Chemistry Model Test for University Admission – 04 [Short Syllabus]

Model Test for University Admission.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্ট।

যতবার ইচ্ছা মডেল টেস্ট দিতে পারবেন। কয়েক হাজার প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে প্রতিবার ৫০টি করে প্রশ্নের মডেল টেস্ট দিতে পারবেন। Restart Quiz এ ক্লিক করলে নতুন প্রশ্নে পুনরায় মডেল টেস্ট শুরু হবে।

  • ▣ Model Test লিস্ট থেকে যেকোনো Model Test এ ফ্রি – তে অংশগ্রহণ করা যাবে।
  • ▣ Model Test শেষে প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখা যাবে।
  • ▣ Model Test এ ৫০টি করে প্রশ্ন দেওয়া আছে ।
  • সব প্রশ্নের উত্তর না দিয়ে Model Test শেষ করতে হলে Finish Button ‍/See Result এ ক্লিক করতে হবে।
0 votes, 0 avg
10

Chemistry Model Test [Short Syllabus]

Subject: Chemistry

1 / 50

Li+2  আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার–

2 / 50

ফটোকেমিক্যাল স্মোগ তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না?

3 / 50

কোনটি পোলার অনু?

4 / 50

এক মোল তড়িৎ হল

5 / 50

জাল টাকা শনাক্তকরণ এর কোন রশ্মি ব্যবহার

6 / 50

NH3 অনুপের H-N-H বন্ধন কোণের মান কত?

7 / 50

ট্যালক মূলত কোনটি ?

8 / 50

কোনটি তড়িৎ অবিশ্লেষ্য ?

9 / 50

তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে

10 / 50

গ্লুকোজ ও বেনজয়িক এসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে নিম্নের কোন পদ্ধতিটি প্রয়োজন হয় না——

11 / 50

H2SO4 এর 2 M বৈশিষ্ট্যের 5 লিটার দ্রবন তৈরি করতে কি পরিমান H2SO4 প্রয়োজন হবে

12 / 50

বেনজিন বলয়ে কয়টি σ এবং π আছে–

13 / 50

Sn কোন জারণ অবস্থায় বিচারক হিসেবে কাজ করেন

14 / 50

বোর পরমাণু মডেলের জন্য কোনটি প্রযোজ্য হবে—-****

15 / 50

1 অ্যাটমোসফিয়ার = কত?

16 / 50

টয়লেট ক্লিনার এ কোন উপকরণটি গ্রিজ অপসারক হিসেবে ব্যবহৃত হয় ?

17 / 50

অ্যাসিটিলিন অণুতে মোট σ এবং π বন্ধনের সংখ্যার অনুপাত—-

18 / 50

তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয় ?

19 / 50

ফেনলে কয়টি π ইলেকট্রন আছে—

20 / 50

NH3 অনুর নাইট্রোজেন মৌলে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে ?

21 / 50

কোনটি সঠিক নয়–?*****

22 / 50

CH2=CHCHO যৌগটিতে যথাক্রমে σ এবং π বন্ধনের সংখ্যা—-

23 / 50

স্ট্রাটোস্ফিয়ার এর বিস্তার কত কিলোমিটার

24 / 50

নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে—

25 / 50

নিম্নের কোনটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করতে পারে না—

26 / 50

হাইড্রোজেন বর্ণালীর প্যাশ্চেন সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হয় —–

27 / 50

নিম্নের কোন আয়নটিতে পাঁচটি বিজোড় d ইলেকট্রন আছে****

28 / 50

25o তাপমাত্রায় 100 cm3 দ্রবণে 5.85 g NaCl দ্রবীভূত আছে, দ্রবণের মোলারিটি কত হবে ?

29 / 50

সবল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে প্রশমন বিন্দুতে pH হয়-

30 / 50

দৈত্যাকার অনু কোনটি—

31 / 50

গলিত NaCl এর মধ্য দিয়ে 1 F তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ

32 / 50

বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়– –

33 / 50

5 A বিদ্যুৎ 5 min ধরে CuSO4 দ্রবণে প্রবাহিত করলে ক্যাথোড একই পরিমাণ Cu সঞ্চিত হবে

34 / 50

Cl এর অনুবন্ধী এসিড—–

35 / 50

250 C তাপমাত্রায় MX2 এর KSP =4×10-12 হলে এটির মোলার দ্রাব্যতা কত?

36 / 50

কোনটি পরম শূন্য তাপমাত্রা—

37 / 50

ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা নিম্নোক্ত কোনটি–

38 / 50

A + B ⇌ 3D সমীকরণ মতে বিক্রিয়াটির Kp ও Kc এর সম্পর্ক কোনটি—

39 / 50

নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60g সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 g তলানি পাওয়া যায় | উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত———-

40 / 50

ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কি—-

41 / 50

সবচেয়ে শক্তিশালী এসিড কোনটি

42 / 50

হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম———

43 / 50

দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হল—-

44 / 50

দুধ হচ্ছে এক প্রকার —

45 / 50

নিচের কোন ধাতুটি তড়িৎ সুপরিবাহী নয়

46 / 50

চিনি ও গ্লুকোজ হলো

47 / 50

কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না——–

48 / 50

8 g He এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি?

49 / 50

আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি——-

50 / 50

নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী ——-

Your score is

The average score is 18%

0%

নৈবেত্তিক পরীক্ষা শুরু করতে START ‍বাটনে চাপ দিন এবং সব প্রশ্নের উত্তর শেষে Finish বাটনে চাপ দিন।

মোট ৫০টি নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। উত্তর শেষে Finish/See Result বাটন এ চাপ দিলে সঠিক উত্তরসহ Result দেখতে পাবেন।

নিম্নে প্রদত্ত MCQ Questions এর উত্তরগুলো উপরোক্ত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে জানতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন।

  • নৈবেত্তিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র উত্তর জানতে Finish বাটন এ ক্লিক করুন।
  • নিম্নে শুধু প্রশ্ন এবং অপশন রয়েছে সঠিক উত্তর কুইজে অংশগ্রহণ করে জেনে নিন।