Model Test for Rajshahi University (C-Unit)

Model Test → 27

0%
49

Model Test

Subject- Physics, Chemistry, Math, Biology

1 / 60

দুটি অ্যামিনো এসিড সংযুক্তকারী বন্ডের নাম কি ?

2 / 60

কোন বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতি কে বলা হয়-

3 / 60

কোনটি বিচ্ছুরণ মাধ্যম নয়?

4 / 60

5 / 60

একটি বস্তুকে 30 মিটার উঁচু কোন কোন বিল্ডিং এর ছাদ থেকে ভূমির
সমান্তরালে 10 ms-1 বেগে নিক্ষেপ করা হলাে। বস্তুটি কতক্ষণ পর মাটিতে আঘাত করবে? [IU:19-20]

6 / 60

ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষের সংক্রমিত হয়?

7 / 60

একটি চশমার ক্ষমতা +2D এর অর্থ কি ?

8 / 60

রিভার্স ট্রান্সক্রিপটেজ কোথায় থাকে-

9 / 60

বায়ুতে H2S এর কত ppm মানুষের মৃত্যু ঘটায়----

10 / 60

শব্দের তীব্রতা লেভেল বা স্তর মাপার একক কি-

11 / 60

একটি ডাইহাইব্রিড ক্রসের F2 জেনারেশনের অনুপাত হল-

12 / 60

কোন চৌম্বক পদার্থের চৌম্বক ডোমেইন থাকে?

13 / 60

k এর যে মানের জন্য সমীকরণ (k +1)x2 + 4 (k - 2)x + 2k = 0 এর
মূল দুইটি সমান হবে তা- [DU:04-05|

14 / 60

একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 2 মিনিট হলে তার হার ধ্রুবক কত ---

15 / 60

কোন ইউক্যারিওটিক কোষের প্লাজমিড পাওয়া যায় ?

16 / 60

একটি আলফা কণা কি--****

17 / 60

সরাসরি সংযোগ বা স্পর্শ না থাকলেও কোন বল ক্রিয়া করতে পারে?

18 / 60

19 / 60

কোনটি ভাজক কোষের বৈশিষ্ট্য নয় ?

20 / 60

কোন স্থানের ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বলা হয়-

21 / 60

দুটি ট্রেন বিপরীতমুখী হয়ে প্লাটফর্মে একটি স্থির মানুষকে অতিক্রম করতে 27 sec এবং 17 sec সময় নেয়। ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে 23 sec সময় নিলে তাদের গতির অনুপাত কত? [JUST:19-20]

22 / 60

( √3,1 ) বিন্দুর পোলার স্থানাঙ্ক-

23 / 60

কোনটি দিক রাশি ?

24 / 60

মানব ভ্রূণের বয়স কয় মাস হলে তাকে ফিটাস বলে?

25 / 60

6.0 M ঘনমাত্রার কোন দ্রব্যের 0.50 L দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে দ্রবণের ঘনমাত্রা 2.0 M হবে ?

26 / 60

পেশীকে অস্থির সাথে যুক্তকারী কে বলে-

27 / 60

মিথোজীবিতার উদাহরণ কোনটি ?

28 / 60

নিম্নে যৌগগুলির কোনটি নিউক্লিওফাইল--

29 / 60

ধূমপায়ীর শ্বসনতন্ত্রে কোন সমস্যা দেখা যায়-

30 / 60

ধূমপায়ীর ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলে কি রয়েছে ?

31 / 60

নেফ্রন গনতন্ত্রের একক-

32 / 60

ব্যতিচার এক ধরনের-

33 / 60

1 + ω19999 15557 = ?

34 / 60

পূর্বদিকে 20 কি.মি./ঘ. বেগে চলমান একটি বস্তুকণায় কী বেগ সংযুক্ত হলে, কণাটি 15 কি.মি./ঘ. বেগে উত্তর দিকে চলতে থাকবে? [RU-C2:17-18]

35 / 60

x2 +y2 -2x -2y-7 =0 বৃত্তের ব্যাসার্ধ (radius) কত?

36 / 60

37 / 60

পত্র সহ ফার্নের সমগ্র পাতাকে কি বলা হয় ?

38 / 60

অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

39 / 60

কোনটি বিরল অ্যামিনো এসিড ?

40 / 60

মহাকর্ষ সূত্র ব্যবহার করে নিম্নের কোন কাজটি করা সম্ভব নয়?

41 / 60

কোনটি ডিপ্লয়েড জীব ?

42 / 60

মহাকর্ষ বল নিউক্লিয় বলের তুলনায় কতগুণ তীব্র?

43 / 60

সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়-

44 / 60

গ্রীন হাউজ এ কাঁচের ভেতর দিয়ে কোন বিকিরণ অতিক্রম করতে পারে না-

45 / 60

সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের তিনগুণ হলে এদের। | মধ্যবর্তী কোণ কত?
[DU:99-00, 01-02; BUET 10-11; CUET 10-11; JGVC: 17-18; PUST-A1A2: 16-17; IU:16-17, 15-16; CU-C3:16-17; BUTEX:16-17]

46 / 60

কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয়?

47 / 60

x2 + y2 - 4x - 8y +p = 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। p এর মান।
কোনটি?

48 / 60

দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক (2√3 ,900 ) এবং( 2√5,1800 )হলে , বিন্দু দুটির দূরত্ব ?

49 / 60

–5, -3, 0, 3, 5 উপাত্তগুলোর পরিমিত ব্যবধান কত? [JKKNIU: 19-20]

50 / 60

“- 50D” ক্ষমতা বিশিষ্ট একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত?

51 / 60

কোনটি নিউট্রোফিল এর কাজ ?

52 / 60

কোন দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিলে কি ঘটবে-

53 / 60

হল ক্রিয়া থেকে নিচের কোনটি জানা সম্ভব নয়-

54 / 60

রিডবার্গ ধ্রুবকটি n2 কোয়ান্টাম সংখ্যার শক্তিস্তর হতে n1 কোয়ান্টাম সংখ্যার নিম্নতর শক্তিস্তরে যাওয়ার ফলে সৃষ্ট কার সাথে সম্পর্কযুক্ত?

55 / 60

Adam’s Apple কি?

56 / 60

পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত- মতবাদটি কোন বিজ্ঞানীর?

57 / 60

1+x²C² = 0 হলে এর মান কত?

58 / 60

বিয়ার ল্যাম্বার্ট সূত্র কোন মোলার দ্রবণ এর ক্ষেত্রে অধিক প্রযোজ্য

59 / 60

একই শক্তিসম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রন বন্টনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য---****

60 / 60

y2 = 2(x +3) পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি? [JKKNIU-B: 16-17]

Your score is

The average score is 18%

0%