Search
Close this search box.

Agricultural University Important Questions and Answers

Agricultural University Important Questions and Answers

Questions on Biology and Math

Math

সমঘাতী ম্যাট্রিক্স এর শর্ত কি?

  • A²=1
  • A²=0
  • A²=A
  • None

Answer: A²=A

x²-2x+5 এর ন্যূনতম মান হবে –

  • 3
  • 11/24
  • 4
  • 5

Answer: 4

y²-6x+4y+11=0 পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় কর।

  • y=0
  • y+2=0
  • 6x-7=0
  • x=0

Answer: y+2=0

x³-9x²+24x-12 ফাংশনটির স্থানীয় চরম ও অবম মান যথাক্রমে –

  • 4;6
  • 8;4
  • 2;1
  • 3;2

Answer: 8;4

(1,0) বিন্দু এবং x+1=0 সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ হবে –

  • x²=2y
  • y²=4x
  • x²=4y
  • y²=2x

Answer: y²=4x

y=2x-x² বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

  • 3/4
  • -3/4
  • 4/3
  • -4/3

Answer: 4/3

3x²+2y²=6 উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত?

  • 4/3
  • 3/4
  • 1/√3
  • 5/√2

Answer: 1/√3

x²+4x+2y=0 পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্ব x অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করে?

  • 190°
  • 90°
  • 30°

Answer: 0°

d/dx(sin²x) = ?

  • cos²x
  • sinxcosx
  • sin2x
  • cos2x

Answer: sin2x

3x²-2x+1=0 সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত?

  • 2/3
  • -2/3
  • 2/9
  • -2/9

Answer: -2/9

ম্যাট্রিক্স M এর আকার (4✕3) এবং N এর আকার (3✕5) হলে, MN এর আকার কোনটি?

  • 4✕4
  • 4✕5
  • 3✕5
  • 3✕4

Answer: 4✕5

Matrices এর ব্যবহার কোনটি?

  • অন্তরীকরণে
  • বিন্যাস ও সমাবেশ
  • চিরায়ত বলবিদ্যায়
  • যোগজীকরণে

Answer: অন্তরীকরণে

যদি A বর্গ ম্যাট্রিক্স হয়, তবে IAI = ?

  • I
  • A
  • A-1
  • IA

Answer: A

A ও B দুটি ম্যাট্রিক্স হয়, তবে (AB)t = ?

  • AB
  • BA
  • Bt At
  • A’B’

Answer: Bt At

y=-5x+9 রেখার সাথে লম্ব নতি –

  • 5
  • -5
  • 1/5
  • -1/5

Answer: 5

y²=8x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ –

  • 4
  • 6
  • 8
  • 12

Answer: 4

y+3×12=0 রেখার উপর লম্ব রেখার ঢাল কত?

  • -3
  • -1/6
  • 1/3
  • 6

Answer: 1/3

k এর কোন মানের জন্য 2x-y+7=0 ও 3x+ky-5=0 রেখা দুইটি পরস্পর লম্ব হবে? 

  • 6
  • 8
  • 9
  • 10

Answer: 9

কোন বিন্দুর কোটি 3 এবং (5,3) থেকে বিন্দুটির দুরত্ব 4 হলে ভুজ কত ?

  • 2 অথবা 7
  • 1 অথবা 9
  • 3 অথবা 5
  • 3 অথবা 4

Answer: 1 অথবা 9

(n-1) ঘাত বিশিষ্ট সমীকরণের মূলের সংখ্যা কত?

  • n
  • n+1
  • n-1
  • n/2 -1

Answer: n-1

Biology

মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষপ্রাচীরের মধ্য পর্দার সূচনা ঘটে?

  • অ্যানাফেজ
  • প্রোফেজ
  • টেলোফেজ
  • মেটাফেজ

Answer: টেলোফেজ

পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী আয়ন হলো-

  • Ca⁺⁺
  • Na⁺⁺
  • Mg⁺⁺
  • K⁺⁺

Answer: K⁺⁺

বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে?

  • ডিপ্লোটিন
  • জাইগোটিন
  • লেপ্টোটিন
  • প্যাকাইটিন

Answer: জাইগোটিন

নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে?

  • স্পাইরোগাইরা
  • ইউগ্লেনা
  • পেনিসিলিয়াম
  • স্যাকারোমাইসেস

Answer: স্যাকারোমাইসেস

কোষ বিভাজনের সিনথেসিস উপপর্যায়ে মোট সময়ের কত শতাংশ ব্যয় হয়?

  • ১৫-২৫
  • ২০-২৪
  • ৩০-৫০
  • ৪০-৫০

Answer: ৩০-৫০

অ্যানাফেজ পর্যায়ে কোন ক্রোমোসোমের আকৃতি অনেকটা ইংরেজি “L” অক্ষরের মতো দেখায়?

  • মেটাসেন্ট্রিক
  • সাব মেটাসেন্ট্রিক
  • এক্রোসেন্ট্রিক
  • টেলোসেন্ট্রিক

Answer: সাব মেটাসেন্ট্রিক

ফটোসিস্টেম-II এর প্রতিক্রীয় রঞ্জক নিম্নের কত তরঙ্গদৈর্ঘ্যের [nm] লাল আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে?

  • 660
  • 680
  • 700
  • 720

Answer: 680

নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?

  • কুমড়া
  • ভুট্টা
  • ছোলা
  • সূর্যমুখী

Answer: ভুট্টা

নিচের কোন উদ্ভিদে মিথোজীবিতা লক্ষ্য করা যায়?

  • Hibiscus rosa-sinensis
  • Cycas pectinata
  • Oryza sativa
  • Riccia discolor

Answer: Cycas pectinata

গর্ভাশয়ের অভ্যন্তরে যে বিশেষ ধরনের টিস্যু ডিম্বক ধারণ করে তাকে কী বলা হয়?

  • অমরা
  • ডিম্বাশয়
  • মাতৃঅক্ষ
  • এস্টিভেশন

Answer: অমরা

ক্লোরোফিল ‘b’ – এর আণবিক সংকেত কোনটি?

  • C₅₅H₇₀O₆N₄Mg
  • C₅₅H₇₀O₄N₆Mg
  • C₅₄H₇₀O₆N₄Mg
  • C₅₄H₇₀O₄N₆Mg

Answer: C₅₅H₇₀O₆N₄Mg

লেবু কোন জাতীয় ফল?

  • পেপো
  • পাইরেনি
  • এমফিসারফা
  • হেসপেরিডিয়াম

Answer: হেসপেরিডিয়াম

আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কয়টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হয়?

  • দুইটি
  • চারটি
  • ছয়টি
  • আটটি

Answer: চারটি

টুইস্টেড এস্টিভেশন থাকে কোন ফুলে?

  • আকন্দ
  • বাবলা
  • করবী
  • গন্ধরাজ

Answer: করবী

নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে?

  • মূলত্বক
  • মজ্জা
  • অন্তঃত্বক
  • পরিচক্র

Answer: মজ্জা

কোন হরমোনের প্রভাবে ঘাসফড়িংয়ের মোচন ক্রিয়া শুরু হয়?

  • কর্পোরা অ্যালাটা
  • জুভেনাইল হরমোন
  • একডাইসন
  • PTTH

Answer: একডাইসন

কোন নেমাটোসিস্ট হিপনোটক্সিন ক্ষরণ করে?

  • ভলভেন্ট
  • গ্লুটিন্যান্ট
  • স্টিনোটিল
  • সবগুলো

Answer: স্টিনোটিল

পাকস্থলীর সর্ব অভ্যন্তরস্থ স্তরের নাম কী?

  • সেরোসা
  • সাব-মিউকোসা
  • মিউকোসা
  • মাসকিউলারিস মিউকোসা

Answer: মিউকোসা

অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো?

  • Glucose
  • Fructose
  • Sucrose
  • Glycogen

Answer: Glycogen

অগ্ন্যাশয় নিঃসৃত এনজাইম নয়-

  • ট্রিপসিন
  • লাইপেজ
  • রেনিন
  • অ্যামাইলেজ

Answer: রেনিন

প্রাণিদেহে শর্করা কিরূপে জমা থাকে?

  • স্টার্চ
  • সেলুলোজ
  • গ্লাইকোজেন
  • গ্লুকোজ
  • ইনসুলিন

Answer: গ্লাইকোজেন

নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?

  • মানুষের পিত্তথলি কোন গ্রন্থি নয়
  • লালা গ্রন্থিগুলো সনালি গ্রন্থি
  • ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ
  • দুধ দাঁতে অগ্রপেষণ দাঁত থাকে না

Answer: ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ

নিচের কোন BMI (Body Mass Index) এর অতিরিক্ত ওজন নির্দেশ করে?

  • 25.0 – 29.9 kg/m square
  • 18.5 – 24.9 kg/m square
  • 30.0 – 34.9 kg/m square
  • 35.0 – 39.9 kg/m square

Answer: 25.0 – 29.9 kg/m square

মাইক্রোভিলাইগুলো একত্রিতভাবে ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে কী সৃষ্টি করে?

  • ব্রাশ বর্ডার
  • লুমেন
  • মিউকোসাল ফোল্ড
  • পাইলোরিক স্ফিঙ্কটার

Answer: মিউকোসাল ফোল্ড

অধিকাংশ খনিজ লবণ শোষিত হয় কোথায়?

  • বৃহদন্ত্রের ভিলাই প্রাচীরে
  • ক্ষুদ্রান্ত্রের ভিলাই প্রাচীরে
  • জেজুনামের ভিলাই প্রাচীরে
  • পাকস্থলীর ভিলাই প্রাচীরে

Answer: ক্ষুদ্রান্ত্রের ভিলাই প্রাচীরে

খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয় কোনটি?

  • সিক্রেটিন
  • পেপটাইড
  • সেরোটোনিন
  • গ্যাস্ট্রিন

Answer: সেরোটোনিন

কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে?

  • টি-লিম্ফোসাইট
  • বেসোফিল
  • মনোসাইট
  • বি-লিম্ফোসাইট

Answer: বি-লিম্ফোসাইট

লিথাল জিন-এর প্রভাব নেই কোন রোগে?

Answer: অসটিওপরোসিস

মারসুপিয়াল স্তন্যপায়ী প্রানী কোন মহাদেশে পাওয়া যায়?

  • এশিয়া
  • ইউরোপ
  • অস্ট্রেলিয়া
  • আফ্রিকা

Answer: অস্ট্রেলিয়া

কোন উদ্ভিদে জিন লিংকেজ দেখা যায়?

  • শিম
  • ভুট্টা
  • মটরশুঁটি
  • লাউ

Answer: ভুট্টা

Agricultural University Important Questions and Answers on

  • Biology and
  • Math

Cluster Agriculture University question pattern