

কোন গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী—

7 / 50

এক মোল তড়িৎ হল

8 / 50

বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে———-

9 / 50

সহকারী কোয়ান্টাম সংখ্যা / এর মান কত হলে f অরবিটাল সম্ভব—?

10 / 50

অম্ল -ক্ষার টাইট্রেশনে সমাপ্তি বিন্দুতে ফেনলফথ্যালিন এর বর্ণ পরিবর্তনের সীমা কত

11 / 50

রং-বেরঙের আলোকসজ্জায় কোন গ্যাস ব্যবহার করা হয়—

12 / 50

নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস-

13 / 50

অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের মান কত??

14 / 50

1 লিটার পানিতে 58 g NaCl দ্রবীভূত করলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে?

15 / 50

সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দুতে pH হয়-

16 / 50

ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয়–

17 / 50

কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়

18 / 50

পটাশিয়ামের শিখা পরীক্ষায় প্রাপ্ত বর্ণ হল—–

19 / 50

পরমাণুর কোন দুটি কনিকা পরস্পর সমান–

20 / 50

নিম্নোক্ত অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব—*****

21 / 50

একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রন নির্গত হয় তাকে কি বলে?*****

22 / 50

নিচের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে বেশি———-

 

23 / 50

60 ml 0.2 N NaOH দ্রবণের সাথে কি পরিমাণ পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা 0.1 N হবে ?

24 / 50

কোনটি আলোক সক্রিয় যৌগ

25 / 50

কোনটি ফেনলের এর শনাক্তকারী পরীক্ষা নয়—

26 / 50

নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী ——-

27 / 50

CH3-CH=CH2 যৌগে কার্বন গুলো সংকরণ কি —

28 / 50

কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারে

29 / 50

50 ml 0.1 M HCl দ্রবণ প্রশমন এর জন্য কি পরিমান 0.1 M NaOH প্রয়োজন

30 / 50

এসিড বৃষ্টিতে কোন এসিড থাকে না—–

31 / 50

রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাপ করা যায়–

32 / 50

হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়

33 / 50

PCl5 (g)⇌ PCl3(g)+ Cl2 (g) ;–বিক্রিয়ার Cl2 যোগ করলে সাম্যবস্থা—

34 / 50

250 cm3 দ্রবণে 5.3 গ্রাম NaCO 3 দ্রবীভূত রয়েছে , ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে?

35 / 50

NaOH (aq) + HCl (aq) = NaCl (aq) + H2O(l) ΔH
হল—

36 / 50

ধাতুসমূহের সক্রিয়তার ক্রম অনুযায়ী কোনটি সঠিক নয়

37 / 50

জলীয় দ্রবণের pH এর মান 8 হলে দ্রবণটি হাইড্রোজেন আয়নের (H+ ) ঘনমাত্রা কত ?

38 / 50

নিচের কোনটিতে বন্ধন কোণ সবচেয়ে বড়?

39 / 50

1.0 M HCN এর বিয়োজন ধ্রুবক কত?

40 / 50

নিচের কোন ধাতুটি তড়িৎ সুপরিবাহী নয়

41 / 50

নাইট্রাস অক্সাইড(N2O) হলো—-

42 / 50

কার্বক্সিলিক এসিডের লবণের গারো জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়

43 / 50

ম্যাগনেটাইট এক ধরনের আয়রন অক্সাইড | এর রাসায়নিক সংকেত কি —–

44 / 50

কোন আয়নের আকার ক্ষুদ্রতম——-

45 / 50

Li+2  আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার–

46 / 50

0.005 M Ca(OH)2 দ্রবণের pH কত?

47 / 50

ডেনিয়েল কোষে ব্যবহৃত ইলেকট্রোড দুটি হল

48 / 50

বিশুদ্ধ পানিতে কিছু অম্ল যোগ করলে

49 / 50

গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে —

50 / 50

Cu+2 আয়নের দ্রবণে অধিক সোডিয়াম হাইড্রোক্সাইড(NH4OH) দ্রবণের যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়—–

Your score is

The average score is 26%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।