Search
Close this search box.

৩০ তারিখে শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

আগামী ৩০ তারিখে রিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। গত ১৯ নভেম্বর থেকে ভর্তি প্রকিয়া চলমান রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নের নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন আহ্বান করা হয়।

১। আবেদনকারীকে GST ভুক্ত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত হতে হবে।

২। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট: http://admission.bu.ac.bd -এ প্রবেশপূর্বক প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

৩। ভর্তির আবেদনের সময়সীমা ১৯/১১/২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০/১১/২০২১ তারিখ রাত ১১:৫৯ ঘটিক পর্যন্ত।

৪। ভর্তি ফি ও ইউনিটের অধীন অনুষদসমূহ:

বিজ্ঞান (A – ইউনিট), মানবিক(B – ইউনিট), বাণিজ্য(C – ইউনিট) সকল ইউনিটের ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

৫। শাখা পরিবর্তনের সুযোগসহ ‘A’ ইউনিটের আসন সংখ্যা ৭২৬, ‘B’ ইউনিটের আসন সংখ্যা ৩৯৮ এবং ‘C’ ইউনিটের আসন সংখ্যা ৩১৬।

৬। A, B, C ইউনিটের মোট আসনের (১৪৪০) অতিরিক্ত ৫% হিসেবে মোট ৭২টি আসন বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

৭। বিভিন্ন বিভাগে ভর্তির বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি, শাখা পরিবর্তন বিষয়ক জ্ঞাতব্যসমূহ এবং ভর্তি সংক্রান্ত অন্য সকল প্রয়োজনীয় তথ্য ভর্তি ওয়েবসাইটে (http://admission.bu.ac.bd) প্রদয় ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে।

৮। মেধাক্রম তৈরির পদ্ধতি:

  • GST ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে।
  • GST ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে:
(ক) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ (৪র্থ বিষয়সহ) এর যোগফল, 
(খ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৪র্থ বিষয়সহ) এর যোগফল, 
‘A’ ইউনিট এর ক্ষেত্রেঃ

i. এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট

ii. এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর,

iii. এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট,

iv. এইচএসসি/সমমানের পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর,

v. GST ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, vi. GST ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর।

‘B’ও ‘C’ ইউনিট এর ক্ষেত্রে:

i. এইচএসসি/সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট,

ii. এইচএসসি/সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর,

iii. এইচএসসি/সমমানের পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট,

iv. এইচএসসি/সমমানের পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর।

ভর্তি নির্দেশিকা

@studyzonebd.com