Search
Close this search box.

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শেষ ৩০ নভেম্বর

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিভাগভর্তির জন্য আবেদনের শর্তসমূহআসন সংখযা 
গণিতGST-এর A ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণসহ এইচএসসি/সমমান পরীক্ষায় গণিতে কমপক্ষে B গ্রেড থাকতে হবে।৩০ (GST-এর A ইউনিটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত)
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংGST-এর A ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণসহ এইচএসসি/সমমান পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যার প্রত্যেকটিতে কমপক্ষে B গ্রেড থাকতে হবে।৩০+৩০=৬০ (GST-এর A ইউনিটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত)
ফিশারিজGST-এর A ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণসহ এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিদ্যায় কমপক্ষে B গ্রেড থাকতে হবে।(GST-এর A ইউনিটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত)
ম্যানেজমেন্টGST-এর A, B অথবা C ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবে।GST-এর A ইউনিট = ০৭ GST-এর B ইউনিট = ০৩ GST-এর C ইউনিট = ২০, মোট= ৩০
সমাজকর্মGST-এর A, B অথবা C ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবে।GST-এর A ইউনিট = ০৭ GST-এর B ইউনিট = ২০ GST-এর C ইউনিট = ০৩, মোট= ৩০

বিশেষ কোটাসমূহঃ

(ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার জন্য মোট ৬ টি (প্রতিটি বিভাগে একজন করে) আসন

(খ) মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনি কোটার জন্য ৫% আসন। পুত্র-কন্যা অগ্রাধিকার পাবে।

(গ) শারীরিক প্রতিবন্ধী কোটার জন্য মোট ৬ টি (প্রতিটি বিভাগে একজন করে) আসন নির্ধারিত।

আবেদনের সময় প্রদত্ত বিভাগ পছন্দক্রম এবং GST ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। GST ভর্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য মেধাক্রম প্রস্তুত করা হবে।

ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিম্নে উল্লেখিত বিষয়সমূহ গুরুত্বপূর্ণঃ

১। শুধুমাত্র GST-ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষারথীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

২। প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদানসহ আবেদন করতে হবে।

৩। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি (সার্ভিস চার্জসহ ৬৫০ টাকা) পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

৪। আবেদনের পর ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাতকারে উপস্থিত হতে হবে।

৫। সাক্ষাতকারের পর ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ, প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

@studyzonebd.com