How to apply for admission on Rabindra University
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন যেভাবে করবেন
১। https://admission.rub.ac.bd/ এই লিংকে ক্লিক করলে যে ওয়েবপেজ আসবে সেখানে GST মোবাইল নাম্বরা, GST এপ্লিকেশন নাম্বার এবং GST রোল নাম্বার দিয়ে লগইন করতে হবে।
২। লগইন করার পর ড্যাশবোর্ড এ এপ্লিকেশন অপশন থেকে এপ্লিকেশন করতে হবে। কোনো কোটা থাকলে তা সিলেক্ট করতে হবে। প্রয়োজনে কোটা পরে ইডিট করা যাবে।
৩। এপ্লিকেশন সম্পন্ন হলে পেমেন্ট এর অপশন আসবে, Pay Now বাটন ক্লিক করলে পেমেন্ট এর অপশন আসবে। পেমেন্টে SSLCOMMERZ এর গেটওয়ে ব্যবহার করতে হবে। কার্ড, রকেট, বিকাশ, নগদ সহ ৩০ এর অধিক পেমেন্ট সিস্টেম SSLCOMMERZ এর গেটওয়তে যুক্ত রয়েছে যার যেকোন একটি ব্যবহার করে সহজে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
বিশেষ বিজ্ঞপ্তিঃ পেমেন্ট চলাকালীন কোনোভাবে ব্রাউজার বন্ধ করা যাবে না।
পেমেন্ট সম্পন্ন হলে, ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হবে এবং একটি রোল নাম্বার প্রদান করবে।
৪। পেমেন্ট সম্পন্ন হলে এপ্লিকেশন কনফার্মেশন স্লিপ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।